রায়গঞ্জ, 17 ডিসেম্বর : NRC এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে ৷ সেই তালিকা থেকে উত্তর দিনাজপুর জেলাও বাদ যায়নি ৷ দফায় দফায় বিক্ষোভ চলছে জেলার বিভিন্ন প্রান্তে ৷ মঙ্গলবার ফের বিক্ষোভ হল পাঞ্জিপাড়া এলাকায় ৷
পাঞ্জিপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা টায়ার জ্বালিয়ে পাঞ্জিপাড়া সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন ও জাতীয় নাগরিক পঞ্জি-র বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান দেয় । বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় ৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷
পাঞ্জিপাড়ার পাশাপাশি ইসলামপুর মহকুমার গুঞ্জুরিয়াতেও একই ইশুতে প্রতিবাদে বিক্ষোভ হয় ৷ স্থানীয় বাসিন্দারা সেখানেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ৷