ETV Bharat / state

উন্নয়ন না করতে পারলে 2021-এ ভোট চাইব না : শুভেন্দু - tmc

"ক্লাস ইলেভেন থেকে রাজনীতিতে যুক্ত। আমি যা ভোট বুঝি তাতে কানহাইয়ালাল আগরওয়াল লক্ষাধিক ভোটে জিতবে। যদি উন্নয়ন করতে না পারি তা হলে 2021 সালে ভোট চাইতে আসব না।"

শুভেন্দু অধিকারী
author img

By

Published : Apr 13, 2019, 3:19 AM IST

হেমতাবাদ, 13 এপ্রিল : "ক্লাস ইলেভেন থেকে রাজনীতিতে যুক্ত। আমি যা ভোট বুঝি তাতে কানহাইয়ালাল আগরওয়াল লক্ষাধিক ভোটে জিতবে। যদি উন্নয়ন করতে না পারি তা হলে 2021 সালে ভোট চাইতে আসব না।" উত্তর দিনাজপুরের হেমতাবাদে কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে সভায় গিয়ে এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য

সভায় তিনি বলেন, "আপনারা আমাদের জেলা পরিষদ দিয়েছেন। আমাদের দলের কবিতা বর্মণ আগামী 2023 পর্যন্ত সভাধিপতি থাকবেন। আমাদের মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে আমি আগামী 2021 সাল পর্যন্ত থাকব। BJP সাধারণ মানুষের জন্য কিছুই করেনি।তাহলে ওদের ভোট দিয়ে কী হবে?"

এরপর বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, "পাকিস্তান, হিন্দু-মুসলমান, মন্দির এই শব্দগুলো বাদ দিয়ে দিলে নির্বাচনে প্রচার করার মতো কিছু থাকবে না BJP-র কাছে। ওদের কাছে কোনও উন্নয়নের কথা নেই। কংগ্রেস গোরুর গাড়ির হেডলাইট আর CPI(M) সাইনবোর্ডে পরিণত হয়েছে।"

গতকালের সভামঞ্চে দলীয় প্রার্থী কানাইলাল আগরওয়ালসহ জেলার বিভিন্ন স্তরের নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। প্রচারে চমক আনতে বলিউড অভিনেতা আফতাব শিবদাসানিকে মঞ্চে নিয়ে আসা হয়েছিল।

হেমতাবাদ, 13 এপ্রিল : "ক্লাস ইলেভেন থেকে রাজনীতিতে যুক্ত। আমি যা ভোট বুঝি তাতে কানহাইয়ালাল আগরওয়াল লক্ষাধিক ভোটে জিতবে। যদি উন্নয়ন করতে না পারি তা হলে 2021 সালে ভোট চাইতে আসব না।" উত্তর দিনাজপুরের হেমতাবাদে কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে সভায় গিয়ে এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য

সভায় তিনি বলেন, "আপনারা আমাদের জেলা পরিষদ দিয়েছেন। আমাদের দলের কবিতা বর্মণ আগামী 2023 পর্যন্ত সভাধিপতি থাকবেন। আমাদের মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে আমি আগামী 2021 সাল পর্যন্ত থাকব। BJP সাধারণ মানুষের জন্য কিছুই করেনি।তাহলে ওদের ভোট দিয়ে কী হবে?"

এরপর বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, "পাকিস্তান, হিন্দু-মুসলমান, মন্দির এই শব্দগুলো বাদ দিয়ে দিলে নির্বাচনে প্রচার করার মতো কিছু থাকবে না BJP-র কাছে। ওদের কাছে কোনও উন্নয়নের কথা নেই। কংগ্রেস গোরুর গাড়ির হেডলাইট আর CPI(M) সাইনবোর্ডে পরিণত হয়েছে।"

গতকালের সভামঞ্চে দলীয় প্রার্থী কানাইলাল আগরওয়ালসহ জেলার বিভিন্ন স্তরের নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। প্রচারে চমক আনতে বলিউড অভিনেতা আফতাব শিবদাসানিকে মঞ্চে নিয়ে আসা হয়েছিল।

