ETV Bharat / state

বিশ্ববিদ্যালয়কে অবমাননার অভিযোগ, শোকজ় BJP অধ্যাপক সংগঠনের সদস্যকে - BJP

বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, শোকজ় অধ্যাপক

বিশ্ববিদ্যালয়কে অবমাননার অভিযোগ, শোকজ় BJP অধ্যাপক সংগঠনের সদস্যকে
author img

By

Published : Aug 28, 2019, 11:32 PM IST

রায়গঞ্জ, 28 অগাস্ট : BJP সমর্থিত অধ্যাপক-গবেষক সংগঠনের তরফে আন্দোলন করা এবং সংবাদমাধ্যমে মুখ খোলার খেসারত ৷ অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশিস বিশ্বাসকে শোকজ় করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় । গতকলা তাঁকে শোকজ় করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার । বুধবার এই চিঠির উত্তর দিয়েছেন দেবাশিসবাবু-সহ 23 জন BJP সমর্থিত অধ্যাপক সংগঠনের সদস্যরা । শোকজ় চিঠি সামনে আসতেই বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

21 অগাস্ট BJP সমর্থিত জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল । তাঁদের দাবি ছিল, BJP-র অধ্যাপক সংগঠন জেলার শিক্ষক-অধ্যাপকদের সম্মান জানাতে 'গুরু বন্দনা' নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ প্রাথমিকভাবে মৌখিক অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে তা নানা অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাতিল করে দেয় । সংগঠনের দাবি, অনুষ্ঠানে BJP-র রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদের উপস্থিতির কথা জানতে পেরেই তাদের এই অনুষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাতিল করা হয় । এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন BJP অধ্যাপক সংগঠনের সদস্যরা । দীর্ঘক্ষণ ধরে চলা ওই বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে সরব হন দেবাশিসবাবু । বিভিন্ন অভিযোগে সরব হন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে অধ্যক্ষের বিরুদ্ধে ।

image
21 অগাস্ট BJP সমর্থিত জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল ।

জবাব চেয়ে গতকাল দেবাশিসবাবুকে শোকজ় লেটার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে । সেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন তিনি । 5 অগাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে বলা হয়েছিল কোনও অধ্যাপক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না । সেই নির্দেশিকার অবমাননা করা হয়েছে বলেও চিঠিতে অভিযোগ আনা হয়েছে । 7 দিনের মধ্যে চিঠির জবাব চাওয়া হলেও বুধবারই অধ্যাপক-গবেষক সংগঠনের পক্ষ থেকে এই চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ।

image
দেবাশিসবাবু বলেন, ''আমাকে শোকজ় চিঠি পাঠানোর এক্তিয়ার নেই রেজিস্ট্রারের ।''

বিষয়টি নিয়ে দেবাশিসবাবু বলেন, ''আমাকে শোকজ় চিঠি পাঠানোর এক্তিয়ার নেই রেজিস্ট্রারের । চিঠিতে যে অবমাননাকর মন্তব্যের কথা বলেছেন তিনি, তা আমি করিনি । আমাদের অনুষ্ঠানে BJP সাংসদের আসার কথা শুনে ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠান বাতিল করার চক্রান্ত করা হয় । আমরা আজ সংগঠনগতভাবে ওই চিঠির জবাব দিয়েছি ।'' এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকারকে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি ।

রায়গঞ্জ, 28 অগাস্ট : BJP সমর্থিত অধ্যাপক-গবেষক সংগঠনের তরফে আন্দোলন করা এবং সংবাদমাধ্যমে মুখ খোলার খেসারত ৷ অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশিস বিশ্বাসকে শোকজ় করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় । গতকলা তাঁকে শোকজ় করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার । বুধবার এই চিঠির উত্তর দিয়েছেন দেবাশিসবাবু-সহ 23 জন BJP সমর্থিত অধ্যাপক সংগঠনের সদস্যরা । শোকজ় চিঠি সামনে আসতেই বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

21 অগাস্ট BJP সমর্থিত জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল । তাঁদের দাবি ছিল, BJP-র অধ্যাপক সংগঠন জেলার শিক্ষক-অধ্যাপকদের সম্মান জানাতে 'গুরু বন্দনা' নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ প্রাথমিকভাবে মৌখিক অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে তা নানা অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাতিল করে দেয় । সংগঠনের দাবি, অনুষ্ঠানে BJP-র রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদের উপস্থিতির কথা জানতে পেরেই তাদের এই অনুষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাতিল করা হয় । এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন BJP অধ্যাপক সংগঠনের সদস্যরা । দীর্ঘক্ষণ ধরে চলা ওই বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে সরব হন দেবাশিসবাবু । বিভিন্ন অভিযোগে সরব হন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে অধ্যক্ষের বিরুদ্ধে ।

image
21 অগাস্ট BJP সমর্থিত জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল ।

