ETV Bharat / state

ফেল উচ্চমাধ্যমিকে, চোপড়ায় পাস করানোর দাবিতে পথ অবরোধ ছাত্রীদের - চোপড়া

পাস করানোর দাবিতে 31নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল চোপড়া হাইস্কুলের অকৃতকার্য ছাত্রীরা ৷ পরীক্ষা না হওয়া সত্ত্বেও কীভাবে আগের পরীক্ষার ভিত্তিতে তাদের ফেল করিয়ে দেওয়া হল, সেই প্রশ্ন তোলে পড়ুয়ারা ৷ এই ঘটনায় জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় ৷

Students block National Highway 31 in Chopra North Dinajpur demanding to pass at Higher Secondary Exam
পরীক্ষা না দিয়েও ফেল উচ্চমাধ্যমিকে, চোপড়ায় পাশ করানোর দাবিতে পথ অবরোধ ছাত্রীদের
author img

By

Published : Jul 23, 2021, 6:39 PM IST

রায়গঞ্জ, 23 জুলাই : উচ্চমাধ্যমিক পরীক্ষাই নেওয়া হয়নি, অথচ চোপড়া হাইস্কুলের বহু ছাত্রীকে অকৃতকার্য করে দেওয়া হয়েছে । তার প্রতিবাদে এবং সকল ছাত্রীকে পাস করিয়ে দেওয়ার দাবিতে 31নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তারা । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় । চোপড়া হাইস্কুলের পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধের জেরে যানজট তৈরি হয় ৷ আটকে পড়ে কলকাতা-শিলিগুড়ি গামী বহু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি ।

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে 2021 সালের উচ্চমাধ্যমিকের ফলাফল । পরীক্ষা না হলেও পরীক্ষার্থীদের মাধ্যমিক ও একাদশ শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের ফলাফল প্রকাশ করেছে । এ বছর উচ্চমাধ্যমিকে রাজ্যে পাশের হার 97 শতাংশের বেশি । এত পাশের হারেও উত্তর দিনাজপুর জেলার চোপড়া হাইস্কুলের বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ফেল করেছে । আর সেই সব ছাত্রীরা তাদের পাশ করানো দাবি 31নং জাতীয় সড়ক অবরোধ করে ৷ ছাত্রীদের বক্তব্য, তারা পরীক্ষাই দিল না, অথচ তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে । এই ফল তারা মানবে না ৷ আর তারই প্রতিবাদে এবং স্কুলের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় চোপড়া হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ।

আরও পড়ুন : HS Result 2021: উচ্চ মাধ্যমিকে পাশের হার 97.69%; প্রথম দশে 86, প্রথম মুর্শিদাবাদের মেয়ে

চোপড়া 31নং নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখায় তারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী । কিন্তু, পুলিশ তাদের উঠে যেতে বললেও তারা সে কথায় কর্ণপাত করেনি ৷ পরে অবশ্য পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় ৷ অন্যদিকে, দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখায় আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন-সহ পণ্যবাহী গাড়ি ৷

রায়গঞ্জ, 23 জুলাই : উচ্চমাধ্যমিক পরীক্ষাই নেওয়া হয়নি, অথচ চোপড়া হাইস্কুলের বহু ছাত্রীকে অকৃতকার্য করে দেওয়া হয়েছে । তার প্রতিবাদে এবং সকল ছাত্রীকে পাস করিয়ে দেওয়ার দাবিতে 31নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল তারা । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় । চোপড়া হাইস্কুলের পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধের জেরে যানজট তৈরি হয় ৷ আটকে পড়ে কলকাতা-শিলিগুড়ি গামী বহু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি ।

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে 2021 সালের উচ্চমাধ্যমিকের ফলাফল । পরীক্ষা না হলেও পরীক্ষার্থীদের মাধ্যমিক ও একাদশ শ্রেণির ফলাফলের উপর ভিত্তি করে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ তাদের ফলাফল প্রকাশ করেছে । এ বছর উচ্চমাধ্যমিকে রাজ্যে পাশের হার 97 শতাংশের বেশি । এত পাশের হারেও উত্তর দিনাজপুর জেলার চোপড়া হাইস্কুলের বহু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ফেল করেছে । আর সেই সব ছাত্রীরা তাদের পাশ করানো দাবি 31নং জাতীয় সড়ক অবরোধ করে ৷ ছাত্রীদের বক্তব্য, তারা পরীক্ষাই দিল না, অথচ তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে । এই ফল তারা মানবে না ৷ আর তারই প্রতিবাদে এবং স্কুলের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় চোপড়া হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ।

আরও পড়ুন : HS Result 2021: উচ্চ মাধ্যমিকে পাশের হার 97.69%; প্রথম দশে 86, প্রথম মুর্শিদাবাদের মেয়ে

চোপড়া 31নং নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখায় তারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী । কিন্তু, পুলিশ তাদের উঠে যেতে বললেও তারা সে কথায় কর্ণপাত করেনি ৷ পরে অবশ্য পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় ৷ অন্যদিকে, দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখায় আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহন-সহ পণ্যবাহী গাড়ি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.