ETV Bharat / state

লকডাউনে মনোবল বাড়াতে মনীষীদের বাণী লেখা ফ্লেক্স রায়গঞ্জ পৌরসভার

author img

By

Published : Apr 29, 2020, 7:40 PM IST

রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় । রেল গুমটি থেকে শুরু করে বিদ্রোহী মোড় , কলেজপাড়া , হাসপাতালে সামনে সহ শহরের প্রায় প্রত্যেকটি জায়গাতেই 200 টি ফ্লেক্স লাগানো হয়েছে । লকডাউনের সময় প্রয়োজনে বাইরে আসা মানুষদের মনোবল বাড়াতে রায়গঞ্জ শহর জুড়ে তারা এই ফ্লেক্স লাগিয়েছে ৷

Raiganj
রায়গঞ্জ

রায়গঞ্জ , 29 এপ্রিল : লকডাউনের সময় প্রয়োজনে বাইরে আসা মানুষদের মনোবল বাড়াতে রায়গঞ্জ শহর জুড়ে মনীষীদের বাণী লেখা ফ্লেক্স লাগাল রায়গঞ্জ পৌরসভা । রবীন্দ্রনাথ ঠাকুর , স্বামী বিবেকানন্দ , সারদা দেবীর বিভিন্ন বাণী লেখা ফ্লেক্সগুলি শহরের রাজপথের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টাঙিয়ে দেওয়া হয়েছে । আসা-যাওয়ার পথে যাতে সেগুলি খুব সহজেই মানুষের নজরে পড়ে , সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে । লকডাউনের মধ্যে এইভাবে মনীষীদের বাণী শহরময় লাগিয়ে দেওয়ার এমন ঘটনা রাজ্যে বিরল বলে দাবি করেছেন রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । শুধুমাত্র মনীষীদের বাণী নয় পৌরসভার তরফে ব্যবসায়ীদের সৎভাবে মানুষকে জিনিস সরবরাহ করার জন্য শুভেচ্ছা বার্তাও ফ্লেক্স হিসেবে টাঙানো হয়েছে ।

রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় । রেল গুমটি থেকে শুরু করে বিদ্রোহী মোড় , কলেজপাড়া , হাসপাতালের সামনে সহ শহরের প্রায় প্রত্যেকটি জায়গাতেই 200 টি ফ্লেক্স লাগানো হয়েছে । সবটাই নিজেদের খরচে করেছে রায়গঞ্জ পৌরসভা । কোথাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।" লাগানো হয়েছে । আবার কোথাও মা সারদার বাণী "বিধির সাধ্য নাই যে আমার সন্তানদের রসাতলে ফেলে" লাগানো হয়েছে । আবার স্বামী বিবেকানন্দর কথা "জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা" লেখা ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয়েছে ।

এর পাশাপাশি এই বিপদের সময়ে সৎভাবে সঠিক দামে যে সকল ব্যবসায়ীরা মানুষকে বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করছেন তাদের শুভেচ্ছা জানিয়ে রায়গঞ্জ পৌরসভা থেকে শুভেচ্ছা বার্তা ফ্লেক্স হিসেবে লাগানো হয়েছে । পৌরসভার দাবি , বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে আসা সাধারণ মানুষ এই সকল বার্তা গুলিকে দেখে বর্তমানে মনোবল বাড়বে । লকডাউনের কারণে স্বাভাবিক জীবনযাপনের পদ্ধতি বর্তমানে পরিবর্তিত হয়ে গেছে । তাই মানুষের মানসিকভাবে সাহস বৃদ্ধির কারণেই এই পন্থা নিয়েছে রায়গঞ্জ পৌরসভা । মানুষ সঠিকভাবে এগুলি আত্মস্থ করলে তা সকলের জন্য মঙ্গল হবে বলেই মনে করছেন রায়গঞ্জ পৌরসভার আধিকারিকরা ।

এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, "পৌরসভার তরফ থেকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসিকভাবে তাদের শক্তি প্রদান করার জন্যই শহরজুড়ে বিভিন্ন মনীষীদের বাণী সম্বলিত ফ্লেক্স লাগিয়েছি । এই সকল ফ্লেক্সগুলিতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসিকভাবে তাঁরা অনেকটাই শক্ত হবে বলে মনে করা হচ্ছে । শহরজুড়ে মোট 200 টি ফ্লেক্স লাগানো হয়েছে । এর পাশাপাশি রায়গঞ্জ পৌরসভা সমস্ত স্তরের ব্যবসায়ীরা যাঁরা সৎভাবে এই কঠিন সময়ে মানুষের জন্য সামগ্রী বিক্রি করছেন তাঁদেরও শুভেচ্ছা দেওয়া হয়েছে ।

