ETV Bharat / state

20 জন যাত্রী নিয়ে নামবে না বাস, জানিয়ে দিল রায়গঞ্জ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন - bus

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো 20জন যাত্রী নিয়ে রাস্তায় বাস নামানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রায়গঞ্জ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন । কারণ হিসেবে মালিকপক্ষের আরও লোকসান হওয়ার কথা বলা হয়েছে ।

aa
রায়গঞ্জ
author img

By

Published : Apr 30, 2020, 4:50 PM IST

রায়গঞ্জ, 30 এপ্রিল: 20 জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামবে না । সাফ জানিয়ে দিল রায়গঞ্জ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন । অ্যাসোসিয়েশনের দাবি কার্যত মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC । সংগঠনের জেলা সভাপতির কথায়, "তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত কার্যকরী করা হবে না ।" দুই পক্ষের আলোচনাতেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

কোরোনা সংক্রমণ রোধে পশ্চিমবঙ্গসহ সারা দেশজুড়ে লকডাউন চলছে । উত্তর দিনাজপুর জেলা গ্রিন জ়োনের আওতায় থাকায় আগামী সোমবার থেকে যাত্রীবাহী বাস চলাচলসহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার । গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাস চলাচলে ছাড় দেওয়া হলেও বাসে 20 জনের বেশি যাত্রী বহন করা যাবে না । বাস মালিকদের আপত্তি সেখানেই ।

রায়গঞ্জ মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, "রায়গঞ্জ থেকে 20 জন যাত্রী নিয়ে বাস রাস্তায় নামলে বাস মালিকদের আরও ক্ষতির মুখে পড়তে হবে । লকডাউনের কারণে বাস মালিকরা এমনিতেই চরম ক্ষতির মুখে পড়ছেন । সরকারিভাবে এই সিদ্ধান্ত কার্যকর করতে চাইলে তাঁদের আরও ক্ষতি হবে । তাই সাংগঠনিকভাবে বাস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

মালিক সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, জনগণের কথা ভেবে রাস্তায় বাস নামাতে চাইলে আগে সরকারের তরফে বাসগুলি অধিগ্রহণ করা হোক । সরকার বাস অধিগ্রহণ করলে মালিকরা প্রতিদিন 1910 টাকা করে পাবেন । এই টাকা পেলে বাস রাস্তায় নামাতে মালিকপক্ষের আপত্তি থাকবে না ।

INTTUC-র জেলা সভাপতি অরিন্দম সরকার মালিকপক্ষের দাবির প্রতি সহমত পোষণ করেছেন । বলেন, "বাস রাস্তায় নামলে শ্রমিকরা এই পরিস্থিতি থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন । কিন্তু এক্ষেত্রে মালিকপক্ষের ক্ষতি হলে তাঁরা কখনওই বাস নামাতে রাজি হবেন না । বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত কার্যকর করা যাবে না ।"

রায়গঞ্জ, 30 এপ্রিল: 20 জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামবে না । সাফ জানিয়ে দিল রায়গঞ্জ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন । অ্যাসোসিয়েশনের দাবি কার্যত মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC । সংগঠনের জেলা সভাপতির কথায়, "তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত কার্যকরী করা হবে না ।" দুই পক্ষের আলোচনাতেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

কোরোনা সংক্রমণ রোধে পশ্চিমবঙ্গসহ সারা দেশজুড়ে লকডাউন চলছে । উত্তর দিনাজপুর জেলা গ্রিন জ়োনের আওতায় থাকায় আগামী সোমবার থেকে যাত্রীবাহী বাস চলাচলসহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার । গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাস চলাচলে ছাড় দেওয়া হলেও বাসে 20 জনের বেশি যাত্রী বহন করা যাবে না । বাস মালিকদের আপত্তি সেখানেই ।

রায়গঞ্জ মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, "রায়গঞ্জ থেকে 20 জন যাত্রী নিয়ে বাস রাস্তায় নামলে বাস মালিকদের আরও ক্ষতির মুখে পড়তে হবে । লকডাউনের কারণে বাস মালিকরা এমনিতেই চরম ক্ষতির মুখে পড়ছেন । সরকারিভাবে এই সিদ্ধান্ত কার্যকর করতে চাইলে তাঁদের আরও ক্ষতি হবে । তাই সাংগঠনিকভাবে বাস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

মালিক সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, জনগণের কথা ভেবে রাস্তায় বাস নামাতে চাইলে আগে সরকারের তরফে বাসগুলি অধিগ্রহণ করা হোক । সরকার বাস অধিগ্রহণ করলে মালিকরা প্রতিদিন 1910 টাকা করে পাবেন । এই টাকা পেলে বাস রাস্তায় নামাতে মালিকপক্ষের আপত্তি থাকবে না ।

INTTUC-র জেলা সভাপতি অরিন্দম সরকার মালিকপক্ষের দাবির প্রতি সহমত পোষণ করেছেন । বলেন, "বাস রাস্তায় নামলে শ্রমিকরা এই পরিস্থিতি থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন । কিন্তু এক্ষেত্রে মালিকপক্ষের ক্ষতি হলে তাঁরা কখনওই বাস নামাতে রাজি হবেন না । বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত কার্যকর করা যাবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.