রায়গঞ্জ , 15 সেপ্টেম্বর : রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর এলাকার মানুষদের । কালিয়াগঞ্জের বিদায়ী পৌরপ্রধান কার্তিক পালের আবেদন মেনে রবীন্দ্র ভবন গড়তে তিস্তা কলোনীতে জমি দিল রাজ্য সরকার । কালিয়াগঞ্জ শহরের 12 নম্বর ওয়ার্ডের এই তিস্তা কলোনীতে বিনোদন উদ্যান গড়তে তিনবছর আগে কার্তিক পালের আবেদন মেনে 2.10 একর জমি দিয়েছিল তৎকালীন সেচমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় । বর্তমান রাজ্য সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর সময়ে রবীন্দ্রভবন গড়তে 1.84 একর জমি পেল কার্তিক পালের নেতৃত্বাধীন কালিয়াগঞ্জ পৌরসভা ।
আজ আইনি পথে তিস্তা কলোনীর 1.84 একর জমি কালিয়াগঞ্জের পৌরপ্রশাসক কার্তিক পালের হাতে হস্তান্তর করল ভূমি সংস্কার দপ্তর । কালিয়াগঞ্জের পৌরপ্রধান তথা বর্তমান পৌরপ্রশাসক কার্তিক পালের হাত ধরে শহরকে নবরূপে সাজিয়ে তোলার যে কাজ চলছে , তা এগিয়ে নিয়ে যেতে এই মহা মূল্যবান সরকারি জমি পৌরসভার হাতে তুলে দিল রাজ্য সরকার । কালিয়াগঞ্জ ব্লক ভূমি সংস্কার অফিসার বিদ্যুৎকুমার মাঝি রাজ্য সরকারের নির্দেশ মেনে তিস্তা কলোনীতে চিহ্নিত জমির নথি হস্তান্তর করেন কার্তিক পাালের হাতে ।
এই নথিপত্র গ্রহণ করে কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় তিস্তা কলোনীতে রবীন্দ্র ভবন গড়তে প্রাপ্ত জমি পরিদর্শন করেন পৌর প্রশাসক । পরিদর্শন শেষে কালিয়াগঞ্জের পৌরপ্রশাসক কার্তিক পাল ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ।