ETV Bharat / state

Viral Audio: আগুনে 'ঘৃতাহুতি', উত্তর দিনাজপুরে টেট দুর্নীতির অডিয়ো ক্লিপ ভাইরাল! - ভাইরাল টেট দুর্নীতির অডিও

টেট দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি (TET Scam)৷ তার মধ্যে আগুনে পড়ল ‘ঘি’ ৷ শিক্ষক পদে চাকরির জন্য নেতাকে টাকা ৷ ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে চাঞ্চল্য ৷ বিরোধীদের কোপে শাসকদল ৷

Viral Audio
আগুনে ‘ঘিতাহুতি’,
author img

By

Published : Jul 31, 2022, 9:03 PM IST

রায়গঞ্জ, 31 জুলাই: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে টেট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ৷ এবার দুর্নীতিতে নাম জড়াল উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষাসংসদের প্রাক্তন চেয়ারম্যানের বেঞ্জামিন হেমব্রমের । তাঁর মুখেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেই কোনও প্রার্থীকে চাকরির আশ্বাস দিয়েছিলেন বেঞ্জামিন হেমব্রম ৷ চাকরি না পেয়ে সেই টাকা ফেরত চেয়ে নেতাকে ফোন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ চাকরিপ্রার্থীর সঙ্গে বেঞ্জামিন হেমব্রমের সেই অডিয়ো ক্লিপই ভাইরাল (SSC TET Recruitment Scam audio went viral in South Dinajpur) ৷ ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ স্থানীয় প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেই টাকা নেওয়ার অভিযোগ ৷

অভিযোগ, এক ব্যক্তি শিক্ষক পদে চাকরির জন্য় জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমকে বেশ কিছু টাকা দিয়েছিলেন ৷ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলেনি চাকরি ৷ তাই টাকা ফেরত চান ওই ব্যক্তি ৷ চাকরির লাইন করতে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বেঞ্জামিন হেমব্রম। ভাইরাল অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, সুদে টাকা ধার নিয়ে চাকরির জন্য টাকা দিয়েছিলেন ওই ব্যক্তি ৷ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি আশ্বস্ত হতে পারছেন না আদৌ চাকরিটি পাবেন কি না ? তাই প্রাক্তন নেতার কাছ থেকে তিনি টাকা ফেরৎ চাইছেন ৷

ভাইরাল হওয়া এই অডিয়ো ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন: তদন্তে সহযোগিতা করছেন মানিক ! শুক্রে ফের তলব ইডি-র

এই অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পরে বেঞ্জামিন হেমব্রমের সঙ্গ যোগাযোগ করা যায়নি ৷ ফ্ল্যাটে বেঞ্জামিনের নামটিও কাটা রয়েছে। মোবাইল ফোন সুইচ অফ থাকায় ফোনেও যোগাযোগ করা যায়নি ৷ প্রাথমিক সংসদের এই ভাইরাল অডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে । বিজেপির অভিযোগ, শুধু বেঞ্জামিন হেমব্রম নয়, এই জেলায় তৃণমূলের প্রতিটি নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত।

রায়গঞ্জ, 31 জুলাই: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে টেট কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ৷ এবার দুর্নীতিতে নাম জড়াল উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষাসংসদের প্রাক্তন চেয়ারম্যানের বেঞ্জামিন হেমব্রমের । তাঁর মুখেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেই কোনও প্রার্থীকে চাকরির আশ্বাস দিয়েছিলেন বেঞ্জামিন হেমব্রম ৷ চাকরি না পেয়ে সেই টাকা ফেরত চেয়ে নেতাকে ফোন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি ৷ চাকরিপ্রার্থীর সঙ্গে বেঞ্জামিন হেমব্রমের সেই অডিয়ো ক্লিপই ভাইরাল (SSC TET Recruitment Scam audio went viral in South Dinajpur) ৷ ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৷ স্থানীয় প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেই টাকা নেওয়ার অভিযোগ ৷

অভিযোগ, এক ব্যক্তি শিক্ষক পদে চাকরির জন্য় জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমকে বেশ কিছু টাকা দিয়েছিলেন ৷ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মেলেনি চাকরি ৷ তাই টাকা ফেরত চান ওই ব্যক্তি ৷ চাকরির লাইন করতে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বেঞ্জামিন হেমব্রম। ভাইরাল অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে, সুদে টাকা ধার নিয়ে চাকরির জন্য টাকা দিয়েছিলেন ওই ব্যক্তি ৷ বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি আশ্বস্ত হতে পারছেন না আদৌ চাকরিটি পাবেন কি না ? তাই প্রাক্তন নেতার কাছ থেকে তিনি টাকা ফেরৎ চাইছেন ৷

ভাইরাল হওয়া এই অডিয়ো ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন: তদন্তে সহযোগিতা করছেন মানিক ! শুক্রে ফের তলব ইডি-র

এই অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পরে বেঞ্জামিন হেমব্রমের সঙ্গ যোগাযোগ করা যায়নি ৷ ফ্ল্যাটে বেঞ্জামিনের নামটিও কাটা রয়েছে। মোবাইল ফোন সুইচ অফ থাকায় ফোনেও যোগাযোগ করা যায়নি ৷ প্রাথমিক সংসদের এই ভাইরাল অডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে । বিজেপির অভিযোগ, শুধু বেঞ্জামিন হেমব্রম নয়, এই জেলায় তৃণমূলের প্রতিটি নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.