ETV Bharat / state

রায়গঞ্জে করোনাবিধি ভাঙায় দুই যুবককে কান ধরে উঠবস করাল পুলিশ - Police punishes two person at Raiganj

লকডাউন অমান্য করে রাস্তায় বাইক নিয়ে বেরানো এবং দোকান খোলার অপরাধে দুই যুবককে কান ধরে উঠবস করানো হয় ।

Police punishes two person at Raiganj
ছবি
author img

By

Published : May 16, 2021, 10:39 PM IST

রায়গঞ্জ, 16 মে : করোনাবিধি সফল করতে কড়া পদক্ষেপ রায়গঞ্জ থানার পুলিশের । নির্দেশ অমান্য করে অযথা রাস্তায় বেরানো এবং দোকান খোলার কারনে দুই যুবককে কান ধরে উঠবস করাল পুলিশ । করোনাকে দমন করতে একগুচ্ছ কড়াকড়ি করেছে রাজ্য সরকার ৷ আর প্রথম দিনেই পুলিশের তৎপরতার ছবি দেখা গেল রায়গঞ্জ শহরজুড়ে । নিজে মাইক হাতে নিয়ে প্রচারও করলেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা । পুলিশি তৎপরতায় বেলা বাড়তেই শুনশান রায়গঞ্জের রাস্তাঘাট।

উত্তর দিনাজপুরে করোনাবিধি কার্যকর করতে কড়া উদ্যোগ গ্রহন করে পুলিশ । বেলা 10 টার পর থেকেই বাজার বন্ধ করা থেকে শুরু করে পুলিশ প্রশাসন । জেলা সদর রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে কসবা মোড় পর্যন্ত রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রুটমার্চ করে ৷

করোনাবিধি পালন করার জন্য সাধারন মানুষ থেকে ব্যবসায়ী সকলকে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হয় । কোথাও কোথাও পুলিশকে একটু বেশি তৎপর হতেও দেখা যায়। লকডাউন অমান্য করে রাস্তায় বাইক নিয়ে বেরানো এবং দোকান খোলার অপরাধে দুই যুবককে কান ধরে উঠবস করানো হয় । দোকান খুলে বিধি অমান্য করার অপরাধে এক দোকানদারকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ ।

রায়গঞ্জ, 16 মে : করোনাবিধি সফল করতে কড়া পদক্ষেপ রায়গঞ্জ থানার পুলিশের । নির্দেশ অমান্য করে অযথা রাস্তায় বেরানো এবং দোকান খোলার কারনে দুই যুবককে কান ধরে উঠবস করাল পুলিশ । করোনাকে দমন করতে একগুচ্ছ কড়াকড়ি করেছে রাজ্য সরকার ৷ আর প্রথম দিনেই পুলিশের তৎপরতার ছবি দেখা গেল রায়গঞ্জ শহরজুড়ে । নিজে মাইক হাতে নিয়ে প্রচারও করলেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা । পুলিশি তৎপরতায় বেলা বাড়তেই শুনশান রায়গঞ্জের রাস্তাঘাট।

উত্তর দিনাজপুরে করোনাবিধি কার্যকর করতে কড়া উদ্যোগ গ্রহন করে পুলিশ । বেলা 10 টার পর থেকেই বাজার বন্ধ করা থেকে শুরু করে পুলিশ প্রশাসন । জেলা সদর রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে কসবা মোড় পর্যন্ত রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রুটমার্চ করে ৷

করোনাবিধি পালন করার জন্য সাধারন মানুষ থেকে ব্যবসায়ী সকলকে মাইকিংয়ের মাধ্যমে সচেতন করা হয় । কোথাও কোথাও পুলিশকে একটু বেশি তৎপর হতেও দেখা যায়। লকডাউন অমান্য করে রাস্তায় বাইক নিয়ে বেরানো এবং দোকান খোলার অপরাধে দুই যুবককে কান ধরে উঠবস করানো হয় । দোকান খুলে বিধি অমান্য করার অপরাধে এক দোকানদারকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.