ETV Bharat / state

Raiganj Block Health Centre on Covid : হাসপাতালে এলেই করোনা পরীক্ষা, কড়া পদক্ষেপ রায়গঞ্জে - Raiganj Block Health Centre on Covid

হাসপাতালে যে কোনও চিকিৎসার জন্য এলেই করতে হবে আরটিপিসিআর টেস্ট ৷ করোনার সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ করল রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র (mandatory covid test for patients in heath centre)৷

Raiganj Block Health Centre on Covid
হাসপাতালে এলেই করোনা পরীক্ষা, কড়া পদক্ষেপ রায়গঞ্জে
author img

By

Published : Jan 12, 2022, 10:42 AM IST

Updated : Jan 12, 2022, 2:17 PM IST

রায়গঞ্জ, 12 জানুয়ারি : করোনা সংক্রমণ প্রতিরোধে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের সকলেরই অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ (mandatory covid test for patients in heath centre )। রায়গঞ্জ ব্লকের মহারাজায় রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী থেকে সাধারন মানুষ সকলেই । দেশে ফের একবার প্রবলভাবে বাড়ছে করোনার সংক্রমণ, ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে 1 লক্ষ 70 হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ রাজ্যের অবস্থাও মোটেই আশাপ্রদ নয় ৷ তাই এবার এই প্রয়োজনীয় উদ্যোগ নিল রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র কতৃপক্ষ ৷

শহরের মানুষ কিছুটা সচেতন হলেও কোভিড নিয়ে গ্রামের মানুষ অনেকটাই অসচেতন । অনেকেই যেমন কোভিড বিধি মানেননা তেমনই মাস্কও ব্যাবহার করেন না । আর সেই কারণেই স্বাস্থ্য আধিকারিকরা এক ঢিলে দুই পাখি মারার মতো গ্রামীন মানুষকে সচেতন করতেই হাসপাতালে আসা সমস্ত রোগীদের অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট করতে শুরু করেছে । একইসঙ্গে পজিটিভ হলে সেই রোগীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আইসোলেশনে । আর নেগেটিভ হলে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্র ।

হাসপাতালে যে কোনও চিকিৎসার জন্য এলেই করতে হবে আরটিপিসিআর টেস্ট, কড়া পদক্ষেপ করল রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র

আরও পড়ুন : সংক্রমণ রুখতে সপ্তাহে তিনদিন দোকান-বাজার বন্ধের নির্দেশ মধ্যমগ্রাম পৌরসভার

শুধু তাই নয়, প্রত্যেকের মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য দফতর । রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আমতাজ আলি বলেন, "গ্রামীন মানুষের করোনা পরীক্ষা করা নিয়ে একটা অনীহা লক্ষ্য করা যায় । ফলে কতজন করোনায় আক্রান্ত তা বোঝা যায়না বা চিহ্নিত করা যায়না । ফলে করোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ে । এর পাশাপাশি গ্রামের মানুষ কোভিড বিধি পালন নিয়ে অনেকটাই অসচেতন । তাদের সচেতন করা এবং সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যেই হাসপাতালে আসা সমস্ত রোগীদের করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফণীভূষণ রায় জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা করাতে আসা সমস্ত রোগীদের করোনা টেস্ট করার ফলে গ্রামের মানুষকে সচেতন করার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধও যথেষ্ট সহজ হবে ।

রায়গঞ্জ, 12 জানুয়ারি : করোনা সংক্রমণ প্রতিরোধে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের সকলেরই অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট শুরু করল হাসপাতাল কর্তৃপক্ষ (mandatory covid test for patients in heath centre )। রায়গঞ্জ ব্লকের মহারাজায় রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী থেকে সাধারন মানুষ সকলেই । দেশে ফের একবার প্রবলভাবে বাড়ছে করোনার সংক্রমণ, ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে 1 লক্ষ 70 হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ রাজ্যের অবস্থাও মোটেই আশাপ্রদ নয় ৷ তাই এবার এই প্রয়োজনীয় উদ্যোগ নিল রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র কতৃপক্ষ ৷

শহরের মানুষ কিছুটা সচেতন হলেও কোভিড নিয়ে গ্রামের মানুষ অনেকটাই অসচেতন । অনেকেই যেমন কোভিড বিধি মানেননা তেমনই মাস্কও ব্যাবহার করেন না । আর সেই কারণেই স্বাস্থ্য আধিকারিকরা এক ঢিলে দুই পাখি মারার মতো গ্রামীন মানুষকে সচেতন করতেই হাসপাতালে আসা সমস্ত রোগীদের অ্যান্টিজেন র‍্যাপিড টেস্ট করতে শুরু করেছে । একইসঙ্গে পজিটিভ হলে সেই রোগীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আইসোলেশনে । আর নেগেটিভ হলে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্র ।

হাসপাতালে যে কোনও চিকিৎসার জন্য এলেই করতে হবে আরটিপিসিআর টেস্ট, কড়া পদক্ষেপ করল রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্র

আরও পড়ুন : সংক্রমণ রুখতে সপ্তাহে তিনদিন দোকান-বাজার বন্ধের নির্দেশ মধ্যমগ্রাম পৌরসভার

শুধু তাই নয়, প্রত্যেকের মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য দফতর । রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আমতাজ আলি বলেন, "গ্রামীন মানুষের করোনা পরীক্ষা করা নিয়ে একটা অনীহা লক্ষ্য করা যায় । ফলে কতজন করোনায় আক্রান্ত তা বোঝা যায়না বা চিহ্নিত করা যায়না । ফলে করোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ে । এর পাশাপাশি গ্রামের মানুষ কোভিড বিধি পালন নিয়ে অনেকটাই অসচেতন । তাদের সচেতন করা এবং সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যেই হাসপাতালে আসা সমস্ত রোগীদের করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফণীভূষণ রায় জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা করাতে আসা সমস্ত রোগীদের করোনা টেস্ট করার ফলে গ্রামের মানুষকে সচেতন করার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধও যথেষ্ট সহজ হবে ।

Last Updated : Jan 12, 2022, 2:17 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.