রায়গঞ্জ, 4 ডিসেম্বর: রাতে গতির বলি হন অনকেই ৷ আর তার উপর শীতের রাতে থাকে কুয়াশার মাত্রা অনেক বেশি ৷ ঠান্ডা বেশি হলে শরীরও কাবু হয়ে যায় তাড়াতাড়ি ৷ তবে বেশিরভার দূরপাল্লার গাড়ি থেকে মালবোঝাই ট্রাকগুলি যাতায়াত করে রাত্রেই ৷
তাই এবার গভীর রাতে দূরপাল্লার গাড়ি চালকদের দুর্ঘটনার বিষয়ে সচেতন করল রায়গঞ্জ ট্রাফিক পুলিশ (Raiganj traffic police aware lorry drivers) । শনিবার রাতে সেই চিত্রই দেখা গেল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় । চালকদের ঘুম কাটাতে চোখমুখ ধোয়ার জন্য জলও দেওয়া হয় । খুব ঘুম পেলে নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেওয়া হয় (Road Awareness) । ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালকরা ।
আরও পড়ুন: ফের রাতের অন্ধকারে গতির বলি তিন, আহত এক
প্রসঙ্গত, মাঝেমধ্যেই গভীর রাতে দুর্ঘটনার কবলে পরতে দেখা যায় যাত্রীবাহী কিংবা মালবাহী গাড়ি চালকদের । সেক্ষেত্রে অনেকেরই প্রানহানির ঘটনা ঘটে । ট্রাফিক পুলিশের দাবি, গভীর রাতে গাড়ি চালানোর সময় চালকদের মধ্যে ঘুমের রেশ এসে যায় । আর তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরেন তারা । তাই রাতে রায়গঞ্জে দূরপাল্লার গাড়ি চালকদের থামিয়ে তাদের সতর্ক করা হয় ।