ETV Bharat / state

Two Students Drowned: সাঁতারে নেমে খালের জলে ডুবে মৃত্যু দুই পড়ুয়ার, চাঞ্চল্য উত্তর দিনাজপুরে - জলে ডুবে মৃত্যু

সাঁতার কাটতে গিয়ে বিপত্তি! গত তিনদিনের মতো বন্ধুরা মিলে স্থানীয় বীণা নদী সংলগ্ন একটি ক্যানেলের জলে সাঁতার কাটতে নেমেছিল ৷ তাতে তিনজন ডুবে যায় ৷ একজনকে বাঁচানো সম্ভব হলেও অন্য দুই পড়ুয়ার মৃ্ত্যু হয় ৷

ফাইল ছবি
Two Students Drowned
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2023, 10:36 PM IST

খালের জলে ডুবে মৃত্যু দুই পড়ুয়ার

রায়গঞ্জ, 1 অক্টোবর: ফের নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ক্যানেলের জলে ডুবে মৃত্যু হল দুই পড়ুয়ার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সেঞ্জাবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়ার মধ্যে একজন নাবালক, বয়স 16 ৷ নিহত আরেকজন পড়ুয়া পাপন সরকারের বয়স 21 বছর বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গ্রামবাসীরা তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দুই বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ স্থানীয় কিছু কিশোর রাজগ্রাম এলাকায় যায় ৷ সেখানে বীণা নদীর একটি খালে বৃষ্টির জল ভরে যাওয়ায় তারা সাঁতার কাটতে নামে। হঠাৎই স্রোতের টানে সাঁতার কাটতে কাটতে খালের গভীরে তিনজন তলিয়ে যায়। কিশোরদের চিৎকারে আশপাশে থাকা প্রতিবেশীরা তাদের বাঁচাতে এগিয়ে যায়। একজনকে কোনওরকমে বাঁচানো গেলেও বাকি দু'জন জলে তলিয়ে যায়। পরে দু'জনকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷

স্থানীয় সূত্রে আরও খবর, মৃত 16 বছরের নাবালক রাজগ্রাম হাইস্কুলের ছাত্র ৷ অন্যজন কলেজ পড়ুয়া। উভয়েরই বাড়ি ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সেঞ্জাবাড়ি এলাকায়। জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷

উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছে জেলার সব নদীগুলিতে। পাশাপাশি নদীর সঙ্গে লাগুয়া ক্যানেলগুলিতেও জল ভরে গিয়েছে । সেইরকমই একটি ক্যানেল যা ইটাহারের বীণা নদীর সঙ্গে সংযুক্ত ৷ সেখানেই গত তিনদিন যাবৎ সাঁতার কাটতে যাচ্ছে স্থানীয় কিশোররা। আজ রবিবারও রাজগ্রাম হাইস্কুল সংলগ্ন এলাকার ওই ক্যানেলে সাঁতার কাটতে গিয়েই বিপত্তি ৷

আরও পড়ুন: গণেশ বিসর্জনের দিন যমুনায় ডুবে মৃত্যু দুই নাবালক ভাইয়ের

খালের জলে ডুবে মৃত্যু দুই পড়ুয়ার

রায়গঞ্জ, 1 অক্টোবর: ফের নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ক্যানেলের জলে ডুবে মৃত্যু হল দুই পড়ুয়ার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সেঞ্জাবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়ার মধ্যে একজন নাবালক, বয়স 16 ৷ নিহত আরেকজন পড়ুয়া পাপন সরকারের বয়স 21 বছর বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গ্রামবাসীরা তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। দুই বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ স্থানীয় কিছু কিশোর রাজগ্রাম এলাকায় যায় ৷ সেখানে বীণা নদীর একটি খালে বৃষ্টির জল ভরে যাওয়ায় তারা সাঁতার কাটতে নামে। হঠাৎই স্রোতের টানে সাঁতার কাটতে কাটতে খালের গভীরে তিনজন তলিয়ে যায়। কিশোরদের চিৎকারে আশপাশে থাকা প্রতিবেশীরা তাদের বাঁচাতে এগিয়ে যায়। একজনকে কোনওরকমে বাঁচানো গেলেও বাকি দু'জন জলে তলিয়ে যায়। পরে দু'জনকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷

স্থানীয় সূত্রে আরও খবর, মৃত 16 বছরের নাবালক রাজগ্রাম হাইস্কুলের ছাত্র ৷ অন্যজন কলেজ পড়ুয়া। উভয়েরই বাড়ি ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সেঞ্জাবাড়ি এলাকায়। জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷

উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছে জেলার সব নদীগুলিতে। পাশাপাশি নদীর সঙ্গে লাগুয়া ক্যানেলগুলিতেও জল ভরে গিয়েছে । সেইরকমই একটি ক্যানেল যা ইটাহারের বীণা নদীর সঙ্গে সংযুক্ত ৷ সেখানেই গত তিনদিন যাবৎ সাঁতার কাটতে যাচ্ছে স্থানীয় কিশোররা। আজ রবিবারও রাজগ্রাম হাইস্কুল সংলগ্ন এলাকার ওই ক্যানেলে সাঁতার কাটতে গিয়েই বিপত্তি ৷

আরও পড়ুন: গণেশ বিসর্জনের দিন যমুনায় ডুবে মৃত্যু দুই নাবালক ভাইয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.