রায়গঞ্জ, 21 অক্টোবর: মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় ৷ তিনি বলেন, "অক্টোবর বেড়াতে যাওয়ার মাস ৷ মুখ্যমন্ত্রী পাহাড়ে বেড়াতে গিয়েছেন ।" সোমবার কালিয়াগঞ্জে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে এই মন্তব্য করেন মুকুলবাবু ৷
সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তৃণমূলের সমালোচনাও করেন তিনি । অভিযোগ করেন, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । তবে শীঘ্রই রাজ্য সরকারের ব্যাটন BJP-র হাতে আসবে বলে আশা প্রকাশ করেন মুকুলবাবু । তিনি বলেন, " পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি রাজ্যের সবার একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে কি না । পঞ্চায়েত ভোটের পর থেকে এখনও পর্যন্ত আমাদের রাজ্যে 89 জন খুন হয়েছেন । তাঁরা BJP কর্মী । তাঁদের মধ্যে 35 জন খুন হয়েছেন লোকসভা ভোটের পরে । এই পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যায় রাজ্যে গণতন্ত্র নেই । তাই সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে । আইনশৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ি । তাই আমার মনে হয় রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে যিনি আছেন তিনি এই দপ্তর ছেড়ে দিলে তাঁর ভালো হবে ৷ পাশাপাশি দলেরও ভালো হবে ৷ রাজ্যের মানুষও স্বস্তি পাবে ।"
এদিন সকালে মালদা থেকে কালিয়াগঞ্জে এসে সাংগঠনিক বৈঠকে যোগ দেন মুকুলবাবু । কিছুদিনের মধ্যেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে উপনির্বাচন হতে চলেছে । সেই বিষয়টি মাথায় রেখেই এবং দলের সাংগঠনিক দিক গোছাতেই তিনি বৈঠক করেন । বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জে তৃণমূল অনেকটাই পিছিয়ে গেছে বলে মন্তব্য করেন মুকুলবাবু । তিনি বলেন, "লোকসভা ভোটে কালিয়াগঞ্জে 57 হাজার ভোটে লিড পেয়েছিল BJP ৷ এর থেকে সহজে বোঝা যায় যে, কালিয়াগঞ্জে তৃণমূলের কোনও অস্তিত্ব নেই । তাই খুব সহজেই আমরা এই কেন্দ্র থেকে জয়লাভ করব ।"