হেমতাবাদ, 13 এপ্রিল : "ক্লাস ইলেভেন থেকে রাজনীতিতে যুক্ত। আমি যা ভোট বুঝি তাতে কানহাইয়ালাল আগরওয়াল লক্ষাধিক ভোটে জিতবে। যদি উন্নয়ন করতে না পারি তা হলে 2021 সালে ভোট চাইতে আসব না।" উত্তর দিনাজপুরের হেমতাবাদে কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে সভায় গিয়ে এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।
সভায় তিনি বলেন, "আপনারা আমাদের জেলা পরিষদ দিয়েছেন। আমাদের দলের কবিতা বর্মণ আগামী 2023 পর্যন্ত সভাধিপতি থাকবেন। আমাদের মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে আমি আগামী 2021 সাল পর্যন্ত থাকব। BJP সাধারণ মানুষের জন্য কিছুই করেনি।তাহলে ওদের ভোট দিয়ে কী হবে?"
এরপর বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, "পাকিস্তান, হিন্দু-মুসলমান, মন্দির এই শব্দগুলো বাদ দিয়ে দিলে নির্বাচনে প্রচার করার মতো কিছু থাকবে না BJP-র কাছে। ওদের কাছে কোনও উন্নয়নের কথা নেই। কংগ্রেস গোরুর গাড়ির হেডলাইট আর CPI(M) সাইনবোর্ডে পরিণত হয়েছে।"
গতকালের সভামঞ্চে দলীয় প্রার্থী কানাইলাল আগরওয়ালসহ জেলার বিভিন্ন স্তরের নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। প্রচারে চমক আনতে বলিউড অভিনেতা আফতাব শিবদাসানিকে মঞ্চে নিয়ে আসা হয়েছিল।