ETV Bharat / state

এবার চোপড়ায় 'দাদার অনুগামী' পোস্টার - তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল

কালিয়াগঞ্জে পর এবার চোপড়াতে 'দাদার অনুগামী' পোস্টার। আজ সকালে চোপড়া বিডিও অফিস এবং তিস্তা মোড় এলাকায় ওই পোস্টারগুলো দেখতে পাওয়া যায় ৷

চোপড়া
চোপড়া
author img

By

Published : Dec 15, 2020, 2:22 PM IST

চোপড়া, 15 ডিসেম্বর : কালিয়াগঞ্জে পর এবার চোপড়া ৷ শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের পোস্টারের পর এবার চোপড়াতে পড়ল শুভেন্দু অধিকারীর অনুগামীদের পোস্টার। গতকাল রাতে চোপড়া বিডিও অফিস এবং তিস্তা মোড় এলাকায় 'দাদার অনুগামী' পোস্টার পড়ার পরই শুরু রাজনৈতিক চাপানউতর ।

যদিও, এই পোস্টাকে আমল দিতে রাজী নন স্থানীয় তৃণমূল কংগ্রেস । জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, "শুভেন্দু অধিকারী এখনও দলের একজন বিধায়ক। তাই কারা অনুগামী বলে পোস্টার লাগাচ্ছেন তাতে কিছু যায় আসে না । শুভেন্দু অধিকারী দল ছাড়লে তখন যদি কেউ পোস্টার লাগায় তখন দল তাদের খুঁজে বের করার চেষ্টা করবেন ।"

চোপড়া বিজেপি নেতা সুবোধ সরকারের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ধরনের পোস্টার পড়েছে । তিনি আরও বলেন, "এই পোস্টারের মাধ্যমে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তাদের দিকে কতখানি পাল্লা ভারী আছে সেটা যাচাই করে নিচ্ছেন। বিজেপি রাজনৈতিক কর্মসূচীতে ব্যস্ত আছে । এই সমস্ত পোস্টারের সঙ্গে বিজেপির হাতে নেই ৷"

চোপড়া, 15 ডিসেম্বর : কালিয়াগঞ্জে পর এবার চোপড়া ৷ শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের পোস্টারের পর এবার চোপড়াতে পড়ল শুভেন্দু অধিকারীর অনুগামীদের পোস্টার। গতকাল রাতে চোপড়া বিডিও অফিস এবং তিস্তা মোড় এলাকায় 'দাদার অনুগামী' পোস্টার পড়ার পরই শুরু রাজনৈতিক চাপানউতর ।

যদিও, এই পোস্টাকে আমল দিতে রাজী নন স্থানীয় তৃণমূল কংগ্রেস । জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, "শুভেন্দু অধিকারী এখনও দলের একজন বিধায়ক। তাই কারা অনুগামী বলে পোস্টার লাগাচ্ছেন তাতে কিছু যায় আসে না । শুভেন্দু অধিকারী দল ছাড়লে তখন যদি কেউ পোস্টার লাগায় তখন দল তাদের খুঁজে বের করার চেষ্টা করবেন ।"

চোপড়া বিজেপি নেতা সুবোধ সরকারের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ধরনের পোস্টার পড়েছে । তিনি আরও বলেন, "এই পোস্টারের মাধ্যমে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তাদের দিকে কতখানি পাল্লা ভারী আছে সেটা যাচাই করে নিচ্ছেন। বিজেপি রাজনৈতিক কর্মসূচীতে ব্যস্ত আছে । এই সমস্ত পোস্টারের সঙ্গে বিজেপির হাতে নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.