ETV Bharat / state

"কুছ লুটনে নেহি", কোরোনা সচেতনতার প্রচারে রায়গঞ্জে গব্বর সিং - coronavirus awerness

চারজনের একটি নাট্যদল আজ রায়গঞ্জের বিভিন্ন বাজার এলাকায় ঘুরে ঘুরে কোরোনা সচেতনতায় প্রচার করে ৷

Road show for corona awerness
কোরোনার সচেতনতা
author img

By

Published : Apr 27, 2020, 8:42 PM IST

রায়গঞ্জ, 27 এপ্রিল : "রামগড় ছোড়কে গব্বর সিং আয়া হে । লেকিন কুছ লুটনে নেহি ।" আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এভাবেই সচেতন করতে দেখা গেল এক নাট্যগোষ্ঠীর সদস্যদের । চারজনের ওই দলটিকে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজার এলাকায় কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে দেখা যায় ।

সিনেমার গব্বর এবার রাস্তায় ৷ যারা লকডাউন অমান্য করছে তাদের সচেতন করার জন্য "শোলে"-র গব্বর ও সাম্বার সাজে পথনাটকের আয়োজন করে এক নাট্যগোষ্ঠী ৷ চারজনের ওই দলটি আজ রায়গঞ্জের বিভিন্ন বাজার এলাকায় ঘুরে ঘুরে কোরোনা সচেতনতায় প্রচার করে ৷ জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল ৷ সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার বাইরে বের না হওয়া, মাস্ক পরা এবং সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য আবেদন করেন গব্বর ।

এই বিষয়ে পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘শহরের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রেসক্লাব এবং নাট্যগোষ্ঠীর যৌথ প্রয়াসে এই পথনাটকের আয়োজন করা হয়েছে ।"

কোরোনা নিয়ে সচিতনতা প্রচার

রায়গঞ্জ, 27 এপ্রিল : "রামগড় ছোড়কে গব্বর সিং আয়া হে । লেকিন কুছ লুটনে নেহি ।" আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এভাবেই সচেতন করতে দেখা গেল এক নাট্যগোষ্ঠীর সদস্যদের । চারজনের ওই দলটিকে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজার এলাকায় কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতে দেখা যায় ।

সিনেমার গব্বর এবার রাস্তায় ৷ যারা লকডাউন অমান্য করছে তাদের সচেতন করার জন্য "শোলে"-র গব্বর ও সাম্বার সাজে পথনাটকের আয়োজন করে এক নাট্যগোষ্ঠী ৷ চারজনের ওই দলটি আজ রায়গঞ্জের বিভিন্ন বাজার এলাকায় ঘুরে ঘুরে কোরোনা সচেতনতায় প্রচার করে ৷ জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল ৷ সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার বাইরে বের না হওয়া, মাস্ক পরা এবং সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য আবেদন করেন গব্বর ।

এই বিষয়ে পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘শহরের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রেসক্লাব এবং নাট্যগোষ্ঠীর যৌথ প্রয়াসে এই পথনাটকের আয়োজন করা হয়েছে ।"

কোরোনা নিয়ে সচিতনতা প্রচার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.