ETV Bharat / state

অক্টোবর বেড়াতে যাওয়ার মাস, মুখ্যমন্ত্রী তাই পাহাড়ে এসেছেন: মুকুল - রায়গঞ্জ

এদিন সকালে মালদা থেকে কালিয়াগঞ্জে এসে সাংগঠনিক বৈঠকে যোগ দেন মুকুলবাবু । কিছুদিনের মধ্যেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে উপনির্বাচন হতে চলেছে । সেই বিষয়টি মাথায় রেখেই এবং দলের সাংগঠনিক দিক গোছাতেই তিনি বৈঠক করেন । মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়েও কটাক্ষ করেন মুকুলবাবু ৷

মুকুল রায়
author img

By

Published : Oct 21, 2019, 7:28 PM IST

Updated : Oct 21, 2019, 10:26 PM IST

রায়গঞ্জ, 21 অক্টোবর: মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় ৷ তিনি বলেন, "অক্টোবর বেড়াতে যাওয়ার মাস ৷ মুখ্যমন্ত্রী পাহাড়ে বেড়াতে গিয়েছেন ।" সোমবার কালিয়াগঞ্জে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে এই মন্তব্য করেন মুকুলবাবু ৷

সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তৃণমূলের সমালোচনাও করেন তিনি । অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । তবে শীঘ্রই রাজ্য সরকারের ব্যাটন BJP-র হাতে আসবে বলে আশা প্রকাশ করেন মুকুলবাবু । তিনি বলেন, " পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি রাজ্যের সবার একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে কি না । পঞ্চায়েত ভোটের পর থেকে এখনও পর্যন্ত আমাদের রাজ্যে 89 জন খুন হয়েছেন । তাঁরা BJP কর্মী । তাঁদের মধ্যে 35 জন খুন হয়েছেন লোকসভা ভোটের পরে । এই পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যায় রাজ্যে গণতন্ত্র নেই । তাই সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে । আইনশৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ি । তাই আমার মনে হয় রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে যিনি আছেন তিনি এই দপ্তর ছেড়ে দিলে তাঁর ভালো হবে ৷ পাশাপাশি দলেরও ভালো হবে ৷ রাজ্যের মানুষও স্বস্তি পাবে ।"

শুনুন মুকুল রায়ের বক্তব্য

এদিন সকালে মালদা থেকে কালিয়াগঞ্জে এসে সাংগঠনিক বৈঠকে যোগ দেন মুকুলবাবু । কিছুদিনের মধ্যেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে উপনির্বাচন হতে চলেছে । সেই বিষয়টি মাথায় রেখেই এবং দলের সাংগঠনিক দিক গোছাতেই তিনি বৈঠক করেন । বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জে তৃণমূল অনেকটাই পিছিয়ে গেছে বলে মন্তব্য করেন মুকুলবাবু । তিনি বলেন, "লোকসভা ভোটে কালিয়াগঞ্জে 57 হাজার ভোটে লিড পেয়েছিল BJP ৷ এর থেকে সহজে বোঝা যায় যে, কালিয়াগঞ্জে তৃণমূলের কোনও অস্তিত্ব নেই । তাই খুব সহজেই আমরা এই কেন্দ্র থেকে জয়লাভ করব ।"

রায়গঞ্জ, 21 অক্টোবর: মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় ৷ তিনি বলেন, "অক্টোবর বেড়াতে যাওয়ার মাস ৷ মুখ্যমন্ত্রী পাহাড়ে বেড়াতে গিয়েছেন ।" সোমবার কালিয়াগঞ্জে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে এই মন্তব্য করেন মুকুলবাবু ৷

সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তৃণমূলের সমালোচনাও করেন তিনি । অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । তবে শীঘ্রই রাজ্য সরকারের ব্যাটন BJP-র হাতে আসবে বলে আশা প্রকাশ করেন মুকুলবাবু । তিনি বলেন, " পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি রাজ্যের সবার একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে কি না । পঞ্চায়েত ভোটের পর থেকে এখনও পর্যন্ত আমাদের রাজ্যে 89 জন খুন হয়েছেন । তাঁরা BJP কর্মী । তাঁদের মধ্যে 35 জন খুন হয়েছেন লোকসভা ভোটের পরে । এই পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যায় রাজ্যে গণতন্ত্র নেই । তাই সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে । আইনশৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ি । তাই আমার মনে হয় রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে যিনি আছেন তিনি এই দপ্তর ছেড়ে দিলে তাঁর ভালো হবে ৷ পাশাপাশি দলেরও ভালো হবে ৷ রাজ্যের মানুষও স্বস্তি পাবে ।"

