ETV Bharat / state

Sand Problem in N Dinajpur: মিলছে না পর্যাপ্ত বালি, সমস্যায় জর্জরিত উত্তর দিনাজপুরবাসী - Uttar Dinajpur

বালি সমস্যায় জর্জরিত উত্তর দিনাজপুরবাসী ৷ টাকা দিয়েও মিলছে না পর্যাপ্ত ও গুনমানের বালি (Sand Supply Problem) ৷ ফলে বন্ধ হয়ে রয়েছে বিভিন্ন নির্মাণের কাজ ৷

People facing problem due to lack of Sand in Uttar Dinajpur
People facing problem due to lack of Sand in Uttar Dinajpur
author img

By

Published : Nov 7, 2022, 5:51 PM IST

রায়গঞ্জ, 7 নভেম্বর: বালির অভাবে তীব্র সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার বাসিন্দা থেকে নির্মাণের কাজে যুক্ত রাজমিস্ত্রি ও শ্রমিকরা (People facing problem due to lack of Sand) । কাজ হারিয়ে প্রায় অনাহারে দিনযাপন করতে হচ্ছে তাদের ৷ আর যেটুকু বালি পাওয়া যাচ্ছে, তা নিম্নমানের এবং দামও অনেক বেশি ৷

গ্রামগঞ্জ থেকে বহু শ্রমিক কাজের জন্য শহরে আসেন । তারাও কাজ পাচ্ছেন না বালির অভাবে ৷ এমনকী সমস্যায় পড়েছেন বালি বহনকারী লরির চালক থেকে মালিকেরাও । অনেক আবার নিজের বাড়ি তৈরি করার কাজ শুরু করেছেন ৷ কিন্তু বালির অভাবে অর্ধসমাপ্ত অবস্থায় পরে রয়েছে তাদের বাড়ির কাজ (Sand Supply Problem) ।

রায়গঞ্জ শহরে মূলত শিলিগুড়ি মোড়ে বালি বোঝাই লরির দেখা মেলে । চোপড়া, শিলিগুড়ি এবং মুরারই থেকে বালি আসে রায়গঞ্জে । সেই বালি দিয়েই নির্মাণ করা হয় সরকারি ও বেসরকারি বিল্ডিং। রয়্যালটি সমস্যাজনিত কারণে নদীঘাটগুলোতে বালি তোলা বন্ধ করে দিয়েছে প্রশাসন । ফলে আর বালি মিলছে না রায়গঞ্জে । যার জেরে চরম সমস্যায় পড়েছেন নির্মাণ শ্রমিক, ঠিকাদার-সহ সমগ্র রায়গঞ্জবাসী ।

বালি সমস্যায় জর্জরিত উত্তর দিনাজপুরবাসী

আরও পড়ুন: রণক্ষেত্র বালুরঘাট! শিশুকে ঘুড়ি কিনে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে 'খুন' প্রতিবেশীর

আগে যেখানে দিনে 50 থেকে 60টি বালি বোঝাই গাড়ি আসতো, সেখানে এখন 4 থেকে 5টি গাড়ি আসছে । বালির দামও দ্বিগুণ হয়ে গিয়েছে । বালির চাহিদা অনুযায়ী জোগান নেই । ফলে 14 থেকে 15 হাজার টাকার বালি কিনতে হচ্ছে 30 হাজার টাকায় । বালির সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত সকলেই। প্রত্যেকেরই দাবি, অবিলম্বে বালির সমস্যার সমাধান করে বন্ধ হয়ে থাকা বিভিন্ন নির্মাণের কাজ দ্রুত শুরু করুক প্রশাসন ।

রায়গঞ্জ, 7 নভেম্বর: বালির অভাবে তীব্র সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার বাসিন্দা থেকে নির্মাণের কাজে যুক্ত রাজমিস্ত্রি ও শ্রমিকরা (People facing problem due to lack of Sand) । কাজ হারিয়ে প্রায় অনাহারে দিনযাপন করতে হচ্ছে তাদের ৷ আর যেটুকু বালি পাওয়া যাচ্ছে, তা নিম্নমানের এবং দামও অনেক বেশি ৷

গ্রামগঞ্জ থেকে বহু শ্রমিক কাজের জন্য শহরে আসেন । তারাও কাজ পাচ্ছেন না বালির অভাবে ৷ এমনকী সমস্যায় পড়েছেন বালি বহনকারী লরির চালক থেকে মালিকেরাও । অনেক আবার নিজের বাড়ি তৈরি করার কাজ শুরু করেছেন ৷ কিন্তু বালির অভাবে অর্ধসমাপ্ত অবস্থায় পরে রয়েছে তাদের বাড়ির কাজ (Sand Supply Problem) ।

রায়গঞ্জ শহরে মূলত শিলিগুড়ি মোড়ে বালি বোঝাই লরির দেখা মেলে । চোপড়া, শিলিগুড়ি এবং মুরারই থেকে বালি আসে রায়গঞ্জে । সেই বালি দিয়েই নির্মাণ করা হয় সরকারি ও বেসরকারি বিল্ডিং। রয়্যালটি সমস্যাজনিত কারণে নদীঘাটগুলোতে বালি তোলা বন্ধ করে দিয়েছে প্রশাসন । ফলে আর বালি মিলছে না রায়গঞ্জে । যার জেরে চরম সমস্যায় পড়েছেন নির্মাণ শ্রমিক, ঠিকাদার-সহ সমগ্র রায়গঞ্জবাসী ।

বালি সমস্যায় জর্জরিত উত্তর দিনাজপুরবাসী

আরও পড়ুন: রণক্ষেত্র বালুরঘাট! শিশুকে ঘুড়ি কিনে দেবে বলে ডেকে নিয়ে গিয়ে 'খুন' প্রতিবেশীর

আগে যেখানে দিনে 50 থেকে 60টি বালি বোঝাই গাড়ি আসতো, সেখানে এখন 4 থেকে 5টি গাড়ি আসছে । বালির দামও দ্বিগুণ হয়ে গিয়েছে । বালির চাহিদা অনুযায়ী জোগান নেই । ফলে 14 থেকে 15 হাজার টাকার বালি কিনতে হচ্ছে 30 হাজার টাকায় । বালির সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত সকলেই। প্রত্যেকেরই দাবি, অবিলম্বে বালির সমস্যার সমাধান করে বন্ধ হয়ে থাকা বিভিন্ন নির্মাণের কাজ দ্রুত শুরু করুক প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.