রায়গঞ্জ, 27 এপ্রিল : "রামগড় ছোড়কে গব্বর সিং আয়া হে । লেকিন কুছ লুটনে নেহি ।" আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এভাবেই সচেতন করতে দেখা গেল এক নাট্যগোষ্ঠীর সদস্যদের । চারজনের ওই দলটিকে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজার এলাকায় কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে দেখা যায় ।
সিনেমার গব্বর এবার রাস্তায় ৷ যারা লকডাউন অমান্য করছে তাদের সচেতন করার জন্য "শোলে"-র গব্বর ও সাম্বার সাজে পথনাটকের আয়োজন করে এক নাট্যগোষ্ঠী ৷ চারজনের ওই দলটি আজ রায়গঞ্জের বিভিন্ন বাজার এলাকায় ঘুরে ঘুরে কোরোনা সচেতনতায় প্রচার করে ৷ জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল ৷ সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার বাইরে বের না হওয়া, মাস্ক পরা এবং সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য আবেদন করেন গব্বর ।
এই বিষয়ে পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘শহরের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রেসক্লাব এবং নাট্যগোষ্ঠীর যৌথ প্রয়াসে এই পথনাটকের আয়োজন করা হয়েছে ।"