ETV Bharat / state

এখনও উত্তর দিনাজপুরে চালু হল না বেসরকারি বাস - private bus

আসন সংরক্ষণ নিয়ে বাস চালানোর নির্দেশ এলেও শ্রমিক সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের সমাধানে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনেরউপস্থিতিতে শ্রমিক সংগঠনের সঙ্গে যৌথ আলোচনার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 2, 2020, 1:43 PM IST

রায়গঞ্জ, 2 জুন : আসন সংখ্যা নির্দিষ্ট করে নিয়ে বাস চালানোর নির্দেশ এলেও শ্রমিক সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের সমাধানে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উপস্থিতিতে শ্রমিক সংগঠনের সঙ্গে যৌথ আলোচনার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।

যেহেতু এখনও অবধি জেলা প্রশাসন, যৌথ আলোচনার বিষয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ করেননি । সে কারণে এই জেলায় বেসরকারি পরিবহন এখনও চালু হয়নি বলে জানান উত্তর দিনাজপুর বাস মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক । রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নির্দেশ গাড়িতে যতটা আসন আছে ততজন যাত্রীকে নিয়ে বাস চলাচল করলে কোনও লাভ হবে না বলে জানিয়েছেন একাধিকবার । তবুও বিষয়গুলি নিয়ে ভেবে দেখা হবে বলে জানান উত্তর দিনাজপুর বাস মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক ।

তিনি জানিয়েছেন, বাস চালানোর সময় কোনও কর্মী কোরোনায় আক্রান্ত হলে তার দায়ভার কে নেবে ? পাশাপাশি লকডাউনের সময় গাড়ির কাগজ পত্রের বৈধতা শেষ হয়ে গেলেও সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 30 জুন অবধি সময় দিতে হবে বলে জানান তিনি । অন্যদিকে, প্লাবনবাবু আরও বলেছেন, সিট ক্যাপাসিটি বেশি । এদিকে যাত্রীকে গাড়িতে উঠতে বাধা দিলে যাত্রীদের কোনও না ঘটনা ঘটার সম্ভবনা থেকেই যায় । পাশাপাশি সকল যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরে গাড়িতে ওঠার বিষয়েও প্রশাসনকে দেখতে হবে। কিন্তু দ্বিতীয় দিন হয়ে গেলেও আজও বেসরকারি বাস চলল না উত্তর দিনাজপুর জেলায়।

রায়গঞ্জ, 2 জুন : আসন সংখ্যা নির্দিষ্ট করে নিয়ে বাস চালানোর নির্দেশ এলেও শ্রমিক সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের সমাধানে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উপস্থিতিতে শ্রমিক সংগঠনের সঙ্গে যৌথ আলোচনার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।

যেহেতু এখনও অবধি জেলা প্রশাসন, যৌথ আলোচনার বিষয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ করেননি । সে কারণে এই জেলায় বেসরকারি পরিবহন এখনও চালু হয়নি বলে জানান উত্তর দিনাজপুর বাস মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক । রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নির্দেশ গাড়িতে যতটা আসন আছে ততজন যাত্রীকে নিয়ে বাস চলাচল করলে কোনও লাভ হবে না বলে জানিয়েছেন একাধিকবার । তবুও বিষয়গুলি নিয়ে ভেবে দেখা হবে বলে জানান উত্তর দিনাজপুর বাস মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক ।

তিনি জানিয়েছেন, বাস চালানোর সময় কোনও কর্মী কোরোনায় আক্রান্ত হলে তার দায়ভার কে নেবে ? পাশাপাশি লকডাউনের সময় গাড়ির কাগজ পত্রের বৈধতা শেষ হয়ে গেলেও সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 30 জুন অবধি সময় দিতে হবে বলে জানান তিনি । অন্যদিকে, প্লাবনবাবু আরও বলেছেন, সিট ক্যাপাসিটি বেশি । এদিকে যাত্রীকে গাড়িতে উঠতে বাধা দিলে যাত্রীদের কোনও না ঘটনা ঘটার সম্ভবনা থেকেই যায় । পাশাপাশি সকল যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরে গাড়িতে ওঠার বিষয়েও প্রশাসনকে দেখতে হবে। কিন্তু দ্বিতীয় দিন হয়ে গেলেও আজও বেসরকারি বাস চলল না উত্তর দিনাজপুর জেলায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.