রায়গঞ্জ, 25 সেপ্টেম্বর : বাড়ির এক কিলোমিটারের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাঁচিমুহা গ্রামে । জানা গিয়েছে, মৃতের নাম ইদ্রিশ আলি (53) । পরিবারের দাবি, জমি নিয়ে পুলিশের ঝঞ্ঝাটে পড়ার ভয় থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি । তার ওপর লকডাউনের মধ্যে আর্থিক অনটন ছিল । সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছেন সে ।
জানা গিয়েছে, শুক্রবার সকালে বাড়ি থেকে একটু দূরে একটি বিলের ধারে গাছে ইদ্রিশ আলির ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামের বাসিন্দারা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
পরিবার সূত্রের খবর, কাঁচিমুহা গ্রামের বাসিন্দা পেশায় রিকশা চালক ইদ্রিশ আলি সহ তিন ভাই একই জমিতে বসবাস করতেন । সেই বাস্তু জমি নিয়ে শরিকি ঝামেলায় ইদ্রিশ আলির নামে রায়গঞ্জ থানায় মামলা দায়ের হয় । অভিযোগ মামলাকারী এবং বরুয়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য 2 থেকে 3 হাজার টাকা দাবি করে । পেশায় রিক্সা চালক ইদ্রিশ সেই টাকা জোগাড় করতে পারেনি । এদিকে থানায় কেস থাকায় পুলিশ তুলে নিয়ে যাবে এবং তাঁর জেল হবে এই আশঙ্কায় মানসিক অবসাদে ভুগছিলেন ইদ্রিশ । বিগত কয়েক দিন ধরে ভয়ে শহরে রিকশা চালানোও বন্ধ করে দিয়েছিলেন তিনি । আজ সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন গ্রামের বাসিন্দারা ।
মৃতের আত্মীয় নাজিম সরকারের দাবি, " টাকা দিতে না পারা ও পুলিশি ঝামেলার ভয়ে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করেছেন ইদ্রিশ ।" ঘটনার তদন্ত শুরু করে দোষীদের শাস্তি দেওয়ার দাবী করেছেন তাঁরা ।