রায়গঞ্জ, ৯ ফেব্রুয়ারি : উত্তর দিনাজপুর জেলা সংশোধনাগারে এক বিচারাধীন বন্দীর মৃত্যু হল। মৃতের নাম অনিল মার্ডি (৪২)। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ কনস্টেবল ছিলেন।
অনিলের মৃগী ছিল। বৃহস্পতিবার তাঁর খিঁচুনি ওঠে। তখন তিনি মাথা ঘুরে পড়ে যান। মাথায় আঘাত লেগে রক্তপাত হয়। এরপর তাঁকে রায়গঞ্জে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল তাঁর মৃত্যু হয়। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
২০১০ সালে অনিলের সঙ্গে বিয়ে হয়েছিল দ্বীপনগরের বাসিন্দা মার্সিলা হাঁসদার। স্ত্রী মার্সিলার অভিযোগ, অনিলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ ও খোরপোশের মামলা করেন মার্সিলা। ২০১৬ সালে আদালত প্রথম বছর মাসিক ৩০০০ টাকা এবং পরের বছর থেকে মাসিক ৬০০০ টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু খোরপোশ দেননি অনিল। তাই আদালত অবমাননার দায়ে ৬ ফেব্রুয়ারি অনিলকে জেল হেপাজতে পাঠায় আদালত। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।