ETV Bharat / state

Train Wall Art in School: ছিল স্কুল হয়ে গেল ট্রেন! পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে অভিনব উদ্যোগ

পড়ুয়াদের স্কুলমুখী করতে হিমসিম খেতে হচ্ছে স্কুল শিক্ষকদের । তাই সমস্ত রকম চিন্তা ভাবনা করে এবার অভিনব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেন স্কুল কতৃপক্ষ । রঙ তুলির মাধ্যমে একটি আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে(Train Wall Art in School) ।

School painted like train for students in Uttar Dinajpur
Train Wall Art in Schoo
author img

By

Published : Jul 18, 2022, 7:14 PM IST

রায়গঞ্জ, 18 জুলাই: ছিল স্কুল ৷ হয়ে গেল ট্রেন ৷ এমনই চিত্র ধরা পড়ল চোপড়া ব্লকের দোলুয়া সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ে । রঙ, তুলির টানে প্রাথমিক বিদ্যালয়কে একটি আস্ত ট্রেনে পরিণত করেছে স্কুল কর্তৃপক্ষ(Train Wall Art in School) ।

বিদ্যালয়ের দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরতে দেখা গিয়েছে এর আগেও ৷ তবে সেসবই হয়তো পড়াশোনা সংক্রান্ত ৷ এবার গোটা স্কুলের দেওয়ালটাকে ট্রেনের আদলে রাঙিয়ে তোলা হল ৷ দেখে মনে হবে সত্যিকারের একটি ট্রেন দাঁড়িয়ে আছে ৷ শুধু তাই নয় ক্লাসরুমে ঢোকার দরজাও দেখতে ট্রেনের দরজার মতোই ৷ দরজা খুললেই ভিতরে ক্লাসরুম ৷

School painted like train for students in Uttar Dinajpur
প্রত্যেকটা ট্রেনের দরজা হল বিদ্যালয়ের ক্লাসরুমের এক একটি দরজা

করোনা আবহে বহু পড়ুয়া স্কুলছুট হয়ে গিয়েছে । তারপর গরমের ছুটিও ছিল প্রায় দু'মাস(Summer Vacation) । সবমিলিয়ে বহু পড়ুয়াই এখনও ক্লাসরুমে ফেরেনি ৷ আর তাই তাদের স্কুলমুখী করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে অনেক স্কুল । অনেক জায়গায় স্কুলছুট পড়ুয়াদের বাড়ি গিয়েও বোঝাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা ৷ এত কিছু করেও পড়ুয়াদের স্কুলমুখী করতে হিমসিম খেতে হচ্ছে শিক্ষকদের । তাই সমস্তরকম চিন্তা ভাবনা করে এবার এই অভিনব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিল স্কুল কতৃপক্ষ ।

School painted like train for students in Uttar Dinajpur
রঙ তুলির মাধ্যমে একটি আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে

পড়ুয়াদের স্কুলমুখী করতে রঙ তুলির মাধ্যমে একটি আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে । পড়ুয়াদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের । এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুলমুখী হবে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষরা(School painted like train for students in Uttar Dinajpur) ।

নয়া রূপে সেজেছে স্কুল

আরও পড়ুন: মোবাইলের প্রতি আসক্তি কমাতে অভিনব ভাবনা স্কুল কর্তৃপক্ষের

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে । স্কুলের এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুলে আসবে বলে আশাবাদী তারা । এর পাশাপাশি স্থানীয় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোকসেদুর রহমান বলেন,"স্কুলের প্রধান শিক্ষকই এই উদ্যোগটি নিয়েছেন। স্কুলবাড়িটা দেখতে এখন খুবই ভালো লাগছে । এই দৃশ্য দেখার পর পড়ুয়ারা স্কুলে আসতে চাইবে ।"

রায়গঞ্জ, 18 জুলাই: ছিল স্কুল ৷ হয়ে গেল ট্রেন ৷ এমনই চিত্র ধরা পড়ল চোপড়া ব্লকের দোলুয়া সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ে । রঙ, তুলির টানে প্রাথমিক বিদ্যালয়কে একটি আস্ত ট্রেনে পরিণত করেছে স্কুল কর্তৃপক্ষ(Train Wall Art in School) ।

বিদ্যালয়ের দেওয়ালে বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরতে দেখা গিয়েছে এর আগেও ৷ তবে সেসবই হয়তো পড়াশোনা সংক্রান্ত ৷ এবার গোটা স্কুলের দেওয়ালটাকে ট্রেনের আদলে রাঙিয়ে তোলা হল ৷ দেখে মনে হবে সত্যিকারের একটি ট্রেন দাঁড়িয়ে আছে ৷ শুধু তাই নয় ক্লাসরুমে ঢোকার দরজাও দেখতে ট্রেনের দরজার মতোই ৷ দরজা খুললেই ভিতরে ক্লাসরুম ৷

School painted like train for students in Uttar Dinajpur
প্রত্যেকটা ট্রেনের দরজা হল বিদ্যালয়ের ক্লাসরুমের এক একটি দরজা

করোনা আবহে বহু পড়ুয়া স্কুলছুট হয়ে গিয়েছে । তারপর গরমের ছুটিও ছিল প্রায় দু'মাস(Summer Vacation) । সবমিলিয়ে বহু পড়ুয়াই এখনও ক্লাসরুমে ফেরেনি ৷ আর তাই তাদের স্কুলমুখী করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে অনেক স্কুল । অনেক জায়গায় স্কুলছুট পড়ুয়াদের বাড়ি গিয়েও বোঝাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা ৷ এত কিছু করেও পড়ুয়াদের স্কুলমুখী করতে হিমসিম খেতে হচ্ছে শিক্ষকদের । তাই সমস্তরকম চিন্তা ভাবনা করে এবার এই অভিনব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিল স্কুল কতৃপক্ষ ।

School painted like train for students in Uttar Dinajpur
রঙ তুলির মাধ্যমে একটি আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে

পড়ুয়াদের স্কুলমুখী করতে রঙ তুলির মাধ্যমে একটি আস্ত ট্রেনে পরিণত করা হয়েছে বিদ্যালয়কে । পড়ুয়াদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের । এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুলমুখী হবে বলে আশাবাদী স্কুল কর্তৃপক্ষরা(School painted like train for students in Uttar Dinajpur) ।

নয়া রূপে সেজেছে স্কুল

আরও পড়ুন: মোবাইলের প্রতি আসক্তি কমাতে অভিনব ভাবনা স্কুল কর্তৃপক্ষের

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে । স্কুলের এই দৃশ্য দেখে পড়ুয়ারা স্কুলে আসবে বলে আশাবাদী তারা । এর পাশাপাশি স্থানীয় ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোকসেদুর রহমান বলেন,"স্কুলের প্রধান শিক্ষকই এই উদ্যোগটি নিয়েছেন। স্কুলবাড়িটা দেখতে এখন খুবই ভালো লাগছে । এই দৃশ্য দেখার পর পড়ুয়ারা স্কুলে আসতে চাইবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.