রায়গঞ্জ, 23 ডিসেম্বর: আর 48 ঘণ্টাও বাকি নেই ৷ তারপরই বড়দিন (Christmas 2022) ! বছর শেষের উৎসবে মাততে এখন থেকেই প্রস্তুত বাংলাবাসী ৷ ব্যতিক্রম নয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) শহরও ৷ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শহরের সমস্ত মানুষ সামিল হন বড়দিনের আয়োজনে ৷ হিমেল পরশে বাড়ে ছুটির সময়ের ব্যস্ততা !
রায়গঞ্জের ছটপরুয়া এলাকায় রয়েছে সেন্ট জোসেফ ক্যাথিড্রাল (St. Joseph the Worker Cathedral) ৷ এই গির্জাকে কেন্দ্র করেই বড়দিনের উৎসবে মেতে ওঠে সারা শহর ৷ যাঁরা খ্রিস্টের উপাসক, তাঁরা অনেকে এই সময় বাড়িতেই উৎসবের আয়োজন করেন ৷ আর যাঁরা সেসব করেন না, তাঁরা বড়দিনে অন্তত একবার এই গির্জায় ঢুঁ মারার চেষ্টা করেন ৷ ফলে বছর শেষের দিনগুলিতে ভিড় উপচে পড়ে এখানে ৷ সেই ভিড়কে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ ৷ সাজিয়ে তোলা হচ্ছে গোটা চত্বর ৷ ক্যাথিড্রালের ভিতর, বাইরে সর্বত্র ভালো করে সাফসুতরো করা হচ্ছে ৷ বড়দিনে রঙিন আলোয় সাজিয়ে তোলা হবে এই গির্জা ৷ ওইদিনের জন্যই চার্চ চত্বরে বিভিন্ন জায়গায় রঙিন তাঁবু খাঁটানো হবে ৷ সেইসব তাঁবুতে প্রভু জিশুর আবির্ভাব-সহ তাঁর জীবনের নানা কিংবদন্তি তুলে ধরা হবে ৷ নতুন সাজে সাজানো হচ্ছে প্রার্থনা গৃহও ৷
আরও পড়ুন: আগত বড়দিন, জিশুর জন্মদিনের অপেক্ষায় সাজছে নির্মল হৃদয় আশ্রম চার্চ
চার্চের দায়িত্বে থাকা ফাদার সান্দাপ্পান এই প্রসঙ্গে বলেন, "প্রতিবারের মতো এবারও 24 ডিসেম্বর রাতে উৎসবের সূচনা হবে ৷ রাতের প্রার্থনার পর কেক কাটা হবে ৷ সেই কেকের ভাগ পাবেন উপস্থিত সকলে ৷ এরপর 25 ডিসেম্বর সকালেও ফের একবার প্রার্থনা করা হবে ৷ সকলের জন্য ক্যাথিড্রালের দরজা খুলে দেওয়া হবে ৷ সব ধর্মের মানুষ এসে প্রভুর কাছে তাঁদের প্রার্থনা জানাবেন ৷ প্রভু জিশুর বাণী ছড়িয়ে দেওয়া হবে সকলের মধ্যে ৷"
এদিকে, আবার শুরু হয়েছে করোনার চোখরাঙানি ৷ যা নিয়ে বাড়ছে উদ্বেগ ৷ এই পরিস্থিতিতে প্রয়োজনে বাড়তি সর্তকতা অবলম্বন করবে চার্চ কর্তৃপক্ষ ৷ সরকারি নির্দেশিকা অনুসারেই পদক্ষেপ করা হবে ৷ তেমন হলে বড়দিনে চার্চ চত্বরে মাস্ক বাধ্যতামূলক করা হবে ৷ তবে, এখনও পর্যন্ত উৎসব বাতিলের কোনও ইচ্ছা নেই বলেই স্পষ্ট করে দিয়েছেন ফাদার সান্দাপ্পান ৷