ETV Bharat / state

উত্তর দিনাজপুরে সরকারি দপ্তর খুলতেই সামাজিক দূরত্ব শিকেয় - রায়গঞ্জের খবর

দীর্ঘদিন লকডাউনের পরে আজ উত্তর দিনাজপুরে চালু হল সরকারি দপ্তর ৷ কিন্তু কোথায় সোশাল ডিস্টেন্স ? গায়ে গা লেগেই বসে থাকলেন জমি কেনা বেচা করতে আসা সাধারণ গ্রাম্য মানুষরা । বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না ৷

opened government offices
সামাজিক দূরত্ব শিকেয়
author img

By

Published : Jun 8, 2020, 10:17 PM IST

রায়গঞ্জ, 8জুন : সরকারি দপ্তরগুলো চালু হতেই দিনভর সামাজিক দূরত্ব না মানার নানান ছবি চোখে পড়ল উত্তর দিনাজপুর জেলায় । বিশেষত জেলার রেজিস্ট্রি অফিসে সামাজিক দূরত্ব ভাঙ্গার পাশাপাশি একাধিক বিধিভঙ্গের ছবি প্রকাশ্যে এসেছে ।

দীর্ঘদিন লকডাউনের পরে আজ সরকারি দপ্তর খুলে দেওয়া হল জনসাধারণের জন্য ৷ সোশাল ডিস্টেন্স মেনে সব কাজ চললেও ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের অফিসে সোশাল ডিস্টেন্স মেনে চলার কোনো দৃশ্য নজরে এল না । জমি কেনা বেচা করতে আসা সাধারণ গ্রাম্য মানুষরা একে অপরের গায়ে গায়ে লেগেই বসে থাকলেন । বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না ৷ কেউ সেসবের ধার ধারে না । একই স্ট্যাম্প প্যাডে আঙুল লাগিয়ে দলিলে টিপ সই দিলেন ক্রেতা বিক্রেতারা । যদিও প্রত্যেকের দাবি সরকারি নির্দেশ মেনে কাজ চালানোর চেষ্টা করলেও যে পদ্ধতিতে দপ্তরগুলোতে কাজ হয় সেখানে অনেক ক্ষেত্রেই বিধি ভাঙার না ইচ্ছে থাকলেও তা ভেঙে যায় ।

দলিল লেখক প্রকাশ মৈত্র বলেন, ‘‘আমরা সরকারি নিয়ম মেনেই কাজ করছি । এখানে দলিলে সবাইকে সই করতে হয় । দশ আঙুলের ছাপ দিতে হয়, এগুলো সরকারি নিয়ম । সরকারি নিয়ম না মানলে রেজিস্ট্রি করা যাবে না । কিসের সোশাল ডিস্টেন্স? আমি কি করে জানব কার কোরোনা আছে কার করোনা নেই? কাজ করতে গেলে এভাবেই করতে হবে ।’’

তবে আজ বহুদিন পর সরকারি সবকটি দপ্তর খুলে যাওয়ায় বহু আটকে থাকা কাজ সম্পন্ন করতে পেরে খুশি সাধারণ মানুষ।

রায়গঞ্জ, 8জুন : সরকারি দপ্তরগুলো চালু হতেই দিনভর সামাজিক দূরত্ব না মানার নানান ছবি চোখে পড়ল উত্তর দিনাজপুর জেলায় । বিশেষত জেলার রেজিস্ট্রি অফিসে সামাজিক দূরত্ব ভাঙ্গার পাশাপাশি একাধিক বিধিভঙ্গের ছবি প্রকাশ্যে এসেছে ।

দীর্ঘদিন লকডাউনের পরে আজ সরকারি দপ্তর খুলে দেওয়া হল জনসাধারণের জন্য ৷ সোশাল ডিস্টেন্স মেনে সব কাজ চললেও ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের অফিসে সোশাল ডিস্টেন্স মেনে চলার কোনো দৃশ্য নজরে এল না । জমি কেনা বেচা করতে আসা সাধারণ গ্রাম্য মানুষরা একে অপরের গায়ে গায়ে লেগেই বসে থাকলেন । বেশিরভাগ মানুষের মুখে মাস্ক ছিল না ৷ কেউ সেসবের ধার ধারে না । একই স্ট্যাম্প প্যাডে আঙুল লাগিয়ে দলিলে টিপ সই দিলেন ক্রেতা বিক্রেতারা । যদিও প্রত্যেকের দাবি সরকারি নির্দেশ মেনে কাজ চালানোর চেষ্টা করলেও যে পদ্ধতিতে দপ্তরগুলোতে কাজ হয় সেখানে অনেক ক্ষেত্রেই বিধি ভাঙার না ইচ্ছে থাকলেও তা ভেঙে যায় ।

দলিল লেখক প্রকাশ মৈত্র বলেন, ‘‘আমরা সরকারি নিয়ম মেনেই কাজ করছি । এখানে দলিলে সবাইকে সই করতে হয় । দশ আঙুলের ছাপ দিতে হয়, এগুলো সরকারি নিয়ম । সরকারি নিয়ম না মানলে রেজিস্ট্রি করা যাবে না । কিসের সোশাল ডিস্টেন্স? আমি কি করে জানব কার কোরোনা আছে কার করোনা নেই? কাজ করতে গেলে এভাবেই করতে হবে ।’’

তবে আজ বহুদিন পর সরকারি সবকটি দপ্তর খুলে যাওয়ায় বহু আটকে থাকা কাজ সম্পন্ন করতে পেরে খুশি সাধারণ মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.