রায়গঞ্জ, 20 মে : করোনা চোখ রাঙিয়ে চলেছে ৷ দৈনিক সংক্রমিতের সঙ্গে মৃতের সংখ্যা বাড়ছে দিন দিন ৷ কার্যত লকডাউন চলছে রায়গঞ্জ পৌরসভা এলাকায় ৷ এই অতিমারিতে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছানোর মতো মানবিক কাজে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভার আধিকারিকবৃন্দ ৷ আর তাঁদের এই নয়া প্রকল্পের নাম দিয়েছেন 'মমতার স্পর্শ' ৷
গত বছরের পর এবছর করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে ৷ জেলায় সংকটজনক পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বিগ্ন রায়গঞ্জ পৌরসভা ৷ তাই পৌর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকারের নেতৃত্বে চালু হল 'মমতার স্পর্শ' প্রকল্প ৷ গতকাল 103 জনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে ৷ শুধু খাদ্যসামগ্রী নয়, এর সঙ্গে বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধ ৷
আরও পড়ুন : প্রথমবার রাজ্যে দৈনিক মৃত্যু পেরোল দেড়শো, স্বস্তি সুস্থতার হারে
জনসচেতনতার পাশাপাশি আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা, বিভিন্ন এলাকা স্যানিটাইজ় করার মতো বিভিন্ন মানবিক কল্যাণমূলক কাজে নিযুক্ত রয়েছেন পৌর আধিকারিকবৃন্দ ৷ এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, "ইতিমধ্যে রায়গঞ্জের 27টি ওয়ার্ডের করোনা আক্রান্তদের খাবার পৌঁছে দেওয়া হয়েছে ৷ সকাল-দুপুর-রাতের খাবার তুলে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে ৷ পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হবে ৷"
ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার বলেন, "করোনায় আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হচ্ছে ৷ মৃত্যু হয়েছে পৌরসভার অনেক কর্মীরও ৷ এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি ৷ পরিস্থিতি যে দিকে এগোবে আমরা সেই মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করব ৷ আপাতত 103 জনের খাদ্যসামগ্রী দিয়ে এই প্রকল্প শুরু করা হয়েছে ৷"