রায়গঞ্জ, 15 মে : রাজ্য সরকার বিধিনিষেধে আরও কড়াকড়ি করতেই প্রচারে বেড়িয়ে পড়ল রায়গঞ্জ থানার পুলিশ । রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে এক পুলিশ বাহিনী রায়গঞ্জ শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায় মাইকিং করে ৷ করোনার নতুন বিধি মেনে চলার জন্য প্রচার করলেন তাঁরা ৷
আইসি সুরজ থাপা নিজে মাইকিং করে ব্যবসায়ী, দোকানদার থেকে শুরু করে অটো, টোটোচালকদের সচেতন করেন ৷ যানবাহন চলাচল যাতে না করে এবং সাধারন মানুষ যাতে রাজ্য সরকারের এই নির্দেশ পালন করে তার প্রচার চালালেন ।
16 মে অর্থাৎ রবিবার থেকে রাজ্যে করোনা সংক্রান্ত একগুচ্ছ কড়াকড়ি করা হয়েছে ৷ শনিবার নবান্ন থেকে এই ঘোষনা করেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত বাজার ও মুদিখানার দোকান খোলা রাখা যাবে । সরকারি ও বেসরকারি অফিস, যানবাহন বন্ধ করার কথা ঘোষনা করা হয়েছে ।