ETV Bharat / state

দরিদ্র ছাত্রের পাশে দাঁড়াল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় - Raiganj University authorities stood by the distressed students

মাকে সাহায্য করার পাশাপাশি পড়াশোনা করে এ বছরে 91 শতাংশ নম্বর পেয়েছে আশিস । চলতি বছরে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সে ভরতি হয় সে । বিষয়টি জানার পরই কর্তৃপক্ষ সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিয়েছে ।

Raiganj University authorities stood by the distressed students
দুঃস্থ ছাত্রের পাশে দাঁড়ালো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
author img

By

Published : Dec 17, 2020, 3:10 PM IST

রায়গঞ্জ, 17 ডিসেম্বর : এক দুঃস্থ ছাত্রের পাশে দাঁড়াল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ইংরেজি অনার্স বিভাগের আশিস বিশ্বাসের সমস্ত পড়াশুনো ও হোস্টেলের খরচ মকুব করল কর্তৃপক্ষ। আর্থিকভাবে বিপর্যস্ত পেশায় চপ বিক্রেতা ওই ছাত্রের মা রিনা বিশ্বাস ছেলের ভবিষ্যতের জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন । যদিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আর্থিক ভাবে পিছিয়ে থাকা বহু ছাত্রছাত্রীকে এর আগেও তারা সাহায্য করেছে । আগামীতেও মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে যে কোনও ধরনের সাহায্য তারা করবে ।

জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাসিন্দা রিনা দেবী তার দুই ছেলেকে নিয়ে দীর্ঘ প্রায় চার-পাঁচ বছর ধরে চপের ব্যবসা করছেন । প্রায় 10 বছর আগে তার স্বামী পেশায় সিকিউরিটি কোম্পানির কর্মী মারা গেছেন । তারপর থেকেই দুই ছেলেকে মানুষ করার জন্য রিনা দেবী নিজের বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে রোজ চপ বিক্রি করতে যান ৷ সে-ভাবেই সংসার চালান তিনি । আশিস ও তার ভাই এই কাজে সাহায্য করেন । মাকে সাহায্য করার পাশাপাশি পড়াশোনা করে এ বছরে 91 শতাংশ নম্বর পেয়েছে আশিস । চলতি বছরে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সে ভরতি হয় সে । বিষয়টি জানার পরই কর্তৃপক্ষ সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিয়েছে ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, " আমরা যখন জানতে পারি আর্থিকভাবে পিছিয়ে পড়া ওই ছাত্রের পড়াশোনার ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে ৷ তারপরই আমরা ঠিক করি ওর পড়াশুনার যাবতীয় খরচ এবং হোস্টেলের ভাড়া আমরা বহন করব । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাঁর বইপত্র দেওয়ার আশ্বাস দিয়েছেন । আমরা চাই এই ধরনের মেধাবী ছেলেরা উপরে উঠে আসুক । " আশিসের মা রিনা দেবী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ছেলের জন্য যা সাহায্য করল তা কখনওই ভুলবো না । বড় হয়ে আইএএস অফিসার হতে চায় আশিস ।

রায়গঞ্জ, 17 ডিসেম্বর : এক দুঃস্থ ছাত্রের পাশে দাঁড়াল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ইংরেজি অনার্স বিভাগের আশিস বিশ্বাসের সমস্ত পড়াশুনো ও হোস্টেলের খরচ মকুব করল কর্তৃপক্ষ। আর্থিকভাবে বিপর্যস্ত পেশায় চপ বিক্রেতা ওই ছাত্রের মা রিনা বিশ্বাস ছেলের ভবিষ্যতের জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন । যদিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আর্থিক ভাবে পিছিয়ে থাকা বহু ছাত্রছাত্রীকে এর আগেও তারা সাহায্য করেছে । আগামীতেও মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে যে কোনও ধরনের সাহায্য তারা করবে ।

জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাসিন্দা রিনা দেবী তার দুই ছেলেকে নিয়ে দীর্ঘ প্রায় চার-পাঁচ বছর ধরে চপের ব্যবসা করছেন । প্রায় 10 বছর আগে তার স্বামী পেশায় সিকিউরিটি কোম্পানির কর্মী মারা গেছেন । তারপর থেকেই দুই ছেলেকে মানুষ করার জন্য রিনা দেবী নিজের বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে রোজ চপ বিক্রি করতে যান ৷ সে-ভাবেই সংসার চালান তিনি । আশিস ও তার ভাই এই কাজে সাহায্য করেন । মাকে সাহায্য করার পাশাপাশি পড়াশোনা করে এ বছরে 91 শতাংশ নম্বর পেয়েছে আশিস । চলতি বছরে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সে ভরতি হয় সে । বিষয়টি জানার পরই কর্তৃপক্ষ সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিয়েছে ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, " আমরা যখন জানতে পারি আর্থিকভাবে পিছিয়ে পড়া ওই ছাত্রের পড়াশোনার ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে ৷ তারপরই আমরা ঠিক করি ওর পড়াশুনার যাবতীয় খরচ এবং হোস্টেলের ভাড়া আমরা বহন করব । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাঁর বইপত্র দেওয়ার আশ্বাস দিয়েছেন । আমরা চাই এই ধরনের মেধাবী ছেলেরা উপরে উঠে আসুক । " আশিসের মা রিনা দেবী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ছেলের জন্য যা সাহায্য করল তা কখনওই ভুলবো না । বড় হয়ে আইএএস অফিসার হতে চায় আশিস ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.