ETV Bharat / state

Ancient Coin Collection: কুষাণ থেকে রানি ভিক্টোরিয়ার যুগের মুদ্রা, সন্ধান মিলবে রায়গঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষকের সংগ্রহশালায় - Raiganj former teacher collects Ancient Coin

কয়েক হাজার বছরের পুরনো মুদ্রা সংগ্রহ করে নিজের কাছে রেখেছেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক ৷ তাঁর বাড়িতে সংগ্রহশালায় জায়গা পেয়েছে সেগুলি ৷ দেখতে যেতে পারেন আপনিও ৷ কোথায় রয়েছে সেই সংগ্রহশালা জেনে নিন ৷

Coin Collection
বৃন্দাবন ঘোষ
author img

By

Published : May 31, 2023, 5:42 PM IST

বহু পুরনো মুদ্রা নিয়ে সংগ্রহশালা রায়গঞ্জে

রায়গঞ্জ, 31 মে: পেশায় তিনি শিক্ষক ৷ এখন যদিও অবসর নিয়েছেন ৷ তবে নেশা তাঁর ইতিহাস অনুসন্ধান ৷ অর্থাৎ, পুরনো দিনের কয়েন বা মুদ্রা সংগ্রহ ৷ দীর্ঘ 26 বছর ধরে এই কাজ করছেন রায়গঞ্জের কর্ণজোড়ার বোগ্রামের বাসিন্দা বৃন্দাবন ঘোষ । তাঁর সংগ্রহে ইতিমধ্যে রয়েছে কুষাণ যুগ থেকে সুলতানি আমলের রুপো ও তামার মদ্রা ৷ এসব মুদ্রাগুলির কোনওটার বয়স প্রায় 2 হাজার বছর, তো আবার কোনওটা প্রায় 800 বছর বা তার পুরনো ।

ইতিহাসের সন্ধানে দীর্ঘদিন ধরে ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছেন রায়গঞ্জের বিশিষ্ট ইতিহাসবিদ তথা বৃন্দাবন ঘোষ । তাঁর পৈতৃক বাড়ি বীরভূম জেলাতে । তিনি একজন কৃষক ঘরের ছেলে । চাকরি পাওয়ার আগে তিনি পৈতৃক জমিতে চাষাবাদ করতেন । 1989 সালে রায়গঞ্জের কর্ণজোড়া হাই স্কুলে কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে যোগ দেন তিনি । বর্তমানে কর্মসূত্রে তিনি এখন রায়গঞ্জেরই বাসিন্দা । 2018 সালে চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন ।

1997 সালে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন খুঁজে পান বৃন্দাবন । তখন থেকেই তাঁর ইতিহাস খোঁজার যাত্রা শুরু । উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক পুরোনোর যুগের রুপো ও তামার মুদ্রা সংগ্রহ করতে থাকেন তিনি । বর্তমানে রায়গঞ্জের বোগ্রাম এলাকায় তাঁর বাড়ি যেন ইতিহাসের সংগ্রহশালায় পরিণত হয়েছে । বিভিন্ন সময়ের নানান নিদর্শন স্থান পেয়েছে তাঁর এই সংগ্রহশালায় ।

Coin Collection
পুরনো মুদ্রা সংগ্রহ নেশা বৃন্দাবন ঘোষের

যার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রাচীন আমলের মুদ্রা বা কয়েন । কী নেই তাঁর সংগ্রহশালায়, কুষাণ যুগ থেকে শুরু করে সুলতানি আমল থেকে রানি ভিক্টোরিয়া। বিভিন্ন সময়ের রুপো ও তামার মুদ্রা রয়েছে তাঁর বাড়িতে। সবগুলিই নিজের ব্যক্তিগত সংগ্রহের ফসল । তিনি সমস্ত মুদ্রা সংগ্রহ করে রেখেছেন। মূলত উত্তর দিনাজপুর জেলার ইতিহাস উন্মোচনে তাঁর বিশেষ অবদান রয়েছে । বেশ কিছু ঐতিহাসিক বইও তিনি লিখে ফেলেছেন এরই মধ্যে।

Coin Collection
বিভিন্ন মূল্যবান মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহে

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মাটির নিচ থেকে উদ্ধার ব্রিটিশ আমলের রুপোর মুদ্রা ও গয়না

অবসরপ্রাপ্ত শিক্ষক বৃন্দাবন ঘোষ জানিয়েছেন, এ জেলা প্রত্নসম্পদ তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে । যার মধ্যে মুদ্রার প্রতি তাঁর টান সবচেয়ে বেশি ছিল । কেন না মুদ্রা থেকে সমকালীন বহু তথ্য পাওয়া যায় । ছুটির দিনগুলিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে ঘুরে এই সমস্ত মুদ্রা সংগ্রহ করেন তিনি । যা দেখতে বহু ইতিহাসপ্রেমী ছুটে আসেন তাঁর সংগ্রহশালায়। এছাড়াও বহু গবেষকও আসেন এই সংগ্রহশালাতে তাঁর নিদর্শনগুলি উপলব্ধি করতে । এর থেকে উপকৃত হন সকলেই । আর এখানেই সার্থক তাঁর প্রচেষ্টা বলে জানান রায়গঞ্জের এই বিশিষ্ট ইতিহাসবিদ ।

