ETV Bharat / state

এবছরে ক্লাবে দুর্গাপুজো বাতিল, চরম সমস্যায় মৃৎশিল্পী অর্পিতা দেবী

author img

By

Published : Apr 26, 2020, 4:13 PM IST

লকডাউনের ফলে অর্ডার করা দুর্গাপ্রতিমা বাতিল করে দিল বেশ কিছু ক্লাব । প্রতিমা বাতিল হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়তে হল রায়গঞ্জ শহরে কাঞ্চনপল্লি এলাকার বাসিন্দা অর্পিতা পালের ।

Potter arpita pal is in trouble due to cancel the order of DURGA
মূর্তি গড়ায় চরম সমস্যায় মৃতশিল্পী অর্পিতা দেবী

রায়গঞ্জ, 26 এপ্রিল: একদিকে কোরোনা সতর্কীকরণে কেন্দ্র ও রাজ্য সরকার যেমন জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে । অন্যদিকে সারা দেশজুড়ে লকডাউন জারি হয়েছে । এতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সর্বত্র । এবার বাংলার শ্রেষ্ঠ দুর্গাপুজোয় তার প্রভাব ব্যাপকভাবে পড়তে চলেছে । একের পর এক ক্লাব কর্তৃপক্ষ এবারের পুজো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । প্রতিমা অর্ডার দিয়েও বাতিল করে দিল রায়গঞ্জের কিছু ক্লাব । অর্ডার বাতিল হওয়ায় বেশ সমস্যায় পড়লেন রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লি এলাকার মৃৎশিল্পী অর্পিতা পাল ।

Potter arpita pal is in trouble due to cancel the order of DURGA
রায়গঞ্জের কাঞ্চনপল্লীর মৃৎশিল্পী অর্পিতা পাল

2015 সালে স্বামী গণেশ পাল মারা যাওয়ার পর থেকে অর্পিতা দেবী নিজেই এই পেশাকে আঁকড়ে ধরেছেন । গণেশ বাবুও ছিলেন মৃৎশিল্পী । বিগত কয়েক বছর ধরেই প্রতিমা তৈরির বরাত বেশ ভালোই পাচ্ছিলেন । একা হাতেই প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ থেকে শুরু করে, তুলির টান সবেতেই তাঁর দক্ষতার পরিচয় মেলে । কিন্তু কোরোনায় এলোমেলো হয়ে গেল পরিস্থিতি । অর্ডার বেশ ভালই মিলেছিল । সেইমত কাজও শুরু করে দিয়েছিলেন তিনি । কিন্তু লকডাউনে প্রতিমা বানিয়ে ক্ষতির মুখে পড়তে হল অর্পিতা দেবীকে ।

ক্লাবগুলি বাজেট সমস্যার সম্মুখীন হওয়ায় এবছরের পুজো বাতিল করতে বাধ্য হয়েছে । প্রথম দিকে অর্ডার দিয়েছিল অর্পিতা দেবীর কাছে । কোরোনার থাবায় লকডাউন চলছে । বাড়ি থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকার । এছাড়া প্রশাসনের তরফে জমায়েত করে অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে । তাই কোনও পুজো কিংবা কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না । সেই মত পুজো কমিটিগুলি বাতিল করেছে এবছরের পুজো । কার্যত চরম সমস্যায় পড়েছেন মৃৎ শিল্পী অর্পিতা দেবী ।

Potter arpita pal is in trouble due to cancel the order of DURGA
দক্ষ হাতে মূর্তি গড়ছেন অর্পিতা দেবী

অর্পিতা দেবীর কথায়, "স্বামী মারা যাওয়ার পর থেকে প্রতিমা গড়েই সংসার চালাতে হত । লোকজন দিয়ে কাজ শুরু করেছি । কিন্তু হঠাৎ কোরোনা সংক্রমণে এবছর দুর্গাপুজো হবে কিনা তা নিয়ে চিন্তায় আছি । সমস্ত অর্ডার বাতিলে চরম সমস্যায় পড়েছি ।"

রায়গঞ্জ, 26 এপ্রিল: একদিকে কোরোনা সতর্কীকরণে কেন্দ্র ও রাজ্য সরকার যেমন জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে । অন্যদিকে সারা দেশজুড়ে লকডাউন জারি হয়েছে । এতে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সর্বত্র । এবার বাংলার শ্রেষ্ঠ দুর্গাপুজোয় তার প্রভাব ব্যাপকভাবে পড়তে চলেছে । একের পর এক ক্লাব কর্তৃপক্ষ এবারের পুজো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে । প্রতিমা অর্ডার দিয়েও বাতিল করে দিল রায়গঞ্জের কিছু ক্লাব । অর্ডার বাতিল হওয়ায় বেশ সমস্যায় পড়লেন রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লি এলাকার মৃৎশিল্পী অর্পিতা পাল ।

Potter arpita pal is in trouble due to cancel the order of DURGA
রায়গঞ্জের কাঞ্চনপল্লীর মৃৎশিল্পী অর্পিতা পাল

2015 সালে স্বামী গণেশ পাল মারা যাওয়ার পর থেকে অর্পিতা দেবী নিজেই এই পেশাকে আঁকড়ে ধরেছেন । গণেশ বাবুও ছিলেন মৃৎশিল্পী । বিগত কয়েক বছর ধরেই প্রতিমা তৈরির বরাত বেশ ভালোই পাচ্ছিলেন । একা হাতেই প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ থেকে শুরু করে, তুলির টান সবেতেই তাঁর দক্ষতার পরিচয় মেলে । কিন্তু কোরোনায় এলোমেলো হয়ে গেল পরিস্থিতি । অর্ডার বেশ ভালই মিলেছিল । সেইমত কাজও শুরু করে দিয়েছিলেন তিনি । কিন্তু লকডাউনে প্রতিমা বানিয়ে ক্ষতির মুখে পড়তে হল অর্পিতা দেবীকে ।

ক্লাবগুলি বাজেট সমস্যার সম্মুখীন হওয়ায় এবছরের পুজো বাতিল করতে বাধ্য হয়েছে । প্রথম দিকে অর্ডার দিয়েছিল অর্পিতা দেবীর কাছে । কোরোনার থাবায় লকডাউন চলছে । বাড়ি থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকার । এছাড়া প্রশাসনের তরফে জমায়েত করে অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে । তাই কোনও পুজো কিংবা কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না । সেই মত পুজো কমিটিগুলি বাতিল করেছে এবছরের পুজো । কার্যত চরম সমস্যায় পড়েছেন মৃৎ শিল্পী অর্পিতা দেবী ।

Potter arpita pal is in trouble due to cancel the order of DURGA
দক্ষ হাতে মূর্তি গড়ছেন অর্পিতা দেবী

অর্পিতা দেবীর কথায়, "স্বামী মারা যাওয়ার পর থেকে প্রতিমা গড়েই সংসার চালাতে হত । লোকজন দিয়ে কাজ শুরু করেছি । কিন্তু হঠাৎ কোরোনা সংক্রমণে এবছর দুর্গাপুজো হবে কিনা তা নিয়ে চিন্তায় আছি । সমস্ত অর্ডার বাতিলে চরম সমস্যায় পড়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.