জবাব চেয়ে গতকাল দেবাশিসবাবুকে শোকজ় লেটার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে । সেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন তিনি । 5 অগাস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে বলা হয়েছিল কোনও অধ্যাপক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না । সেই নির্দেশিকার অবমাননা করা হয়েছে বলেও চিঠিতে অভিযোগ আনা হয়েছে । 7 দিনের মধ্যে চিঠির জবাব চাওয়া হলেও বুধবারই অধ্যাপক-গবেষক সংগঠনের পক্ষ থেকে এই চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ।

image
দেবাশিসবাবু বলেন, ''আমাকে শোকজ় চিঠি পাঠানোর এক্তিয়ার নেই রেজিস্ট্রারের ।''

বিষয়টি নিয়ে দেবাশিসবাবু বলেন, ''আমাকে শোকজ় চিঠি পাঠানোর এক্তিয়ার নেই রেজিস্ট্রারের । চিঠিতে যে অবমাননাকর মন্তব্যের কথা বলেছেন তিনি, তা আমি করিনি । আমাদের অনুষ্ঠানে BJP সাংসদের আসার কথা শুনে ইচ্ছাকৃতভাবে অনুষ্ঠান বাতিল করার চক্রান্ত করা হয় । আমরা আজ সংগঠনগতভাবে ওই চিঠির জবাব দিয়েছি ।'' এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকারকে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি ।

Intro:রায়গঞ্জ, ২৮ আগস্টঃ- বিজেপি অধ্যাপক ও গবেষক সংগঠনের তরফে আন্দোলন করা এবং সংবাদমাধ্যমে মুখ খোলার দায়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশিস বিশ্বাসকে শো-কজ করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। গত ২৭ তারিখ তাকে শো-কজ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার।বুধবার এই চিঠির উত্তর দিয়েছেন দেবাশিসবাবুসহ ২৩ জন বিজেপি সমর্থিত অধ্যাপক সংগঠনের সদস্যরা।এই শো-কজ চিঠি সামনে আসতেই বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উল্ল্যেখ্য,গত ২১ আগস্ট বিজেপি সমর্থিত জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল।তাদের দাবি ছিল বিজেপি অধ্যাপক সংগঠন জেলার শিক্ষক অধ্যাপকদের সম্মান জানাতে গুরু বন্দনা নামক একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল।প্রাথমিকভাবে মৌখিক অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে তা নানান অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাতিল করেছিল।সংগঠনের দাবি ছিল ওই অনুষ্ঠানে বিজেপির রায়গঞ্জ ও বালুরঘাটের সাংসদের উপস্থিতির কথা জানতে পেরেই তাদের এই অনুষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাতিল করা হয়েছিল।এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছিল বিজেপি অধ্যাপক সংগঠনের সদস্যরা।তারা প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করে দেয়।দির্ঘক্ষণ ধরে করা ওই বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নানান অনিয়ন নিয়ে সরব হয়েছিলেন দেবাশিসবাবু।বিভিন্ন অভিযোগে বিঁধেছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার থেকে অধ্যক্ষ সবাইকে তীব্র কটাক্ষ করেছিলেন তিনি।

এরই জবাব চেয়ে গতকাল দেবাশিসবাবুকে শো-কজ লেটার দিয়েছেন রেজিস্ট্রারার।সেখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানান অপমানকর মন্তব্য করেছেন দেবাশিসবাবু।গত ৫ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নির্দেশিকা জারি করেছিলেন যেখানে বলা হয়েছিল কোন অধ্যাপক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না।সেই নির্দেশিকার অবমাননা করা হয়েছে বলেও চিঠিতে অভিযোগ আনা হয়েছে।সাতদিনের মধ্যে চিঠির জবাব চাওয়া হলেও বুধবারই অধ্যাপক ও গবেষক সংগঠনের পক্ষ থেকে এই চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বিষয়টি নিয়ে দেবাশিসবাবু বলেন,আমাকে শো-কজ চিঠি পাঠানোর এক্তিয়ার নেই রেজিস্ট্রারারের নেই।তবুও তিনি করেছেন।যদিও তিনি চিঠিতে যে অবমাননাকর মন্তব্যের কথা বলেছেন তা আমি করিনি।আমাদের অনুষ্ঠানে বিজেপি সাংসদের আসার কথা শুনে ইচ্ছাকৃত ভাবে অনুষ্ঠান বাতিল করার চক্রান্ত করা হয়েছে।আমরা আজ সংগঠনগতভাবে ওই চিঠির জবাব দিয়েছি।

এই বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারার দুর্লভ সরকারকে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি।

তারক চক্রবর্তী,, রায়গঞ্জ।। Body:abcConclusion:Nva
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.