রায়গঞ্জ , 29 এপ্রিল : লকডাউনের সময় প্রয়োজনে বাইরে আসা মানুষদের মনোবল বাড়াতে রায়গঞ্জ শহর জুড়ে মনীষীদের বাণী লেখা ফ্লেক্স লাগাল রায়গঞ্জ পৌরসভা । রবীন্দ্রনাথ ঠাকুর , স্বামী বিবেকানন্দ , সারদা দেবীর বিভিন্ন বাণী লেখা ফ্লেক্সগুলি শহরের রাজপথের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টাঙিয়ে দেওয়া হয়েছে । আসা-যাওয়ার পথে যাতে সেগুলি খুব সহজেই মানুষের নজরে পড়ে , সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে । লকডাউনের মধ্যে এইভাবে মনীষীদের বাণী শহরময় লাগিয়ে দেওয়ার এমন ঘটনা রাজ্যে বিরল বলে দাবি করেছেন রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । শুধুমাত্র মনীষীদের বাণী নয় পৌরসভার তরফে ব্যবসায়ীদের সৎভাবে মানুষকে জিনিস সরবরাহ করার জন্য শুভেচ্ছা বার্তাও ফ্লেক্স হিসেবে টাঙানো হয়েছে ।

রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় থেকে শুরু করে শিলিগুড়ি মোড় । রেল গুমটি থেকে শুরু করে বিদ্রোহী মোড় , কলেজপাড়া , হাসপাতালের সামনে সহ শহরের প্রায় প্রত্যেকটি জায়গাতেই 200 টি ফ্লেক্স লাগানো হয়েছে । সবটাই নিজেদের খরচে করেছে রায়গঞ্জ পৌরসভা । কোথাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।" লাগানো হয়েছে । আবার কোথাও মা সারদার বাণী "বিধির সাধ্য নাই যে আমার সন্তানদের রসাতলে ফেলে" লাগানো হয়েছে । আবার স্বামী বিবেকানন্দর কথা "জনসাধারণকে শিক্ষিত করা এবং তাহাদিগকে উন্নত করাই জাতীয় জীবন গঠনের পন্থা" লেখা ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয়েছে ।

এর পাশাপাশি এই বিপদের সময়ে সৎভাবে সঠিক দামে যে সকল ব্যবসায়ীরা মানুষকে বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করছেন তাদের শুভেচ্ছা জানিয়ে রায়গঞ্জ পৌরসভা থেকে শুভেচ্ছা বার্তা ফ্লেক্স হিসেবে লাগানো হয়েছে । পৌরসভার দাবি , বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে আসা সাধারণ মানুষ এই সকল বার্তা গুলিকে দেখে বর্তমানে মনোবল বাড়বে । লকডাউনের কারণে স্বাভাবিক জীবনযাপনের পদ্ধতি বর্তমানে পরিবর্তিত হয়ে গেছে । তাই মানুষের মানসিকভাবে সাহস বৃদ্ধির কারণেই এই পন্থা নিয়েছে রায়গঞ্জ পৌরসভা । মানুষ সঠিকভাবে এগুলি আত্মস্থ করলে তা সকলের জন্য মঙ্গল হবে বলেই মনে করছেন রায়গঞ্জ পৌরসভার আধিকারিকরা ।

এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, "পৌরসভার তরফ থেকে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসিকভাবে তাদের শক্তি প্রদান করার জন্যই শহরজুড়ে বিভিন্ন মনীষীদের বাণী সম্বলিত ফ্লেক্স লাগিয়েছি । এই সকল ফ্লেক্সগুলিতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানসিকভাবে তাঁরা অনেকটাই শক্ত হবে বলে মনে করা হচ্ছে । শহরজুড়ে মোট 200 টি ফ্লেক্স লাগানো হয়েছে । এর পাশাপাশি রায়গঞ্জ পৌরসভা সমস্ত স্তরের ব্যবসায়ীরা যাঁরা সৎভাবে এই কঠিন সময়ে মানুষের জন্য সামগ্রী বিক্রি করছেন তাঁদেরও শুভেচ্ছা দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.