ETV Bharat / state

Dilip Ghosh : রাজ্যে হিংসা হচ্ছে মানতে নারাজ রাজ্য সরকারের মুখ পুড়েছে কোর্টে, মন্তব্য দিলীপ ঘোষের - বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

"রাজ্যে হিংসার কথা কোর্ট মানলেও রাজ্য সরকার মানতে চাইছে না ৷ সত্য চাপা দেওয়ার চেষ্টা করেছিল ৷ মুখ পুড়েছে তাঁদের ৷" ভোট পরবর্তী অশান্তি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে হাইকোর্টের তদন্তের নির্দেশে প্রতিক্রিয়ায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

dilip ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 21, 2021, 5:17 AM IST

Updated : Jun 21, 2021, 7:19 AM IST

রায়গঞ্জ, 21 জুন : "রাজ্যে হিংসা, অশান্তি হচ্ছে এটা কোর্ট মানছে কিন্তু রাজ্যের সরকার মানছে না । রাজ্য সরকার সত্য চাপা দেওয়ার চেষ্টা করেছিল । আজ তাদের মুখ পুড়ল । ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে রাজ্য সরকারের আবেদন করা প্রসঙ্গে রবিবার এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

উল্লেখ্য, 18 জুন জাতীয় মানবাধিকার কমিশনকে ভোট পরবর্তী হিংসার তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । সেই নির্দেশ পুনর্বিবেচনার দাবিতে বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার । দিলীপ বাবু এও বলেন, কোর্টে যাই হোক এটা বাস্তব যে রাজ্যের মানুষ কষ্টের মধ্যে আছেন আর বিরোধীদের এরাজ্যে কোনও জায়গা নেই ।

এদিকে আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতিসহ আরও অনেকে তৃনমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন ৷ এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিষয়টি শুনেছি, আমি যোগাযোগ রাখছি, কথা বলছি । হতে পারে শাসকদলের চাপের কাছে, অত্যাচারের কাছে নতিস্বীকার করে ফেলছে ।"

ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ

আরও পড়ুন : Dilip Ghosh : রাজ্যপাল ফোবিয়ায় ভুগছে তৃণমূল, কটাক্ষ দিলীপের

রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও কটাক্ষ করেন দিলিপ ঘোষ । তিনি বলেন,"উনি জানেন না রাজ্যপাল বিজেপিকে বা কংগ্রেসকে রাজ্যে আনেন না ৷ জনসাধারণ আনেন আর আনবেও ৷"

রায়গঞ্জ, 21 জুন : "রাজ্যে হিংসা, অশান্তি হচ্ছে এটা কোর্ট মানছে কিন্তু রাজ্যের সরকার মানছে না । রাজ্য সরকার সত্য চাপা দেওয়ার চেষ্টা করেছিল । আজ তাদের মুখ পুড়ল । ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার জন্য বৃহত্তর বেঞ্চে রাজ্য সরকারের আবেদন করা প্রসঙ্গে রবিবার এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

উল্লেখ্য, 18 জুন জাতীয় মানবাধিকার কমিশনকে ভোট পরবর্তী হিংসার তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । সেই নির্দেশ পুনর্বিবেচনার দাবিতে বৃহত্তর বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার । দিলীপ বাবু এও বলেন, কোর্টে যাই হোক এটা বাস্তব যে রাজ্যের মানুষ কষ্টের মধ্যে আছেন আর বিরোধীদের এরাজ্যে কোনও জায়গা নেই ।

এদিকে আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতিসহ আরও অনেকে তৃনমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন ৷ এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিষয়টি শুনেছি, আমি যোগাযোগ রাখছি, কথা বলছি । হতে পারে শাসকদলের চাপের কাছে, অত্যাচারের কাছে নতিস্বীকার করে ফেলছে ।"

ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ

আরও পড়ুন : Dilip Ghosh : রাজ্যপাল ফোবিয়ায় ভুগছে তৃণমূল, কটাক্ষ দিলীপের

রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও কটাক্ষ করেন দিলিপ ঘোষ । তিনি বলেন,"উনি জানেন না রাজ্যপাল বিজেপিকে বা কংগ্রেসকে রাজ্যে আনেন না ৷ জনসাধারণ আনেন আর আনবেও ৷"

Last Updated : Jun 21, 2021, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.