ETV Bharat / state

সপ্তমীর রাতে রায়গঞ্জ শহর ঘুরে দেখলেন পুলিশ সুপার - রায়গঞ্জে দুর্গাপুজো

রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় পুলিশের ড্রপ গেট করা হয়েছে । একাধিক এলাকায় অটো, টোটো এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন ।

Raiganj news
রায়গঞ্জে পুলিশি টহল
author img

By

Published : Oct 23, 2020, 11:03 PM IST

রায়গঞ্জ, 23 অক্টোবর : হাইকোর্টের নির্দেশ রয়েছে, পুজোমণ্ডপ হবে কনটেইনমেন্ট জ়োন । আর তা নিশ্চিত করতে সপ্তমীর রাত রায়গঞ্জে ছিল কড়া পুলিশি প্রহরা । খুব বেশি দর্শনার্থীও ছিলেন না পুজো প্যান্ডেলগুলির আশেপাশে ।

রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় পুলিশের ড্রপ গেট করা হয়েছে । একাধিক এলাকায় অটো, টোটো এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন । অন্যবছর সপ্তমীর রাতে জনসমুদ্রের চেহারা নেয় রায়গঞ্জ শহর । কিন্তু এবার করোনা আবহে চিত্রটি একেবারেই আলাদা । রাস্তাঘাটে তেমন দর্শনার্থীদের দেখা মিলছে না। একইভাবে পুজো প্যান্ডেলগুলিতেও আশেপাশেও দর্শনার্থীর সংখ্যা ছিল হাতে গোনা ।

রায়গঞ্জ শহরে পূর্নাঙ্গ পরিস্থিতি খতিয়ে দেখতে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার ও অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বিদ্রোহী মোড় পর্যন্ত ঘুরে দেখেন ।

যাঁরা মাস্ক পরেননি, তাঁদেরকে মাস্ক পরতে বলছে পুলিশ । কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে শহর জুড়ে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে ।

রায়গঞ্জ, 23 অক্টোবর : হাইকোর্টের নির্দেশ রয়েছে, পুজোমণ্ডপ হবে কনটেইনমেন্ট জ়োন । আর তা নিশ্চিত করতে সপ্তমীর রাত রায়গঞ্জে ছিল কড়া পুলিশি প্রহরা । খুব বেশি দর্শনার্থীও ছিলেন না পুজো প্যান্ডেলগুলির আশেপাশে ।

রায়গঞ্জ শহরে বিভিন্ন জায়গায় পুলিশের ড্রপ গেট করা হয়েছে । একাধিক এলাকায় অটো, টোটো এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন । অন্যবছর সপ্তমীর রাতে জনসমুদ্রের চেহারা নেয় রায়গঞ্জ শহর । কিন্তু এবার করোনা আবহে চিত্রটি একেবারেই আলাদা । রাস্তাঘাটে তেমন দর্শনার্থীদের দেখা মিলছে না। একইভাবে পুজো প্যান্ডেলগুলিতেও আশেপাশেও দর্শনার্থীর সংখ্যা ছিল হাতে গোনা ।

রায়গঞ্জ শহরে পূর্নাঙ্গ পরিস্থিতি খতিয়ে দেখতে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার ও অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বিদ্রোহী মোড় পর্যন্ত ঘুরে দেখেন ।

যাঁরা মাস্ক পরেননি, তাঁদেরকে মাস্ক পরতে বলছে পুলিশ । কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে শহর জুড়ে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.