ETV Bharat / state

Raiganj Teacher Beats Student : বুকে-পিঠে কিল শিক্ষকের ! শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ষষ্ঠ শ্রেণির ছাত্র - শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ষষ্ঠ শ্রেণির ছাত্র

রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে (A Teacher Beats Student ) ৷ ঘটনায় এলাকা ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে ৷

A Teacher Beats Student
ষষ্ঠ শ্রেনির ছাত্রকে মারধরের অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে
author img

By

Published : Mar 24, 2022, 10:02 PM IST

রায়গঞ্জ, 24 মার্চ : বিতর্ক যেন পিছু ছাড়ছে না রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের (Raiganj Teacher Beats Student) । এবার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে ৷ গুরুতর আহত অবস্থায় ও শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে ।

আহত ছাত্রের নাম দীপ দাস । জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে যায় দীপ ৷ অভিযোগ, ক্লাসে পড়া না পারায় এক শিক্ষক দীপের বুকে পিঠে কিল, ঘুসি মারে । কিছুক্ষণের মধ্যেই বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় ওই ছাত্রের । স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন । ছাত্রের বাবা দীপক দাস বলেন, "হাসপাতাল থেকে স্কুলের প্রধান শিক্ষক ফোন করে ছেলের অসুস্থতার খবর দেন । এখানে এসে জানতে পারি পরিবেশ বিদ্যার ক্লাস চলাকালীন পড়া না পারায় এক শিক্ষক দীপকে মারধর করেছেন ৷ তাতেই আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে ৷"

ছাত্র পেটানোর অভিযোগে উত্তাল রায়গঞ্জের করোনেশন হাইস্কুল

এই বিষয়ে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন, "বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । যদিও ওই ছাত্রকে কোন শিক্ষক এভাবে মারধর করলেন তা চিহ্নিত করা যায়নি ।" করোনা আবহের পর স্কুল চালু হতেই রায়গঞ্জ করোনেশন হাইস্কুল আবারও খবরের শিরোনামে । কয়েকদিন আগেই এক শিক্ষিকাকে একবছর ধরে স্কুলে যোগদান না করানোয় উচ্চ আদালতের এজলাসে উঠতে হয় স্কুলের প্রধান শিক্ষককে । এবার স্কুলের ক্লাস চালু হতেই ছাত্র পেটানোর অভিযোগে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ করোনেশন হাইস্কুল । ছাত্রের পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : পড়াশোনায় অমনযোগী, বকাবকি করাতে খুদে বাধাল এক কাণ্ড

রায়গঞ্জ, 24 মার্চ : বিতর্ক যেন পিছু ছাড়ছে না রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের (Raiganj Teacher Beats Student) । এবার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে ৷ গুরুতর আহত অবস্থায় ও শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে ।

আহত ছাত্রের নাম দীপ দাস । জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে যায় দীপ ৷ অভিযোগ, ক্লাসে পড়া না পারায় এক শিক্ষক দীপের বুকে পিঠে কিল, ঘুসি মারে । কিছুক্ষণের মধ্যেই বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয় ওই ছাত্রের । স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন । ছাত্রের বাবা দীপক দাস বলেন, "হাসপাতাল থেকে স্কুলের প্রধান শিক্ষক ফোন করে ছেলের অসুস্থতার খবর দেন । এখানে এসে জানতে পারি পরিবেশ বিদ্যার ক্লাস চলাকালীন পড়া না পারায় এক শিক্ষক দীপকে মারধর করেছেন ৷ তাতেই আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে ৷"

ছাত্র পেটানোর অভিযোগে উত্তাল রায়গঞ্জের করোনেশন হাইস্কুল

এই বিষয়ে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন, "বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । যদিও ওই ছাত্রকে কোন শিক্ষক এভাবে মারধর করলেন তা চিহ্নিত করা যায়নি ।" করোনা আবহের পর স্কুল চালু হতেই রায়গঞ্জ করোনেশন হাইস্কুল আবারও খবরের শিরোনামে । কয়েকদিন আগেই এক শিক্ষিকাকে একবছর ধরে স্কুলে যোগদান না করানোয় উচ্চ আদালতের এজলাসে উঠতে হয় স্কুলের প্রধান শিক্ষককে । এবার স্কুলের ক্লাস চালু হতেই ছাত্র পেটানোর অভিযোগে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ করোনেশন হাইস্কুল । ছাত্রের পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : পড়াশোনায় অমনযোগী, বকাবকি করাতে খুদে বাধাল এক কাণ্ড

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.