ETV Bharat / state

"দু'পয়সার সাংবাদিক": মহুয়ার মন্তব্যের প্রতিবাদে সভা উত্তর দিনাজপুর প্রেসক্লাবের - "দু'পয়সার সাংবাদিক"

"আমি দু'পয়সার সাংবাদিক, আমি গর্বিত" লেখা পোস্টার বুকে ঝুলিয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ দেখাল উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

press movement Against Mahua Maitra
press movement Against Mahua Maitra
author img

By

Published : Dec 10, 2020, 2:17 PM IST

রায়গঞ্জ, 10 ডিসেম্বর: ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে কটুক্তি করার প্রতিবাদে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। দু'পয়সার সাংবাদিক বলে কটুক্তি করে সমস্ত সাংবাদিকদের অপমান করেছেন কৃষ্ণনগরের সাংসদ, মনে করছে কৃষ্ণনগরের সাংবাদিকরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে অভিনব বিক্ষোভ কর্মসূচি করল উত্তর দিনাজপুর জেলা প্রেসক্লাব।

"আমি দু'পয়সার সাংবাদিক, আমি গর্বিত" লেখা পোস্টার বুকে ঝুলিয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ দেখাল উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। উল্লেখ্য, সাংবাদিকদের উদ্দেশ্যে করা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সাংবাদিক মহলে। প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের সর্বস্তরের সাংবাদিকরা। বুদ্ধিজীবীরাও সমালোচনায় মুখর হয়েছেন। মহুয়া মৈত্রের এহেন আচরণ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীও। এবার ওই মন্তব্যের প্রতিবাদে অভিযুক্ত সাংসদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলে প্রতিবাদ সভা করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। জেলার রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ শহরেও সাংবাদিকরা প্রতিবাদে মুখর হন । সবকটি বৈদ্যুতিন মাধ্যম, সংবাদপত্র ও পোর্টাল প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে ।

আরও পড়ুন: মহুয়া মৈত্রের ‘দু’পয়সা’র কয়েনের ধাক্কায় বেকায়দায় তৃণমূল

উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র বলেন, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র যেভাবে সাংবাদিকদের অপমান করেছেন তার তীব্র নিন্দা করছি আমরা। জেলার সমস্ত সাংবাদিকেরা আজ প্রতিবাদ সভা করেছে।

প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার বলেন, অবিলম্বে সাংসদ মহুয়া মৈত্র নিঃশর্ত ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে পথে নামবে প্রেসক্লাবের সদস্যরা।

রায়গঞ্জ, 10 ডিসেম্বর: ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে কটুক্তি করার প্রতিবাদে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। দু'পয়সার সাংবাদিক বলে কটুক্তি করে সমস্ত সাংবাদিকদের অপমান করেছেন কৃষ্ণনগরের সাংসদ, মনে করছে কৃষ্ণনগরের সাংবাদিকরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে অভিনব বিক্ষোভ কর্মসূচি করল উত্তর দিনাজপুর জেলা প্রেসক্লাব।

"আমি দু'পয়সার সাংবাদিক, আমি গর্বিত" লেখা পোস্টার বুকে ঝুলিয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিবাদ দেখাল উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকরা। উল্লেখ্য, সাংবাদিকদের উদ্দেশ্যে করা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সাংবাদিক মহলে। প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের সর্বস্তরের সাংবাদিকরা। বুদ্ধিজীবীরাও সমালোচনায় মুখর হয়েছেন। মহুয়া মৈত্রের এহেন আচরণ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীও। এবার ওই মন্তব্যের প্রতিবাদে অভিযুক্ত সাংসদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলে প্রতিবাদ সভা করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। জেলার রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ শহরেও সাংবাদিকরা প্রতিবাদে মুখর হন । সবকটি বৈদ্যুতিন মাধ্যম, সংবাদপত্র ও পোর্টাল প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে ।

আরও পড়ুন: মহুয়া মৈত্রের ‘দু’পয়সা’র কয়েনের ধাক্কায় বেকায়দায় তৃণমূল

উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র বলেন, কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র যেভাবে সাংবাদিকদের অপমান করেছেন তার তীব্র নিন্দা করছি আমরা। জেলার সমস্ত সাংবাদিকেরা আজ প্রতিবাদ সভা করেছে।

প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার বলেন, অবিলম্বে সাংসদ মহুয়া মৈত্র নিঃশর্ত ক্ষমা না চাইলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে পথে নামবে প্রেসক্লাবের সদস্যরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.