রায়গঞ্জ, 3 মার্চ : প্রায় দু'বছর পর সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আজ উত্তর দিনাজপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নিরাপত্তার বিষয়ে কোনও খামতি না রাখতে আগে থেকেই প্রস্তুত উত্তর দিনাজপুর জেলা পুলিশ । কালিয়াগঞ্জ কলেজ মাঠসহ গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে ।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ঘিরে বাড়তি তৎপরতা পুলিশ মহলে । কারণ দু'বছর আগে হেমতাবাদের একটি অনুষ্ঠানে নিরাপত্তা বলয় ভেঙে দুই মহিলা নিজেদের দাবি নিয়ে সোজা পৌঁছে গেছইলেন মুখ্যমন্ত্রীর কাছে । সেই নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল জেলা পুলিশ আধিকারিকদের । ঘটনার পর বিভিন্ন মহলে সমালোচিত হয়েছিলেন পুলিশের আধিকারিকরা । মঞ্চ থেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রীও।
তাই আজ সাধারণ পুলিশ আধিকারিকদের পাশাপাশি পুরো অনুষ্ঠান এবং প্রশাসনিক বৈঠকে নজর রাখবে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ । এছাড়াও স্নিফার ডগসহ পুলিশের গোয়েন্দা বিভাগের একাংশ মুখ্যমন্ত্রীর সভাস্থান থেকে শুরু করে আসা যাওয়ার সম্ভাব্য রাস্তায় নজরদারি শুরু করেছে । গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং । কোনওভাবেই সরকারি অনুষ্ঠানকে হাতিয়ার করে যাতে কোনও দুষ্কৃতী কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেদিকে নজর রাখছে রায়গঞ্জ জেলা পুলিশ । ওয়াকি টকি থেকে শুরু করে বিশেষ নিরাপত্তার জন্য ব্যবহৃত সামগ্রীর ব্যবহারেও নজর রাখা হচ্ছে । পাশাপাশি এলাকার প্রতিটি কোণায় কোণায় কড়া নজর রাখছে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ।
এই বিষয়ে জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "এটা ঠিক যে এর আগে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল । কিন্তু তারপরও মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার এই জেলায় এসেছেন । কিন্তু সেই ধরনের কোনও ঘটনা ঘটেনি । তাঁর সুরক্ষার জন্য আমরা সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি । তাঁর নিরাপত্তার জন্য স্পেশাল অপারেশন গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন পুলিশের ব্যবস্থাকে কাজে লাগানো হচ্ছে । কোনওভাবে যাতে দুষ্কৃতীরা এই সরকারি অনুষ্ঠানকে হাতিয়ার করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেটা নিশ্চিত করতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ।"