ETV Bharat / state

রবিবারের সকালে রায়গঞ্জ বাজারে স্যাটিটাইজেশন, মাস্ক বিতরণ

সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ মোহনবাটি বাজার কমিটি । রবিবার রায়গঞ্জ মোহনবাটি বাজারে সমস্ত সবজি বাজার থেকে শুরু করে গোটা বাজার এলাকা স্যানিটাইজেশন করা হয় ৷ এর পাশাপাশি মাস্কহীন মানুষদের হাতে কমিটির কাছে তুলে দেওয়া হয় মাস্ক ।

রবিবারের সকালে রায়গঞ্জ বাজারে স্যাটিটাইজ়েশন
রায়গঞ্জ বাজারে স্যাটিটাইজ়েশন
author img

By

Published : Apr 25, 2021, 3:58 PM IST

রায়গঞ্জ, 25 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে ৷ বাদ নেই উত্তর দিনাজপুর জেলাও । জেলা সদর রায়গঞ্জ শহরে প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । আর সেকারণেই জনবহুল বাজার এলাকায় রবিবারের সকালে করোনা সংক্রমণ প্রতিরোধে শুরু হল স্যানিটাইজেশন ও মাস্ক বিতরণের কাজ ৷ রায়গঞ্জ মোহনবাটি বাজার কমিটি বাজারে সচেতনতার কাজ শুরু করেছে । বাজার কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোহনাবাটি বাজারের ক্রেতা-বিক্রেতারা ।

গত এক সপ্তাহে শুধুমাত্র রায়গঞ্জ শহরে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে । আক্রান্তের সংখ্যা প্রতিদিনই প্রায় 50 পার করছে । বাড়ছে মৃত্যুর সংখ্যাও । কিন্তু এখনও রায়গঞ্জ শহরের মানুষ অসচেতন হয়ে মাস্ক ছাড়াই চলাচল ও বাজারঘাট করে চলেছে । সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ মোহনবাটি বাজার কমিটি । রবিবার রায়গঞ্জ মোহনবাটি বাজারে সমস্ত সবজি বাজার থেকে শুরু করে গোটা বাজার এলাকা স্যানিটাইজেশন করা হয় ৷ এর পাশাপাশি মাস্কহীন মানুষদের হাতে কমিটির কাছে তুলে দেওয়া হয় মাস্ক ।

রায়গঞ্জ বাজারে শুরু হল স্যাটিটাইজ়েশনের কাজ

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থীর

মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ থেকে ক্রেতা-বিক্রেতা সকলকেই সচেতন করে মোহনবাটি বাজার কমিটির সদস্যরা । কেউই যাতে মাস্ক ছাড়া বাজারে প্রবেশ না করে সেজন্য বিশেষ নজরদারির ব্য়বস্থা করা হয়েছে বাজার কমিটির পক্ষ থেকে ।

রায়গঞ্জ, 25 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে ৷ বাদ নেই উত্তর দিনাজপুর জেলাও । জেলা সদর রায়গঞ্জ শহরে প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । আর সেকারণেই জনবহুল বাজার এলাকায় রবিবারের সকালে করোনা সংক্রমণ প্রতিরোধে শুরু হল স্যানিটাইজেশন ও মাস্ক বিতরণের কাজ ৷ রায়গঞ্জ মোহনবাটি বাজার কমিটি বাজারে সচেতনতার কাজ শুরু করেছে । বাজার কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোহনাবাটি বাজারের ক্রেতা-বিক্রেতারা ।

গত এক সপ্তাহে শুধুমাত্র রায়গঞ্জ শহরে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে । আক্রান্তের সংখ্যা প্রতিদিনই প্রায় 50 পার করছে । বাড়ছে মৃত্যুর সংখ্যাও । কিন্তু এখনও রায়গঞ্জ শহরের মানুষ অসচেতন হয়ে মাস্ক ছাড়াই চলাচল ও বাজারঘাট করে চলেছে । সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ মোহনবাটি বাজার কমিটি । রবিবার রায়গঞ্জ মোহনবাটি বাজারে সমস্ত সবজি বাজার থেকে শুরু করে গোটা বাজার এলাকা স্যানিটাইজেশন করা হয় ৷ এর পাশাপাশি মাস্কহীন মানুষদের হাতে কমিটির কাছে তুলে দেওয়া হয় মাস্ক ।

রায়গঞ্জ বাজারে শুরু হল স্যাটিটাইজ়েশনের কাজ

আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থীর

মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ থেকে ক্রেতা-বিক্রেতা সকলকেই সচেতন করে মোহনবাটি বাজার কমিটির সদস্যরা । কেউই যাতে মাস্ক ছাড়া বাজারে প্রবেশ না করে সেজন্য বিশেষ নজরদারির ব্য়বস্থা করা হয়েছে বাজার কমিটির পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.