ETV Bharat / state

রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে BJP-র বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি - উত্তর দিনাজপুর জেলার BJP নেতা বরুণ ভট্টাচার্য

আইনের চোখে একজন অপরাধী তৃণমূল কংগ্রেসের নেতা জয়নাল আবেদিনকে রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান করার ও ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা BJP ।

রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে BJP-র বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি
রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে BJP-র বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি
author img

By

Published : Oct 9, 2020, 10:54 PM IST

রায়গঞ্জ, 9 অক্টোবর : রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সদর কার্যালয়ে ঘেরাও বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা BJP । তাদের অভিযোগ, রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে একজন অপরাধীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে । প্রায় পাঁচ কোটি টাকা অবৈধভাবে লেনদেন করা হয়েছে । এবং কোরোনা আবহে 35 জন কর্মচারীকে বেআইনিভাবে বদলি করা হয়েছে । রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা BJP-র কার্যকর্তা বরুণ ভট্টাচার্য, প্রদীপ সরকার-সহ জেলার শীর্ষ নেতৃত্ববৃন্দ ।

অবিলম্বে ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিনকে অপসারণ ও ব্যাঙ্কের দুর্নীতির তদন্ত না শুরু হলে বৃহত্তর আন্দলনে নামার হুমকি দিয়েছে উত্তর দিনাজপুর জেলা BJP । পাঁচ বছর ধরে থাকা রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে আইনের চোখে একজন অপরাধী তৃণমূল কংগ্রেসের নেতা জয়নাল আবেদিনকে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেছেন। অভিযোগ এই ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ভারতীয় দন্ডবিধির বেশ কতগুলো মামলা রয়েছে ।

উত্তর দিনাজপুর জেলার BJP নেতা বরুণ ভট্টাচার্য অভিযোগ করে বলেন, "রায়গঞ্জের গর্ব এই সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক । এই ব্যাঙ্কে একজন অপরাধীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে । এর পাশাপাশি এই ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ব্যাঙ্কের একাংশ কর্মচারীকে সাথে নিয়ে প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ লেনদেন করেছে । কোরোনা আবহে সকলেই যখন বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন সেই অবস্থায় উত্তর দিনাজপুর জেলার সবকটি ব্যাঙ্কে কর্মচারীদের বেআইনিভাবে বদলি করা হয়েছে । রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের এই সমস্ত দুর্নীতির প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করছি ।"

রায়গঞ্জ, 9 অক্টোবর : রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সদর কার্যালয়ে ঘেরাও বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা BJP । তাদের অভিযোগ, রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে একজন অপরাধীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে । প্রায় পাঁচ কোটি টাকা অবৈধভাবে লেনদেন করা হয়েছে । এবং কোরোনা আবহে 35 জন কর্মচারীকে বেআইনিভাবে বদলি করা হয়েছে । রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা BJP-র কার্যকর্তা বরুণ ভট্টাচার্য, প্রদীপ সরকার-সহ জেলার শীর্ষ নেতৃত্ববৃন্দ ।

অবিলম্বে ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিনকে অপসারণ ও ব্যাঙ্কের দুর্নীতির তদন্ত না শুরু হলে বৃহত্তর আন্দলনে নামার হুমকি দিয়েছে উত্তর দিনাজপুর জেলা BJP । পাঁচ বছর ধরে থাকা রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে আইনের চোখে একজন অপরাধী তৃণমূল কংগ্রেসের নেতা জয়নাল আবেদিনকে ভাইস চেয়ারম্যান নিযুক্ত করেছেন। অভিযোগ এই ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ভারতীয় দন্ডবিধির বেশ কতগুলো মামলা রয়েছে ।

উত্তর দিনাজপুর জেলার BJP নেতা বরুণ ভট্টাচার্য অভিযোগ করে বলেন, "রায়গঞ্জের গর্ব এই সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক । এই ব্যাঙ্কে একজন অপরাধীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে । এর পাশাপাশি এই ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ব্যাঙ্কের একাংশ কর্মচারীকে সাথে নিয়ে প্রায় পাঁচ কোটি টাকার অবৈধ লেনদেন করেছে । কোরোনা আবহে সকলেই যখন বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন সেই অবস্থায় উত্তর দিনাজপুর জেলার সবকটি ব্যাঙ্কে কর্মচারীদের বেআইনিভাবে বদলি করা হয়েছে । রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের এই সমস্ত দুর্নীতির প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.