ETV Bharat / state

বাসকর্মীদের দিকে পুষ্পবৃষ্টি, মালা পরিয়ে সংবর্ধনা রায়গঞ্জে - latest news of north dinajpur

20জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামলে বাস মালিকরা ক্ষতির মুখে পড়বে । এই দাবিতে বেসরকারি বাস রাস্তায় নামেনি । বেসরকারি বাস রাস্তায় না নামলেও আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রায়গঞ্জ ডিপো থেকে আন্ত জেলায় চারটি বাস পরিষেবা চালু করল।

aa
বাস
author img

By

Published : May 8, 2020, 1:54 PM IST

রায়গঞ্জ,8 মে: আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রায়গঞ্জ ডিপো থেকে আন্তঃজেলায় চারটি বাস পরিষেবা চালু করল । সংস্থার কর্মীরা কোরোনা আতঙ্কের মধ্য়ে এগিয়ে আসায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-এর তরফে তাঁদেরকে মালা পরিয়ে, ফুল ছিটিয়ে সংবর্ধনা দেওয়া হয় । সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সংস্থার কর্মীদের মনোবল বাড়াতে এবং কাজে উৎসাহিত করতেই সংবর্ধনা দেওয়া হল ।

সারা বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের থাবায় আক্রান্ত মানুষ । ভারতেও কোরোনায় বহু মানুষের মৃত্যু হয়েছে । দেশজুড় কোরোনা সংক্রমণ রোধে চলছে তৃতীয় দফার লকডাউন । পশ্চিমবঙ্গেও কোরোনায় অনেকের মৃত্যু হয়েছে । তবে উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত কোনও কোরোনা রোগীর সন্ধান মেলেনি । গ্রিন জ়োনেই আছে এজেলা । আন্তঃজেলায় 20জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চালু করার নির্দেশ দিয়েছে সরকার । 20জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামলে বাস মালিকরা ক্ষতির মুখে পড়বে । এই দাবিতে বেসরকারি বাস রাস্তায় নামেনি । বেসরকারি বাস রাস্তায় না নামলেও আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রায়গঞ্জ ডিপো থেকে আন্তঃজেলায় চারটি বাস পরিষেবা চালু করল।

বাস কর্মীদের জন্য সরকার রেইন কোট, মাস্ক, টুপি, চশমা সরবরাহ করেছে । সংস্থার কর্মীরা কোরোনা আতঙ্কের মধ্যে সরকারি বাস পরিষেবা চালু করতে এগিয়ে আসায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন তাঁদের সংবর্ধনা দিল । বাস চালক, কনডাক্টরদের গলায় মালা পরিয়ে দেওয়া হয় । চলে পুষ্প বৃষ্টি । সংগঠনের নেতা কৌশিক দে জানিয়েছেন, "কোরোনা যুদ্ধে অন্যান্যদের সঙ্গে আজ থেকে সরকারি বাসের কর্মীরা যুক্ত হলেন । সংস্থার কর্মীদের মনোবল বৃদ্ধি এবং কাজে উৎসাহিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে ।" বাস চালক ভজহরি মণ্ডল জানিয়েছেন, "দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বাস চলাচল শুরু হচ্ছে । সরকার আমাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে । ফলে আতঙ্ক কাটিয়ে আমরা যাত্রী পরিষেবা দিতে রাস্তায় নামলাম ।

রায়গঞ্জ,8 মে: আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রায়গঞ্জ ডিপো থেকে আন্তঃজেলায় চারটি বাস পরিষেবা চালু করল । সংস্থার কর্মীরা কোরোনা আতঙ্কের মধ্য়ে এগিয়ে আসায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-এর তরফে তাঁদেরকে মালা পরিয়ে, ফুল ছিটিয়ে সংবর্ধনা দেওয়া হয় । সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সংস্থার কর্মীদের মনোবল বাড়াতে এবং কাজে উৎসাহিত করতেই সংবর্ধনা দেওয়া হল ।

সারা বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের থাবায় আক্রান্ত মানুষ । ভারতেও কোরোনায় বহু মানুষের মৃত্যু হয়েছে । দেশজুড় কোরোনা সংক্রমণ রোধে চলছে তৃতীয় দফার লকডাউন । পশ্চিমবঙ্গেও কোরোনায় অনেকের মৃত্যু হয়েছে । তবে উত্তর দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত কোনও কোরোনা রোগীর সন্ধান মেলেনি । গ্রিন জ়োনেই আছে এজেলা । আন্তঃজেলায় 20জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চালু করার নির্দেশ দিয়েছে সরকার । 20জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামলে বাস মালিকরা ক্ষতির মুখে পড়বে । এই দাবিতে বেসরকারি বাস রাস্তায় নামেনি । বেসরকারি বাস রাস্তায় না নামলেও আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রায়গঞ্জ ডিপো থেকে আন্তঃজেলায় চারটি বাস পরিষেবা চালু করল।

বাস কর্মীদের জন্য সরকার রেইন কোট, মাস্ক, টুপি, চশমা সরবরাহ করেছে । সংস্থার কর্মীরা কোরোনা আতঙ্কের মধ্যে সরকারি বাস পরিষেবা চালু করতে এগিয়ে আসায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন তাঁদের সংবর্ধনা দিল । বাস চালক, কনডাক্টরদের গলায় মালা পরিয়ে দেওয়া হয় । চলে পুষ্প বৃষ্টি । সংগঠনের নেতা কৌশিক দে জানিয়েছেন, "কোরোনা যুদ্ধে অন্যান্যদের সঙ্গে আজ থেকে সরকারি বাসের কর্মীরা যুক্ত হলেন । সংস্থার কর্মীদের মনোবল বৃদ্ধি এবং কাজে উৎসাহিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে ।" বাস চালক ভজহরি মণ্ডল জানিয়েছেন, "দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বাস চলাচল শুরু হচ্ছে । সরকার আমাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে । ফলে আতঙ্ক কাটিয়ে আমরা যাত্রী পরিষেবা দিতে রাস্তায় নামলাম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.