রায়গঞ্জ, 18 মে : সরকারি নির্দেশ উপেক্ষা করে খোলা ছিল রেখেছিলেন দোকান ৷ পুলিশের বারণ সত্ত্বেও পাত্তা দেননি ৷ আর তাতেই বেধড়ক পুলিশের মার খেলেন এক যুবক ৷ মঙ্গলবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার জনতা হাটে এই ঘটনা ঘটে ৷
চাকুলিয়া থানা এলাকায় প্রতি মঙ্গলবার জনতা হাট বসে । অন্যান্য মঙ্গলবারের মত আজও সেখানে হাট বসানোর প্রস্তুতি নিয়েছিলেন ব্যবসায়ীরা । এদিকে করোনা সংক্রামণ ঠেকাতে কড়া বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার । সকাল 10টা পর্যন্ত বাজার খোলার রাখার অনুমতি দেওয়া হয়েছে । পাশাপাশি বেশি জমায়েত বা হাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । তাই জনতা হাট চালু হওয়ার খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ অভিযানে নামে । পুলিশ পৌঁছাতেই ব্যবসায়ীরা দোকানপাট গুটিয়ে ফেলেন ৷
আরও পড়ুন : গাছে আইসোলেশন থাকা যুবক করোনা মুক্ত
কিন্তু পুলিশের কথায় কান দেননি এক সবজি ব্যবসায়ী ৷ নির্দেশ উপেক্ষা করেই দোকান খুলছিলেন । তাঁর মুখে ছিল না মাস্কও । উপরন্তু পুলিশের উপর চোটপাট করতে থাকেন ৷ তারপরই ওই যুবককে মারতে মারতে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ ৷