ETV Bharat / state

CAA ও NRC-র প্রতিবাদে বিক্ষোভ উত্তর দিনাজপুরে - North Dinajpur

পাঞ্জিপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা টায়ার জ্বালিয়ে পাঞ্জিপাড়া সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিক পঞ্জি-র বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান দেয় । বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় ৷

Protests against CAA and NRC in North Dinajpur
CAA ও NRC-র প্রতিবাদে বিক্ষোভ উত্তর দিনাজপুরে
author img

By

Published : Dec 17, 2019, 10:05 PM IST

Updated : Dec 17, 2019, 11:59 PM IST

রায়গঞ্জ, 17 ডিসেম্বর : NRC এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে ৷ সেই তালিকা থেকে উত্তর দিনাজপুর জেলাও বাদ যায়নি ৷ দফায় দফায় বিক্ষোভ চলছে জেলার বিভিন্ন প্রান্তে ৷ মঙ্গলবার ফের বিক্ষোভ হল পাঞ্জিপাড়া এলাকায় ৷

পাঞ্জিপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা টায়ার জ্বালিয়ে পাঞ্জিপাড়া সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিক পঞ্জি-র বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান দেয় । বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় ৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷

CAA ও NRC-র প্রতিবাদে বিক্ষোভ উত্তর দিনাজপুরে

পাঞ্জিপাড়ার পাশাপাশি ইসলামপুর মহকুমার গুঞ্জুরিয়াতেও একই ইশুতে প্রতিবাদে বিক্ষোভ হয় ৷ স্থানীয় বাসিন্দারা সেখানেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ৷

রায়গঞ্জ, 17 ডিসেম্বর : NRC এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে ৷ সেই তালিকা থেকে উত্তর দিনাজপুর জেলাও বাদ যায়নি ৷ দফায় দফায় বিক্ষোভ চলছে জেলার বিভিন্ন প্রান্তে ৷ মঙ্গলবার ফের বিক্ষোভ হল পাঞ্জিপাড়া এলাকায় ৷

পাঞ্জিপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা টায়ার জ্বালিয়ে পাঞ্জিপাড়া সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিক পঞ্জি-র বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান দেয় । বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় ৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷

CAA ও NRC-র প্রতিবাদে বিক্ষোভ উত্তর দিনাজপুরে

পাঞ্জিপাড়ার পাশাপাশি ইসলামপুর মহকুমার গুঞ্জুরিয়াতেও একই ইশুতে প্রতিবাদে বিক্ষোভ হয় ৷ স্থানীয় বাসিন্দারা সেখানেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ৷

Intro:রায়গঞ্জ, ১৬ ডিসেম্বরঃ- দেশজুড়ে সিএএ ও এন আর সি নিয়ে বিক্ষোভ প্রদর্শন চলছে।উত্তর দিনাজপুর জেলার করনদিঘি, চোপড়া,ইসললামপুর এলাকায় চলছে বিক্ষোভ। এরইমধ্যে উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে যাতে কোনো অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে রাতভর নাকা চেকিং করল রায়গঞ্জ থানার পুলিশ।শহরের কসবা মোড় শিলিগুড়ি মোড়,সুভাষগঞ্জ মোড় এলাকায় রীতিমতো দাপিয়ে চেকিং করল পুলিশ।বাদ গেলো না কোনো যানবাহন।ইটিভি ভারতের বিশেষ রিপোর্ট।Body:AkjConclusion:Akj
Last Updated : Dec 17, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.