ETV Bharat / state

সংশোধনাগারে বিচারাধীন বন্দীর মৃত্যু - one prisoner died

উত্তর দিনাজপুরের জেলা সংশোধনাগারে এক বিচারাধীন বন্দীর মৃত্যু হয়। তাঁর মৃগী ছিল।

prisoner died
author img

By

Published : Feb 9, 2019, 11:33 PM IST

রায়গঞ্জ, ৯ ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুর জেলা সংশোধনাগারে এক বিচারাধীন বন্দীর মৃত্যু হল। মৃতের নাম অনিল মার্ডি (৪২)। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ কনস্টেবল ছিলেন।

অনিলের মৃগী ছিল। বৃহস্পতিবার তাঁর খিঁচুনি ওঠে। তখন তিনি মাথা ঘুরে পড়ে যান। মাথায় আঘাত লেগে রক্তপাত হয়। এরপর তাঁকে রায়গঞ্জে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল তাঁর মৃত্যু হয়। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

২০১০ সালে অনিলের সঙ্গে বিয়ে হয়েছিল দ্বীপনগরের বাসিন্দা মার্সিলা হাঁসদার। স্ত্রী মার্সিলার অভিযোগ, অনিলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ ও খোরপোশের মামলা করেন মার্সিলা। ২০১৬ সালে আদালত প্রথম বছর মাসিক ৩০০০ টাকা এবং পরের বছর থেকে মাসিক ৬০০০ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু খোরপোশ দেননি অনিল। তাই আদালত অবমাননার দায়ে ৬ ফেব্রুয়ারি অনিলকে জেল হেপাজতে পাঠায় আদালত। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

রায়গঞ্জ, ৯ ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুর জেলা সংশোধনাগারে এক বিচারাধীন বন্দীর মৃত্যু হল। মৃতের নাম অনিল মার্ডি (৪২)। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ কনস্টেবল ছিলেন।

অনিলের মৃগী ছিল। বৃহস্পতিবার তাঁর খিঁচুনি ওঠে। তখন তিনি মাথা ঘুরে পড়ে যান। মাথায় আঘাত লেগে রক্তপাত হয়। এরপর তাঁকে রায়গঞ্জে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল তাঁর মৃত্যু হয়। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।

২০১০ সালে অনিলের সঙ্গে বিয়ে হয়েছিল দ্বীপনগরের বাসিন্দা মার্সিলা হাঁসদার। স্ত্রী মার্সিলার অভিযোগ, অনিলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ ও খোরপোশের মামলা করেন মার্সিলা। ২০১৬ সালে আদালত প্রথম বছর মাসিক ৩০০০ টাকা এবং পরের বছর থেকে মাসিক ৬০০০ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু খোরপোশ দেননি অনিল। তাই আদালত অবমাননার দায়ে ৬ ফেব্রুয়ারি অনিলকে জেল হেপাজতে পাঠায় আদালত। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Jilin Province, northeast China - Feb 9, 2019 (CCTV - No access Chinese mainland)
1. Aerial shot of buildings amid mist
2. Various of rime
3. Various of snow falling from tree
4. Tourists
5. Aerial shot of tourists, rime
Jincheng City, Shanxi Province, north China - Recent (CCTV - No access Chinese mainland)
6. Various of trees wrapped in rime
Huayin City, Shaanxi Province, northwest China - Recent (CCTV - No access Chinese mainland)
7. Rime, red silk ribbon on pine tree
8. Pine trees wrapped in rime
9. SOUNDBITE (Chinese) tourist (name not given):
"We are from Sichuan Province, and it's our first time to see such beautiful rime. It's remarkable. Our trip to Huashan Mountain is totally worth it."
Huangshan City, Anhui Province, east China - Feb 9, 2019 (CCTV - No access Chinese mainland)
10. Tourists, trees wrapped in rime
11. Pine tree wrapped in rime
12. SOUNDBITE (Chinese) Zhang Qun, tourist:
"When I came here last year, the weather was fine. Today it is raining, but the scenery has another kind of flavor. I find it very beautiful."
13. Various of tourists, trees wrapped in rime
Rime ice have brought beautiful landscapes that amazed visitors in various parts of China.
Residents in Jilin City, northeast China's Jilin Province, woke up on Thursday to find their hometown in a fairy-tale scenario of festive rime.
Jincheng City in north China's Shanxi Province was not only blessed with rime, but also with snow. As snowfall carpeted the city on Thursday, Jicheng was turned into an ocean of "pear blossoms."
In the local Wangmang Mountain scenery spot, trees, which used to be so bleak in deep winter, were wrapped by soft, puffy snow.
In Huayin City, northwest China's Shaanxi Province, the white icing, built up by thousands of tiny silver droplets, also shrouded every single twig.
"We are from Sichuan Province, and it's our first time to see such beautiful rime. It's remarkable. Our trip to Huashan Mountain is totally worth it," said a tourist.
As batches of freezing magic crept east, Huangshan City in east China's Anhui Province also saw beautiful winter scenes. As fog danced around the Huangshan Mountain scenic spot, the peaks looked as if they were floating in vaporized milk.
With ice-frocked evergreen pines flanking the mountain roads, tourists also came to show courtesy and gratitude to mother nature.
"When I came here last year, the weather was fine. Today it is raining, but the scenery has another kind of flavor. I find it very beautiful," said Zhang Qun, a tourist.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.