ETV Bharat / state

নিকাশির দাবিতে রায়গঞ্জে রাজ্য সড়ক অবরোধ - Raiganj

রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় দীর্ঘ তিন মাস ধরে বৃষ্টির জল জমে রয়েছে ৷ চরম সমস্যায় এলাকাবাসী ।

road blockade in Raiganj demanding drainage
road blockade in Raiganj demanding drainage
author img

By

Published : Oct 15, 2020, 9:16 PM IST

রায়গঞ্জ, 15 অক্টোবর : নিকাশির দাবিতে রায়গঞ্জের সুভাষগঞ্জে রাজ্য সড়ক অবরোধ করা হল । স্থানীয় BJP কর্মীদের সঙ্গে অবরোধে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও ৷ পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷

প্রায় দেড় সপ্তাহ আগেই বৃষ্টি কমেছে । তবুও রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় তিন মাস ধরে জমে রয়েছে বৃষ্টির জল ৷ চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা । জমা জলের সমস্যায় সুভাষগঞ্জের দাসপাড়া এলাকার প্রায় 15টি পরিবার স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন । বারবার অভিযোগ করেও সমাধান হয়নি । এবার এলাকায় নিকাশির দাবিতে সুভাষগঞ্জ-বারদুয়ারি রাজ্য সড়ক অবরোধ করলেন BJP কর্মীরা । তাঁদের অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্যের দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি । সেই কারণেই আজ অবরোধ করেছেন তাঁরা । পরে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায় । দ্রুত সমস্যা না মেটানো হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

শ্যামল পাল নামে এক বিক্ষোভকারী বলেন, "দীর্ঘদিন ধরে বৃষ্টির জল সুভাষগঞ্জ-দাসপাড়া এলাকায় জমে রয়েছে । নিকাশির ব্যবস্থা করে হচ্ছে না । চরম হয়রানির শিকার হচ্ছি আমরা । "

আর এক স্থানীয় বাসিন্দা উমারাণি বর্মণ বলেন, "বছরের পর বছর একইভাবে এলাকায় জল জমে । জল বের করার ব্যবস্থা করা হয় না । প্রশাসনের টনক নড়ে না । এবছর আমরা আরও বাজে পরিস্থিতিতে রয়েছি । সেই কারণেই অবরোধ করেছি । আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক ৷"

রায়গঞ্জ, 15 অক্টোবর : নিকাশির দাবিতে রায়গঞ্জের সুভাষগঞ্জে রাজ্য সড়ক অবরোধ করা হল । স্থানীয় BJP কর্মীদের সঙ্গে অবরোধে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও ৷ পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷

প্রায় দেড় সপ্তাহ আগেই বৃষ্টি কমেছে । তবুও রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় তিন মাস ধরে জমে রয়েছে বৃষ্টির জল ৷ চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা । জমা জলের সমস্যায় সুভাষগঞ্জের দাসপাড়া এলাকার প্রায় 15টি পরিবার স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন । বারবার অভিযোগ করেও সমাধান হয়নি । এবার এলাকায় নিকাশির দাবিতে সুভাষগঞ্জ-বারদুয়ারি রাজ্য সড়ক অবরোধ করলেন BJP কর্মীরা । তাঁদের অভিযোগ, বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্যের দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি । সেই কারণেই আজ অবরোধ করেছেন তাঁরা । পরে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায় । দ্রুত সমস্যা না মেটানো হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।

শ্যামল পাল নামে এক বিক্ষোভকারী বলেন, "দীর্ঘদিন ধরে বৃষ্টির জল সুভাষগঞ্জ-দাসপাড়া এলাকায় জমে রয়েছে । নিকাশির ব্যবস্থা করে হচ্ছে না । চরম হয়রানির শিকার হচ্ছি আমরা । "

আর এক স্থানীয় বাসিন্দা উমারাণি বর্মণ বলেন, "বছরের পর বছর একইভাবে এলাকায় জল জমে । জল বের করার ব্যবস্থা করা হয় না । প্রশাসনের টনক নড়ে না । এবছর আমরা আরও বাজে পরিস্থিতিতে রয়েছি । সেই কারণেই অবরোধ করেছি । আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.