ETV Bharat / state

মায়ের বকাবকির জের ? বালুরঘাটে আত্মঘাতী কিশোরী - মৃত কিশোরীর নাম প্রিয়শ্রী সূত্রধর

প্রিয়শ্রীর বাবা প্রদীপ সূত্রধর পেশায় পার্শ্ব শিক্ষক। মা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। জানা গিয়েছে, গতকাল সন্ধেয় টিউশন পড়তে না যাওয়া নিয়ে প্রিয়শ্রীকে বকাবকি করেন তার মা। তারপরই এই ঘটনা ৷

কিশোরী
কিশোরী
author img

By

Published : Dec 23, 2020, 9:07 PM IST

বালুরঘাট, 23 ডিসেম্বর : গতকাল রাতে টিউশন না যাওয়া নিয়ে বকাবাকি করেছিল মা ৷ তারপরই আজ ঘর থেকে উদ্ধার হল কিশোরীর ঝুলন্ত দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে সে । মৃতের নাম প্রিয়শ্রী সূত্রধর । বালুরঘাট গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

প্রিয়শ্রীর বাবা প্রদীপ সূত্রধর পেশায় পার্শ্ব শিক্ষক। মা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। জানা গিয়েছে, গতকাল সন্ধেয় টিউশন পড়তে না যাওয়া নিয়ে প্রিয়শ্রীকে বকাবকি করেন তার মা। যদিও আজ সকালে টিউশন পড়তে যায় সে। তারপরই দুপুরে বাড়ি থেকে উদ্ধার হয় কিশোরীর ঝুলন্ত দেহ ৷ ওই সময় বাড়িতে কেউ ছিল না বলেই জানিয়েছে পরিবার ৷

বিষয়টি জানাজানি হয় প্রদীপবাবুর ডাকাডাকির শব্দে ৷ আজ দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে দরজা ভিতর থেকে আটকানো দেখেন প্রদীপবাবু ৷ তারপরই ডাকাডাকি শুরু করেন ৷ কিন্তু ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন ৷ তখনই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ এলাকার বাসিন্দারা মিলে প্রিয়শ্রীর দেহ নামিয়ে বালুরঘাট হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন : ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আত্মঘাতী ?


মৃতের মামা খোকন সরকার বলেন, কী হয়েছে তা জানা নেই। আজ টিউশন পড়ে আসার পর বাড়ি ফিরে এই ঘটনা ঘটিয়েছে সে। গতকাল পড়াশোনা করা নিয়ে বকাবকি করেছিল ওর মা। হয়ত সেই জন্যই এই ঘটনা ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

বালুরঘাট, 23 ডিসেম্বর : গতকাল রাতে টিউশন না যাওয়া নিয়ে বকাবাকি করেছিল মা ৷ তারপরই আজ ঘর থেকে উদ্ধার হল কিশোরীর ঝুলন্ত দেহ ৷ পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে সে । মৃতের নাম প্রিয়শ্রী সূত্রধর । বালুরঘাট গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

প্রিয়শ্রীর বাবা প্রদীপ সূত্রধর পেশায় পার্শ্ব শিক্ষক। মা বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। জানা গিয়েছে, গতকাল সন্ধেয় টিউশন পড়তে না যাওয়া নিয়ে প্রিয়শ্রীকে বকাবকি করেন তার মা। যদিও আজ সকালে টিউশন পড়তে যায় সে। তারপরই দুপুরে বাড়ি থেকে উদ্ধার হয় কিশোরীর ঝুলন্ত দেহ ৷ ওই সময় বাড়িতে কেউ ছিল না বলেই জানিয়েছে পরিবার ৷

বিষয়টি জানাজানি হয় প্রদীপবাবুর ডাকাডাকির শব্দে ৷ আজ দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে দরজা ভিতর থেকে আটকানো দেখেন প্রদীপবাবু ৷ তারপরই ডাকাডাকি শুরু করেন ৷ কিন্তু ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকেন ৷ তখনই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান ৷ এলাকার বাসিন্দারা মিলে প্রিয়শ্রীর দেহ নামিয়ে বালুরঘাট হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন : ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আত্মঘাতী ?


মৃতের মামা খোকন সরকার বলেন, কী হয়েছে তা জানা নেই। আজ টিউশন পড়ে আসার পর বাড়ি ফিরে এই ঘটনা ঘটিয়েছে সে। গতকাল পড়াশোনা করা নিয়ে বকাবকি করেছিল ওর মা। হয়ত সেই জন্যই এই ঘটনা ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.