রায়গঞ্জ, 23 মে: লকডাউনের কারণে দুমাস কোনও ব্যবসা নেই। এর মধ্যে শহরে ব্যস্ত রাস্তায় ভিড় কমাতে ও একটি বাসস্টপ নির্মাণের পরিকল্পনায় রাস্তার পাশের ফল ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ প্রশাসন। যা জানার পর আত্মহত্যার হুমকি দিচ্ছেন ব্যবসায়ীরা। ফল ব্যবসায়ীদের বক্তব্য, এতদিন ধরে ব্যবসা নেই। এবার এমন সিদ্ধন্ত নিলে আত্মহত্যা করব আমরা। যার দায় এড়াতে পারবে না প্রশাসন।
রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মোহনবাটি বাজার। সেখানকার নেতাজি সুভাষ রোডের যানজট এড়াতেই শনিবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করল রায়গঞ্জ পৌর কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছে, রাস্তার ধারের ফল ব্যবসায়ীদের সরিয়ে সুপার মার্কেটে পুনর্বাসন দেওয়া হবে। যেহেতু এই এলাকায় একটি বাসস্টপ নির্মাণের পরিকল্পনাও রয়েছে প্রশাসন। জনাকীর্ণ মোহনবাটি বাজার এলাকায় ফল ব্যবসায়ীদের সুপার মার্কেটে পুনর্বাসন দিয়ে রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করাও উদ্দেশ্য। পাশাপাশি হবে সৌন্দর্যায়নের কাজ। ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়েছে। শনিবার মোহনবাটি এলাকা পরিদর্শনে যান রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস, উপ পৌরপ্রধান অরিন্দম সরকার সহ বেশ কয়েকজন পৌর প্রতিনিধি। সঙ্গে ছিলেন রায়গঞ্জ থানার IC সুরজ থাপা। যদিও তাঁদের অন্যত্র সরিয়ে পুনর্বাসনের কথা জেনে ফল ব্যবসায়ীরা প্রশাসনকে আত্মহত্যার হুমকি দিলেন।
পৌরপ্রধান সন্দীপ বিশ্বাস বলেন, এখানে রাস্তার ধারে থাকা ফল ব্যবসায়ী সহ অন্য দোকানদারদের অন্যত্র সরানো হবে। তাঁদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট জায়গায় যেতে অনুরোধ করছি।
যদিও হীরা পাসমান নামে এক ফল ব্যবসায়ী বলেন, দুমাস লকডাউনের কারণে ব্যবসা নেই। এই অবস্থায় আমরা তিন দিনের মধ্যে উঠব না। জোর করে উঠিয়ে দিলে রাস্তায় আত্মহত্যা করব। দোষ হবে পৌর প্রশাসনের। ওঠাতে হলে রায়গঞ্জ শহরের সমস্ত দোকানকে ওঠাতে হবে।