বহু পুরনো মুদ্রা নিয়ে সংগ্রহশালা রায়গঞ্জে

রায়গঞ্জ, 31 মে: পেশায় তিনি শিক্ষক ৷ এখন যদিও অবসর নিয়েছেন ৷ তবে নেশা তাঁর ইতিহাস অনুসন্ধান ৷ অর্থাৎ, পুরনো দিনের কয়েন বা মুদ্রা সংগ্রহ ৷ দীর্ঘ 26 বছর ধরে এই কাজ করছেন রায়গঞ্জের কর্ণজোড়ার বোগ্রামের বাসিন্দা বৃন্দাবন ঘোষ । তাঁর সংগ্রহে ইতিমধ্যে রয়েছে কুষাণ যুগ থেকে সুলতানি আমলের রুপো ও তামার মদ্রা ৷ এসব মুদ্রাগুলির কোনওটার বয়স প্রায় 2 হাজার বছর, তো আবার কোনওটা প্রায় 800 বছর বা তার পুরনো ।

ইতিহাসের সন্ধানে দীর্ঘদিন ধরে ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছেন রায়গঞ্জের বিশিষ্ট ইতিহাসবিদ তথা বৃন্দাবন ঘোষ । তাঁর পৈতৃক বাড়ি বীরভূম জেলাতে । তিনি একজন কৃষক ঘরের ছেলে । চাকরি পাওয়ার আগে তিনি পৈতৃক জমিতে চাষাবাদ করতেন । 1989 সালে রায়গঞ্জের কর্ণজোড়া হাই স্কুলে কর্মশিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে যোগ দেন তিনি । বর্তমানে কর্মসূত্রে তিনি এখন রায়গঞ্জেরই বাসিন্দা । 2018 সালে চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন ।

1997 সালে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন খুঁজে পান বৃন্দাবন । তখন থেকেই তাঁর ইতিহাস খোঁজার যাত্রা শুরু । উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক পুরোনোর যুগের রুপো ও তামার মুদ্রা সংগ্রহ করতে থাকেন তিনি । বর্তমানে রায়গঞ্জের বোগ্রাম এলাকায় তাঁর বাড়ি যেন ইতিহাসের সংগ্রহশালায় পরিণত হয়েছে । বিভিন্ন সময়ের নানান নিদর্শন স্থান পেয়েছে তাঁর এই সংগ্রহশালায় ।

Coin Collection
পুরনো মুদ্রা সংগ্রহ নেশা বৃন্দাবন ঘোষের

যার মধ্যে উল্লেখযোগ্য হল, প্রাচীন আমলের মুদ্রা বা কয়েন । কী নেই তাঁর সংগ্রহশালায়, কুষাণ যুগ থেকে শুরু করে সুলতানি আমল থেকে রানি ভিক্টোরিয়া। বিভিন্ন সময়ের রুপো ও তামার মুদ্রা রয়েছে তাঁর বাড়িতে। সবগুলিই নিজের ব্যক্তিগত সংগ্রহের ফসল । তিনি সমস্ত মুদ্রা সংগ্রহ করে রেখেছেন। মূলত উত্তর দিনাজপুর জেলার ইতিহাস উন্মোচনে তাঁর বিশেষ অবদান রয়েছে । বেশ কিছু ঐতিহাসিক বইও তিনি লিখে ফেলেছেন এরই মধ্যে।

Coin Collection
বিভিন্ন মূল্যবান মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহে

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মাটির নিচ থেকে উদ্ধার ব্রিটিশ আমলের রুপোর মুদ্রা ও গয়না

অবসরপ্রাপ্ত শিক্ষক বৃন্দাবন ঘোষ জানিয়েছেন, এ জেলা প্রত্নসম্পদ তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে । যার মধ্যে মুদ্রার প্রতি তাঁর টান সবচেয়ে বেশি ছিল । কেন না মুদ্রা থেকে সমকালীন বহু তথ্য পাওয়া যায় । ছুটির দিনগুলিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে ঘুরে এই সমস্ত মুদ্রা সংগ্রহ করেন তিনি । যা দেখতে বহু ইতিহাসপ্রেমী ছুটে আসেন তাঁর সংগ্রহশালায়। এছাড়াও বহু গবেষকও আসেন এই সংগ্রহশালাতে তাঁর নিদর্শনগুলি উপলব্ধি করতে । এর থেকে উপকৃত হন সকলেই । আর এখানেই সার্থক তাঁর প্রচেষ্টা বলে জানান রায়গঞ্জের এই বিশিষ্ট ইতিহাসবিদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.