ETV Bharat / state

RPF saved passenger :মহিলা রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর, ভিডিয়ো প্রকাশ রেলের - Railway Police save passenger

রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল এক যাত্রীর ৷ আদ্রা-খড়্গপুর ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান এক যাত্রী ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করেন রেলের এক মহিলা পুলিশ কর্মী (RPF saved passenger) ৷

ভিডিয়ো প্রকাশ করল রেল
মহিলা পুলিশের সাহসিকতায় প্রাণ বাঁচাল যাত্রীর
author img

By

Published : May 5, 2022, 4:12 PM IST

মেদিনীপুর, 5 মে : যাত্রীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করলেন রেল পুলিশের এক মহিলা কর্মী । ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে যান এক যাত্রী ৷ কিন্তু মহিলা রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল ওই মহিলা যাত্রীর (Railway Police save passenger) ৷ মহিলা রেল পুলিশের সাহসিকতায় সিসিটিভি ফুটেজ বের করে মেদিনীপুর রেল কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, মেদিনীপুর সদরের হাতিহলকার বাসিন্দা রোজিনা বিবি আদ্রা-খড়্গপুর ট্রেন ধরে মেদিনীপুরে আসছিলেন । মেদিনীপুর স্টেশনে ট্রেন পৌঁছানোর পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিছলে প্রায় ট্রেনের নিচে ঢুকে যাচ্ছিলেন তিনি । সেই সময়েই সামনে থাকা কাঞ্চন কুমারী নামের এক মহিলা কনস্টেবল ও দীপক ঘোষ নামের এক রেলকর্মী অতিতৎপরতার সঙ্গে তাঁর হাত ধরে টেনে বার করেন । অল্পের জন্য প্রাণে বেঁচে যান রোজিনা বিবি ।

মহিলা পুলিশের সাহসিকতায় প্রাণ বাঁচল যাত্রীর, ভিডিয়ো প্রকাশ করল রেল

মহিলা কনস্টেবলের সাহসিকতায় খুশি রেল কর্তৃপক্ষ । ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দুই কর্মীর সাহসিকতার জন্য তাঁদের বাহবা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর, দেখুন ভিডিয়ো

মেদিনীপুর, 5 মে : যাত্রীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করলেন রেল পুলিশের এক মহিলা কর্মী । ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে যান এক যাত্রী ৷ কিন্তু মহিলা রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল ওই মহিলা যাত্রীর (Railway Police save passenger) ৷ মহিলা রেল পুলিশের সাহসিকতায় সিসিটিভি ফুটেজ বের করে মেদিনীপুর রেল কর্তৃপক্ষ ।

জানা গিয়েছে, মেদিনীপুর সদরের হাতিহলকার বাসিন্দা রোজিনা বিবি আদ্রা-খড়্গপুর ট্রেন ধরে মেদিনীপুরে আসছিলেন । মেদিনীপুর স্টেশনে ট্রেন পৌঁছানোর পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিছলে প্রায় ট্রেনের নিচে ঢুকে যাচ্ছিলেন তিনি । সেই সময়েই সামনে থাকা কাঞ্চন কুমারী নামের এক মহিলা কনস্টেবল ও দীপক ঘোষ নামের এক রেলকর্মী অতিতৎপরতার সঙ্গে তাঁর হাত ধরে টেনে বার করেন । অল্পের জন্য প্রাণে বেঁচে যান রোজিনা বিবি ।

মহিলা পুলিশের সাহসিকতায় প্রাণ বাঁচল যাত্রীর, ভিডিয়ো প্রকাশ করল রেল

মহিলা কনস্টেবলের সাহসিকতায় খুশি রেল কর্তৃপক্ষ । ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দুই কর্মীর সাহসিকতার জন্য তাঁদের বাহবা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.