ইসলামপুর, 20 সেপ্টেম্বর : দাড়িভিটকাণ্ডের বর্ষপূর্তির দিনে সরকারিভাবে ছুটি না থাকলেও কার্যত ছাত্রছাত্রী শূন্য থাকল স্কুল । ছাত্রছাত্রীদের অনুপস্থিতি সত্ত্বেও প্রতিদিনের মতো আজ সকালের প্রার্থনা সারলেন শিক্ষক-শিক্ষিকারা । দাড়িভিটকাণ্ডে নিহত দুই ছাত্রের উদ্দেশে শোকজ্ঞাপন করেন তাঁরা ।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল বলেন, "আমাদের স্কুলে সরকারিভাবে কোনও ছুটি ঘোষণা করা হয়নি । তবে কয়েকদিন আগেই আমার কাছে এই দিনটিতে ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছিল । আমরা সেই আর্জি মানিনি । আজ স্কুলে কোনও ছাত্রছাত্রী না আসা সত্ত্বেও নিয়মমাফিক প্রার্থনা সভা করেছি । স্কুল পূর্ণদিবস খোলা থাকবে ।"
প্রসঙ্গত, গত বছর আজকের দিনে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে দাড়িভিট হাইস্কুল । পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে । সেই সময় গুলিতে মৃত্যু হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্রের । নাম রাজেশ সরকার ও তাপস বর্মণ । মৃত্যুর CBI তদন্তের দাবিতে সৎকার করা হয়নি তাদের মৃতদেহ । পরিবারের তরফে দেহ দুটি সমাধিস্থ করা হয় ।