ETV Bharat / state

MGNREGA: টেন্ডার হয়ে গেলেও শুরু হয়নি কাজ, রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে স্থানীয়রা

রায়গঞ্জের পূর্ব রাঘবপুর এলাকার রাস্তার প্রায় 500 মিটার চলাচলের অযোগ্য হয়ে পরেছে ৷ মানরেগা প্রকল্পে টেন্ডার হয়ে গেলেও কাজ শুরু হয়নি (Road work has not started in Raiganj) ৷

Road work has not started
টেন্ডার হয়ে গেলেও শুরু হয়নি কাজ
author img

By

Published : Jul 19, 2022, 2:32 PM IST

রায়গঞ্জ, 19 জুলাই: মানরেগা প্রকল্পে টেন্ডার হয়ে গেলেও শুরু হয়নি রাস্তার কাজ । যার জেরে ক্ষোভ জমেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । উত্তর দিনাজপুর জেলার পূর্ব রাঘবপুর এলাকার রাস্তার প্রায় 500 মিটার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে (Road work has not started in Raiganj) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার টেন্ডার হয়ে গেলেও কাজ কিছুই হয়নি । অভিযোগ, এক বছর আগে এই রাস্তাটির জন্য 15 লক্ষ টাকার টেন্ডার হয় । সেই তথ্য সংবলিত ফলকও বসানো হয় । কিন্তু তারপরেও বিশ বাঁও জলে প্রকল্পের কাজ । অন্যদিকে, বেহাল রাস্তার জেরে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে । মাত্র 500 মিটার রাস্তা খারাপ থাকায় প্রায় 15 কিলোমিটার ঘুরে রায়গঞ্জ যেতে হচ্ছে । এই রাস্তা হলে রাঘবপুর মৌজার 7-8টি গ্রামের 30 হাজার সাধারণ মানুষ উপকৃত হবেন ।

রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে স্থানীয়রা

আরও পড়ুন: প্লাস্টিক বর্জ্য বাড়াবে কলকাতার পিচ রাস্তার আয়ু ! পরীক্ষামূলক প্রস্তুতি বেহালায়

এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত রাঘবপুর, রাঙামাটি, নয়াটোলা, কুর্কিটোলা, কালিতলা, ঝাপরটোল হাট, বারলগ্রামের মানুষেরা যাতায়াত করেন । শুক্রবার, রবিবার ও মঙ্গলবার এই তিন দিন ঝাপরটোলে হাট বসে । সেই দিনগুলিতে পথচলতি মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পায় । তাই অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা । যদিও করিনদিঘির বিডিও জানিয়েছেন, রাস্তার কাজ শুরু হয়েছে । বর্ষার কারনে কাজ থমকে আছে । বাকি কাজ শীঘ্রই শুরু হবে ।

রায়গঞ্জ, 19 জুলাই: মানরেগা প্রকল্পে টেন্ডার হয়ে গেলেও শুরু হয়নি রাস্তার কাজ । যার জেরে ক্ষোভ জমেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । উত্তর দিনাজপুর জেলার পূর্ব রাঘবপুর এলাকার রাস্তার প্রায় 500 মিটার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে (Road work has not started in Raiganj) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার টেন্ডার হয়ে গেলেও কাজ কিছুই হয়নি । অভিযোগ, এক বছর আগে এই রাস্তাটির জন্য 15 লক্ষ টাকার টেন্ডার হয় । সেই তথ্য সংবলিত ফলকও বসানো হয় । কিন্তু তারপরেও বিশ বাঁও জলে প্রকল্পের কাজ । অন্যদিকে, বেহাল রাস্তার জেরে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে । মাত্র 500 মিটার রাস্তা খারাপ থাকায় প্রায় 15 কিলোমিটার ঘুরে রায়গঞ্জ যেতে হচ্ছে । এই রাস্তা হলে রাঘবপুর মৌজার 7-8টি গ্রামের 30 হাজার সাধারণ মানুষ উপকৃত হবেন ।

রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে স্থানীয়রা

আরও পড়ুন: প্লাস্টিক বর্জ্য বাড়াবে কলকাতার পিচ রাস্তার আয়ু ! পরীক্ষামূলক প্রস্তুতি বেহালায়

এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত রাঘবপুর, রাঙামাটি, নয়াটোলা, কুর্কিটোলা, কালিতলা, ঝাপরটোল হাট, বারলগ্রামের মানুষেরা যাতায়াত করেন । শুক্রবার, রবিবার ও মঙ্গলবার এই তিন দিন ঝাপরটোলে হাট বসে । সেই দিনগুলিতে পথচলতি মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পায় । তাই অবিলম্বে রাস্তার কাজ শুরুর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা । যদিও করিনদিঘির বিডিও জানিয়েছেন, রাস্তার কাজ শুরু হয়েছে । বর্ষার কারনে কাজ থমকে আছে । বাকি কাজ শীঘ্রই শুরু হবে ।

For All Latest Updates

TAGGED:

MGNREGA
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.