ETV Bharat / state

ছাত্রশূন্য দাড়িভিট স্কুল, তাপস-রাজেশের স্মরণে শোকজ্ঞাপন শিক্ষকদের - Darivit incident

দাড়িভিটকাণ্ডের বর্ষপূর্তির দিনে সরকারিভাবে ছুটি না থাকলেও কার্যত ছাত্রছাত্রী শূন্য থাকল স্কুল । স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল বলেন, "আমাদের স্কুলে সরকারিভাবে কোনও ছুটি ঘোষণা করা হয়নি । তবে কয়েকদিন আগেই আমার কাছে এই দিনটিতে ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছিল । আমরা সেই আর্জি মানিনি । আজ স্কুলে কোনও ছাত্রছাত্রী না আসা সত্ত্বেও নিয়মমাফিক প্রার্থনা সভা করেছি । স্কুল পূর্ণদিবস খোলা থাকবে ।"

দাড়িভিট স্কুল
author img

By

Published : Sep 20, 2019, 12:17 PM IST

Updated : Sep 20, 2019, 1:10 PM IST

ইসলামপুর, 20 সেপ্টেম্বর : দাড়িভিটকাণ্ডের বর্ষপূর্তির দিনে সরকারিভাবে ছুটি না থাকলেও কার্যত ছাত্রছাত্রী শূন্য থাকল স্কুল । ছাত্রছাত্রীদের অনুপস্থিতি সত্ত্বেও প্রতিদিনের মতো আজ সকালের প্রার্থনা সারলেন শিক্ষক-শিক্ষিকারা । দাড়িভিটকাণ্ডে নিহত দুই ছাত্রের উদ্দেশে শোকজ্ঞাপন করেন তাঁরা ।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল বলেন, "আমাদের স্কুলে সরকারিভাবে কোনও ছুটি ঘোষণা করা হয়নি । তবে কয়েকদিন আগেই আমার কাছে এই দিনটিতে ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছিল । আমরা সেই আর্জি মানিনি । আজ স্কুলে কোনও ছাত্রছাত্রী না আসা সত্ত্বেও নিয়মমাফিক প্রার্থনা সভা করেছি । স্কুল পূর্ণদিবস খোলা থাকবে ।"

ভিডিয়োয় শুনুন অনিল মণ্ডলের বক্তব্য

প্রসঙ্গত, গত বছর আজকের দিনে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে দাড়িভিট হাইস্কুল । পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে । সেই সময় গুলিতে মৃত্যু হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্রের । নাম রাজেশ সরকার ও তাপস বর্মণ । মৃত্যুর CBI তদন্তের দাবিতে সৎকার করা হয়নি তাদের মৃতদেহ । পরিবারের তরফে দেহ দুটি সমাধিস্থ করা হয় ।

ইসলামপুর, 20 সেপ্টেম্বর : দাড়িভিটকাণ্ডের বর্ষপূর্তির দিনে সরকারিভাবে ছুটি না থাকলেও কার্যত ছাত্রছাত্রী শূন্য থাকল স্কুল । ছাত্রছাত্রীদের অনুপস্থিতি সত্ত্বেও প্রতিদিনের মতো আজ সকালের প্রার্থনা সারলেন শিক্ষক-শিক্ষিকারা । দাড়িভিটকাণ্ডে নিহত দুই ছাত্রের উদ্দেশে শোকজ্ঞাপন করেন তাঁরা ।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল বলেন, "আমাদের স্কুলে সরকারিভাবে কোনও ছুটি ঘোষণা করা হয়নি । তবে কয়েকদিন আগেই আমার কাছে এই দিনটিতে ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছিল । আমরা সেই আর্জি মানিনি । আজ স্কুলে কোনও ছাত্রছাত্রী না আসা সত্ত্বেও নিয়মমাফিক প্রার্থনা সভা করেছি । স্কুল পূর্ণদিবস খোলা থাকবে ।"

ভিডিয়োয় শুনুন অনিল মণ্ডলের বক্তব্য

প্রসঙ্গত, গত বছর আজকের দিনে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে দাড়িভিট হাইস্কুল । পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে । সেই সময় গুলিতে মৃত্যু হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্রের । নাম রাজেশ সরকার ও তাপস বর্মণ । মৃত্যুর CBI তদন্তের দাবিতে সৎকার করা হয়নি তাদের মৃতদেহ । পরিবারের তরফে দেহ দুটি সমাধিস্থ করা হয় ।

Intro:ইসলামপুর,২০ সেপ্টেম্বরঃ- দাড়িভিটকাণ্ডের বর্ষপূর্তির দিনে সরকারিভাবে ছুটি না থাকলেও কার্যত ছাত্রছাত্রী শূন্য থাকলো। ছাত্রছাত্রীদের অনুপস্থিতি সত্ত্বেও প্রতিদিনের মতো আজও সকালের প্রার্থনা সারলেন শিক্ষক-শিক্কিকারা।দাড়িভিটকাণ্ডে নিহত দুই ছাত্রের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করেন শিক্ষিকরা।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল বলেন,আমাদের স্কুলের সরকারিভাবে কোনো ছুটি ঘোষণা করা হয়নি।তবে কয়েকদিন আগেই আমার কাছে এই দিনটিতে ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছিল।আমরা সেই আর্জি মানা করেছি।আজ স্কুলে কোনো ছাত্রছাত্রী না আসা সত্ত্বেও আমরা নিয়মমাফিক প্রার্থনা সভা করেছি।স্কুল পূর্ণদিবস খোলা থাকবে।Body:BgaConclusion:Sn
Last Updated : Sep 20, 2019, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.