শুনুন মুকুল রায়ের বক্তব্য

এদিন সকালে মালদা থেকে কালিয়াগঞ্জে এসে সাংগঠনিক বৈঠকে যোগ দেন মুকুলবাবু । কিছুদিনের মধ্যেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে উপনির্বাচন হতে চলেছে । সেই বিষয়টি মাথায় রেখেই এবং দলের সাংগঠনিক দিক গোছাতেই তিনি বৈঠক করেন । বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জে তৃণমূল অনেকটাই পিছিয়ে গেছে বলে মন্তব্য করেন মুকুলবাবু । তিনি বলেন, "লোকসভা ভোটে কালিয়াগঞ্জে 57 হাজার ভোটে লিড পেয়েছিল BJP ৷ এর থেকে সহজে বোঝা যায় যে, কালিয়াগঞ্জে তৃণমূলের কোনও অস্তিত্ব নেই । তাই খুব সহজেই আমরা এই কেন্দ্র থেকে জয়লাভ করব ।"

Intro:রায়গঞ্জ, ২১অক্টোবরঃ- অক্টোবর মাস হল বেড়াতে যাবার মাস মুখ্যমন্ত্রী পাহাড়ে বেড়াতে এসেছেন। সোমবার কালিয়াগঞ্জে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর পাহাড় সফরকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গের পাহাড় এবং পারিপার্শ্বিক কিছু জেলায় আসলেও উত্তর দক্ষিণ দিনাজপুর আসছেন না। এই বিষয়ে সাংবাদিকের প্রশ্ন করতেই মুকুল বাবু বলেন মুখ্যমন্ত্রী পাহাড়ে ঘুরতে এসেছেন। এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূলের সমালোচনা করেন তিনি। পাশাপাশি এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই বলেও মন্তব্য করেন মুকুলবাবু। তবে খুব শীঘ্রই রাজ্য সরকারের ব্যাটন বিজেপির হাতে আসবে বলেও আশা প্রকাশ করেন মুকুলবাবু। তিনি বলেন ভারত বর্ষ সহ বর্তমান রাজ্যের সব মানুষেরই একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে কি থাকবে না? পঞ্চায়েত ভোটের পর থেকে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে 89 জন মানুষ খুন হয়েছেন। তারা বিজেপি কর্মী। পাশাপাশি লোকসভা ভোটের পরেও 35 জন বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে এ রাজ্যে। এই পরিসংখ্যান থেকে খুব সহজেই বোঝা যায় বর্তমান রাজ্যে গণতন্ত্রের কোন জায়গা নেই। তাই সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। তাই আমার মনে হয় রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের যিনি আছেন তিনি এই দপ্তর ছেড়ে দিলে যেমন তার ভাল হবে তার দলের ভাল হবে পাশাপাশি রাজ্যে মানুষ স্বস্তি পাবে।

এদিন সকালে মালদা থেকে সোজা কালিয়াগঞ্জ এর সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসেন মুকুলবাবু। কিছুদিনের মধ্যেই উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর উপনির্বাচন হতে চলেছে। সেই বিষয়টি মাথায় রেখেই এবং সাংগঠনিক দিক সাজিয়ে তোলার কাজেই তিনি যোগ দিতে এসেছেন বলে দাবি করেন। তিনি বিধানসভা উপনির্ভাচনে কালিয়াগঞ্জ এ তৃণমূল অনেকটাই পিছিয়ে গেছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন লোকসভা ভোটের সময় কালিয়াগঞ্জে 57 হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি।এর থেকে খুব সহজে বোঝা যায় যে কালিয়াগঞ্জে তৃণমূলের কোন অস্তিত্ব নেই। তাই খুব সহজেই আমরা এই কেন্দ্র থেকে জয়লাভ করবো।Body:JfConclusion:G
Last Updated : Oct 21, 2019, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.