ETV Bharat / state

5 বছরে প্রশ্নাতীত উন্নয়ন করে রায়গঞ্জের ভোল পালটে দেব : দেবশ্রী

author img

By

Published : Jul 21, 2019, 5:32 AM IST

"60 বছরে পিছিয়ে পড়ছে রায়গঞ্জ। মাত্র 30 দিনে উন্নয়নের জোয়ার আনা সম্ভব নয় । মেয়াদকালের 60 মাসে রায়গঞ্জের ভোল পালটে দেব ।" বললেন স্থানীয় সাংসদ দেবশ্রী চোধুরি ।

দেবশ্রী চৌধুরি

রায়গঞ্জ, 21 জুলাই : গত 60 বছরে ধরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র উন্নয়নের নিরিখে অনেকটাই পিছিয়ে পড়েছে । তাই সাংসদ হওয়ার মাত্র 30 দিনের মধ্যে উন্নয়নের জোয়ার আনা কোনওভাবেই সম্ভব নয় । তবে তাঁর মেয়াদকালের পাঁচবছরের মধ্যে রায়গঞ্জের প্রশ্নাতীত উন্নয়ন হবে বলে জানালেন বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি ।

গতকাল রায়গঞ্জে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন দেবশ্রী । বিমানপথে দিল্লি থেকে বাগডোগরায় নেমে সড়কপথে রায়গঞ্জ আসেন তিনি । রায়গঞ্জে স্থানীয় BJP নেতৃত্বর সঙ্গে বৈঠক করেন । সদস্যপদ সংগ্রহ, পঞ্চায়েত, পৌরসভাগুলির কর্মকাণ্ডসহ আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ।

বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমি দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে রায়গঞ্জের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছি । সকালের ট্রেনসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিগুলি সঠিক জায়গায় তুলছি । তবে আমার দায়িত্বকালের মাত্র 30 দিন হয়েছে । 60 বছর পিছিয়ে যাওয়া এলাকার দায়িত্ব নেওয়ার 60 দিনও হয়নি । আমাকে কাজ করার সময় দিন । আশা করি আমার সময়কালের শেষে আর কোনও প্রশ্নের জায়গা থাকবে না । রায়গঞ্জের ভোল পালটে দেব ।"

রায়গঞ্জ, 21 জুলাই : গত 60 বছরে ধরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র উন্নয়নের নিরিখে অনেকটাই পিছিয়ে পড়েছে । তাই সাংসদ হওয়ার মাত্র 30 দিনের মধ্যে উন্নয়নের জোয়ার আনা কোনওভাবেই সম্ভব নয় । তবে তাঁর মেয়াদকালের পাঁচবছরের মধ্যে রায়গঞ্জের প্রশ্নাতীত উন্নয়ন হবে বলে জানালেন বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি ।

গতকাল রায়গঞ্জে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন দেবশ্রী । বিমানপথে দিল্লি থেকে বাগডোগরায় নেমে সড়কপথে রায়গঞ্জ আসেন তিনি । রায়গঞ্জে স্থানীয় BJP নেতৃত্বর সঙ্গে বৈঠক করেন । সদস্যপদ সংগ্রহ, পঞ্চায়েত, পৌরসভাগুলির কর্মকাণ্ডসহ আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ।

বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমি দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে রায়গঞ্জের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছি । সকালের ট্রেনসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিগুলি সঠিক জায়গায় তুলছি । তবে আমার দায়িত্বকালের মাত্র 30 দিন হয়েছে । 60 বছর পিছিয়ে যাওয়া এলাকার দায়িত্ব নেওয়ার 60 দিনও হয়নি । আমাকে কাজ করার সময় দিন । আশা করি আমার সময়কালের শেষে আর কোনও প্রশ্নের জায়গা থাকবে না । রায়গঞ্জের ভোল পালটে দেব ।"

Intro:রায়গঞ্জ, ২০ জুলাইঃ- গত ৬০ বছর ধরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র উন্নয়নে পিছিয়ে পড়েছে বলেই মনে করেন বর্তমান সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।তাই সাংসদ হওয়ায় মাত্র ৩০ দিনের মধ্যে উন্নয়নে গতি আনা কোনভাবেই সম্ভব নয়।তবে তার মেয়াদকালের ৬০ মাস বা পাঁচবছরের মধ্যে রায়গঞ্জবাসীদের সমস্ত চাহিদা সম্পূর্ণ মেটাতে না পারলেও অন্ততপক্ষে উন্নয়ন হবে প্রশ্নের উর্দ্ধে।শনিবার রায়গঞ্জে সাংগঠনিক বৈঠকে এসে তিনি বলেন,৬০ বছরের মানুষের আশা কী ৩০ দিনেই পুরো করা যায়?একটু অপেক্ষা করুন আমার মেয়াদকালেই সবটা পূরণ করব।আমার মেয়াদ শেষে আর আপনাদের প্রশ্ন করা জায়গা থাকবে না।

এদিন বিমানপথে দিল্লি থেকে বাগডোগরা পৌছান মন্ত্রী।সেখান থেকে সড়কপথে রায়গঞ্জে যান দেবশ্রীদেবী।সন্ধ্যেতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,আমি আমার দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গেই রায়গঞ্জের উন্নয়নের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেই চলেছি।সকালের ট্রেনসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিগুলি সঠিক জায়গায় তুলছি।তবে আমার দায়িত্বকাল মাত্র ত্রিশ দিন হয়েছে।৬০ বছর পিছিয়ে যাওয়া এলাকার দায়িত্ব নেওয়ার ৬০ দিনও হয়নি।আমাকে সময় দিন।আশাকরি আমার সময়কাল শেষে আর কোন প্রশ্নের জায়গা থাকবে না।

বাইট-- দেবশ্রী চৌধুরী।।

তারক চক্রবর্তী,, রায়গঞ্জ।। Body:আজConclusion:সজ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.