ETV Bharat / state

ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতে বানভাসি রায়গঞ্জ - রায়গঞ্জ

প্রবল বৃষ্টিতে বানভাসি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর । সেখানকার বেশ কয়েকটি জায়গা চলে গিয়েছে জলের তলায় ৷

raiganj waterlogged after heavy rain
ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতে বানভাসি রায়গঞ্জ
author img

By

Published : May 30, 2021, 4:06 PM IST

রায়গঞ্জ, 30 মে : মুষলধারে বৃষ্টিতে ভাসল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর । রায়গঞ্জ শহরের পুর এলাকার প্রায় প্রতিটি ওয়ার্ডের রাস্তাই জলমগ্ন হয়ে পড়ে । বাড়িতে আটকে পড়েন বাসিন্দারা ৷

নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরেই মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি চলছিল উত্তর দিনাজপুরে । রবিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি শুরু হয়নি। বেলা 11টা নাগাদ কালোমেঘে ঢেকে যায় রায়গঞ্জের আকাশ । নেমে আসে মুষলধারায় বৃষ্টি ।

আরও পড়ুন: প্রাক্তন তো প্রসেনজিত্, আমার প্রাক্তন বান্ধবীও নেই, প্রাক্তন দলও নেই ; শোভন-প্রশ্নে জবাব মদনের

এক ঘণ্টার একটানা প্রবল বৃষ্টিতে মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে গোটা শহর । বিদ্রোহী মোড় থেকে হাসপাতাল মোড়, কুমারডাঙি, বীরনগর, রবীন্দ্রপল্লী, নেতাজিপল্লি, শক্তিনগর, মিলনপাড়া-সহ রায়গঞ্জ শহরের প্রায় সবকটি মহল্লার রাস্তাই জলে ডুবে যায় । রায়গঞ্জ পুরসভার 27টি ওয়ার্ডের মধ্যে প্রায় 20টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে । বেশকিছু এলাকার বাসিন্দাদের ঘরেও জল ঢুকে যায় । প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন ৷

রায়গঞ্জ, 30 মে : মুষলধারে বৃষ্টিতে ভাসল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর । রায়গঞ্জ শহরের পুর এলাকার প্রায় প্রতিটি ওয়ার্ডের রাস্তাই জলমগ্ন হয়ে পড়ে । বাড়িতে আটকে পড়েন বাসিন্দারা ৷

নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরেই মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি চলছিল উত্তর দিনাজপুরে । রবিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি শুরু হয়নি। বেলা 11টা নাগাদ কালোমেঘে ঢেকে যায় রায়গঞ্জের আকাশ । নেমে আসে মুষলধারায় বৃষ্টি ।

আরও পড়ুন: প্রাক্তন তো প্রসেনজিত্, আমার প্রাক্তন বান্ধবীও নেই, প্রাক্তন দলও নেই ; শোভন-প্রশ্নে জবাব মদনের

এক ঘণ্টার একটানা প্রবল বৃষ্টিতে মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে গোটা শহর । বিদ্রোহী মোড় থেকে হাসপাতাল মোড়, কুমারডাঙি, বীরনগর, রবীন্দ্রপল্লী, নেতাজিপল্লি, শক্তিনগর, মিলনপাড়া-সহ রায়গঞ্জ শহরের প্রায় সবকটি মহল্লার রাস্তাই জলে ডুবে যায় । রায়গঞ্জ পুরসভার 27টি ওয়ার্ডের মধ্যে প্রায় 20টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে । বেশকিছু এলাকার বাসিন্দাদের ঘরেও জল ঢুকে যায় । প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.