Intro:
রায়গঞ্জ,০১ এপ্রিল:- নির্বাচন কমিশনের আনা সিভিজিল অ্যাপে সেলফির ধুম উত্তর দিনাজপুরে। কন্ট্রোল রুমে বসে অভিযোগের পাশাপাশি সেলফি মুছে ফেলতে দিন কাটাচ্ছেন আধিকারিকেরা। রাত দুপুরে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেলফি পাচ্ছেন কন্ট্রোল রুমে আধিকারিকেরা। কন্ট্রোল রুমের নোটিফিকেশন বাজতেই দ্রুত মনিটর খুলে তা দেখতে গেলেই ভেসে আসছে জেলার বিভিন্ন প্রান্তের ভোটারদের সেলফি। যার জেরে রীতিমতো বিরক্ত কন্ট্রোল রুমে আধিকারিকরা। বিষয়টি মেনে নিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। প্রতিবার নির্বাচনের সময় ভোটগ্রহণকে কেন্দ্র করে নির্বাচনের দিন বা তার আগে নানান ধরনের সমস্যার অভিযোগ করে থাকে সমস্ত সমস্ত রাজনৈতিক দল ও সাধারণ মানুষ। এবছর তাই নির্বাচনের অনেক আগেই রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ যেন তাদের অভিযোগ হাতে থাকা স্মার্ট ফোনের মাধ্যমে সরাসরি জেলা প্রশাসন এবং তাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারেন তার জন্য নতুন অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে এসেছে নির্বাচন কমিশন। যেকোনো জায়গায় থেকেই যে কোন অভিযোগ ছবি ভিডিও এবং সামান্য লিখে পাঠিয়ে দিলেই তা সরাসরি পৌঁছে যাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে। কন্ট্রোল রুম এ অভিযোগের নোটিফিকেশন আসার 100 মিনিট এর মধ্যে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা সংশ্লিষ্ট প্রশাসন। দেশের অন্যান্য সমস্ত জায়গার মতো একই ব্যবস্থা চালু হয়েছে উত্তর দিনাজপুর। এই জেলার মোট নটি বিধানসভা অঞ্চলের মধ্যে সাতটি নিয়ে গঠিত রায়গঞ্জ লোকসভা ও ইটাহার ও চোপড়া বিধানসভা নিয়ে গঠিত যথাক্রমে বালুরঘাট ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের অভিযোগ সরাসরি এই অ্যাপস এর মাধ্যমে পৌঁছে যায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে। এখন পর্যন্ত মোট 68 টি অভিযোগ এই অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল রুমে পৌঁছেছে। যার মধ্যে 17 টি সেলফি রয়েছে। কেউ বা বিছানায় বসে সেলফি তুলে দিয়েছেন আবার কেউ বন্ধুদের সঙ্গে খোশগল্পে মেতে থাকা অবস্থায় সেলফি তুলে তা সি ভিজিল এপে আপলোড করেছেন। জেলা প্রশাসন সূত্রে খবর অনেকেই ডেসক্রিপশন বক্সে সামান্য দু এক লাইন লিখে নিজেদের সেলফি তুলে তা পাঠিয়ে দিচ্ছে এই অ্যাপসের মাধ্যমে। কখনো অভিযোগ বোঝা যাচ্ছে বা কখনো অভিযোগ ছাড়াই একটি সেলফি এসে পৌঁছাচ্ছে কন্ট্রোল রুমে। দিনরাত মোবাইল নোটিফিকেশন এর দিকে চোখ রেখে থাকা কন্ট্রোল রুমের আধিকারিকেরা দ্রুত সেই নোটিফিকেশনগুলো খুলতেই কখনো বিরক্ত হচ্ছেন কখনো বা দ্রুত তা ড্রপ করে দেওয়া হচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের একাংশের দাবি এই অ্যাপসটি ব্যবহার ঠিক কি পদ্ধতিতে করা উচিত বা কিভাবে করা যায় তা অনেকেরই জানা নেই শুধুমাত্র অ্যাপস এর বিজ্ঞাপন দেখেই নিজেদের মোবাইলে ডাউনলোড করার ফলেই এই সেলফি। সেলফি গুলো বাদ দিয়ে বাকি যে ক'টি অভিযোগ এখনো পর্যন্ত নথিভুক্ত হয়েছে তার সবকটি উপযুক্ত সময়ের মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করছেন জেলাশাসক।

এদিন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন বিভিন্ন উপযোগী ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে নতুন টোল ফ্রি নাম্বার ও সি ভিজিল অ্যাপস অন্যতম। আমাদের কাছে এখনো পর্যন্ত 68 টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে দেখা যাচ্ছে ১৭টি সেলফি রয়েছে। সেলফি গুলি ড্রপ করে বাকি অভিযোগগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাইট-- অরবিন্দ কুমার মিনা, জেলাশাসক।

তারক চক্রবর্তী,রায়গঞ্জ।।




Body:গস


Conclusion:হস্যঃ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.