ETV Bharat / state

চা ফ্যাক্টরিতে লুটপাট দুষ্কৃতীদের, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ম্যানেজারের ছেলে - দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ ব্য়ক্তি

আজ ভোররাতে ইসলামপুর থানার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের বীজবাড়ি এলাকার চা ফ্যাক্টরিতে আচমকাই কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে । নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে রেখে অফিসের আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করে । ম্যানেজারের ঘরে ঢুকে গয়না, মোবাইল , ATM কার্ডসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে তারা ।

aa
ফ্যাক্টরিতে টাকা লুট
author img

By

Published : May 12, 2020, 4:51 PM IST

রায়গঞ্জ, 12 মে : দুষ্কৃতীরা চা ফ্যাক্টরিতে লুট করতে এসেছিল। ফ্যাক্টরির ম্যানেজারকে হেনস্থার শিকার হতে দেখে এগিয়ে আসে তাঁর ছেলে। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয় ম্যানেজারের ছেলে অঙ্কিত খাকি । ইসলামপুর থানার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের বীজবাড়ি এলাকার ঘটনা । অঙ্কিতকে রক্তাক্ত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাতে ইসলামপুর থানার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের বীজবাড়ি এলাকার একটি টি ফ্যাক্টরিতে আচমকাই কয়েকজন দুষ্কৃতী হানা দেয় । নিরাপত্তারক্ষীর হাত-পা বেঁধে রেখে অফিসের আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করে । ম্যানেজারের ঘরে ঢুকে গয়না, মোবাইল , ATM কার্ডসহ বিভিন্ন জিনিস লুট করে তারা । ম্যানেজার অমৃত খাকি দুষ্কৃতীদের বাধা দেন । তাঁকে শারীরিকভাবে হেনস্থা করছে দেখে ছেলে অঙ্কিত ছুটে আসে । দুষ্কৃতীরা তখন অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অঙ্কিত । এরপর ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা । অঙ্কিতকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে পাঠানো হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ।

aa
তছনছ করা হয়েছে আলমারি

অঙ্কিত শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে । লকডাউনের ছুটিতে বাবার কাছে এসেছিল সে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে । দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ । ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন অমৃত খাকি । ফ্যাক্টরির নিরাপত্তারক্ষী বিপ্লব ঘোষ জানিয়েছেন, মোট চারজন এসেছিল। দুষ্কৃতীরা ভিতরে ঢুকে তাঁর হাত-পা বেঁধে দেয় । এরপর অফিস বিল্ডিংয়ের সমস্ত কিছু তছনছ করে এবং ম্যানেজারের ঘরে যায় । পরপর দু'টো গুলি চালায় তারা । সেখান থেকে চাবি নিয়ে গেট খুলে তারপর তারা বেরিয়ে যায় ।

অঙ্কিত খাকির ঠাকুমা জানান, আচমকা ভিতরে ঢোকে দুষ্কৃতীরা । তাঁর গলার সোনার হার ছিনতাই করে নিয়ে যায় । তিনি আতঙ্কিত হয়ে পড়েন । এরপর গুলিবিদ্ধ অবস্থায় নাতিকে দেখতে পান । সকলের মুখে কাপড় বাঁধা ছিল ।

ম্যানেজার অমৃত খাকি জানান, দুষ্কৃতীরা মই লাগিয়ে চা ফ্যাক্টরির ভিতরে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে ।

রায়গঞ্জ, 12 মে : দুষ্কৃতীরা চা ফ্যাক্টরিতে লুট করতে এসেছিল। ফ্যাক্টরির ম্যানেজারকে হেনস্থার শিকার হতে দেখে এগিয়ে আসে তাঁর ছেলে। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয় ম্যানেজারের ছেলে অঙ্কিত খাকি । ইসলামপুর থানার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের বীজবাড়ি এলাকার ঘটনা । অঙ্কিতকে রক্তাক্ত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাতে ইসলামপুর থানার মাটিকুণ্ডা দুই গ্রাম পঞ্চায়েতের বীজবাড়ি এলাকার একটি টি ফ্যাক্টরিতে আচমকাই কয়েকজন দুষ্কৃতী হানা দেয় । নিরাপত্তারক্ষীর হাত-পা বেঁধে রেখে অফিসের আলমারি ভেঙে জিনিসপত্র তছনছ করে । ম্যানেজারের ঘরে ঢুকে গয়না, মোবাইল , ATM কার্ডসহ বিভিন্ন জিনিস লুট করে তারা । ম্যানেজার অমৃত খাকি দুষ্কৃতীদের বাধা দেন । তাঁকে শারীরিকভাবে হেনস্থা করছে দেখে ছেলে অঙ্কিত ছুটে আসে । দুষ্কৃতীরা তখন অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অঙ্কিত । এরপর ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা । অঙ্কিতকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরিস্থিতির অবনতি হলে তাকে পাঠানো হয় শিলিগুড়ির একটি নার্সিংহোমে ।

aa
তছনছ করা হয়েছে আলমারি

অঙ্কিত শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে । লকডাউনের ছুটিতে বাবার কাছে এসেছিল সে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইসলামপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে । দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ । ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন অমৃত খাকি । ফ্যাক্টরির নিরাপত্তারক্ষী বিপ্লব ঘোষ জানিয়েছেন, মোট চারজন এসেছিল। দুষ্কৃতীরা ভিতরে ঢুকে তাঁর হাত-পা বেঁধে দেয় । এরপর অফিস বিল্ডিংয়ের সমস্ত কিছু তছনছ করে এবং ম্যানেজারের ঘরে যায় । পরপর দু'টো গুলি চালায় তারা । সেখান থেকে চাবি নিয়ে গেট খুলে তারপর তারা বেরিয়ে যায় ।

অঙ্কিত খাকির ঠাকুমা জানান, আচমকা ভিতরে ঢোকে দুষ্কৃতীরা । তাঁর গলার সোনার হার ছিনতাই করে নিয়ে যায় । তিনি আতঙ্কিত হয়ে পড়েন । এরপর গুলিবিদ্ধ অবস্থায় নাতিকে দেখতে পান । সকলের মুখে কাপড় বাঁধা ছিল ।

ম্যানেজার অমৃত খাকি জানান, দুষ্কৃতীরা মই লাগিয়ে চা ফ্যাক্টরির ভিতরে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.