রায়গঞ্জ, 5 মে : গ্রিন জ়োনে বেশ কিছু দোকান খোলার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার । কিন্তু, দোকান খোলায় ছাড় দিতে রাজি নয় জেলা পুলিশ প্রশাসন । সকাল থেকেই রায়গঞ্জ শহরে দোকান বন্ধ করার জন্য মাইকিং শুরু করে পুলিশ ।
তবে ব্যবসায়ীরা মাইকিংয়ে গুরুত্ব না দেওয়ায় পথে নেমে সমস্ত দোকান বন্ধ করে দেয় পুলিশ । রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অভিযোগ, পুলিশ প্রশাসনের এ'ধরনের পদক্ষেপ ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে । সরকার দোকান খোলার যে নির্দেশ জারি করেছে তা খুবই অস্পষ্ট ।
সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকান বন্ধ করার জন্য পুলিশের এই উদ্যোগকে ব্যবসায়ীরা সমর্থন করেছেন । কিন্তু মদের দোকানগুলি খোলার নির্দেশ দিয়ে সরকার ব্যবসায়ীদের সঙ্গে দ্বিচারিতা করছেন বলে অভিযোগ করেছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি ।