রায়গঞ্জ, 11 অগাস্ট : হেমতাবাদের BJP বিধায়কের বাড়ি যাওয়ার পর স্মরণসভা ও তাঁর মূর্তির ভিত্তিপ্রস্থর স্থাপনের ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইন মানেনি BJP নেতৃত্ব । এই অভিযোগে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, সাংসদ সুকান্ত মজুমদার, বিধায়ক জুয়েল মুর্মু, উত্তর দিনাজপুর জেলা BJP-র সভাপতি সহ মোট 26 জন এবং মোট হাজার জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ।
পুলিশের দাবি, দেশজুড়ে কোরোনা সংক্রমণের মাঝে যে কোনও ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার ৷ সেই সরকারি নির্দেশ অমান্য করে গতকাল উত্তর দিনাজপুরের হেমতাবাদে প্রয়াত বিধায়কের মূর্তি স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের নামে বিশাল জমায়েত করে BJP । সেখানে সামাজিক দূরত্ববিধি মানা হয়নি বলে অভিযোগ । সেই কারণেই BJP নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ।
13 জুলাই হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু হয় । প্রায় এক মাস পর গতকাল হেমতাবাদে সভার আয়োজন করে BJP ৷ দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু সহ একাধিক নেতা গতকাল দেবেন্দ্রনাথ রায়ের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে । সেখানেই সামাজিক দূরত্ববিধি মানা হয়নি বলে অভিযোগ পুলিশের ।
এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত সুপার অনুপম সিংহ বলেন, " আমরা দিলীপ ঘোষ, সায়ন্তন বসু সহ প্রায় হাজার জনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ভাঙায় অভিযোগ দায়ের করেছি । গতকাল রায়গঞ্জের এলাকাতে সভা ও সমাবেশ করেছিল তারা । সেখানেই বিপর্যয় মোকাবিলা আইন ভঙ্গ হয়েছে । "