রায়গঞ্জ, 29 জুলাই: উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির ভাই ভবতোষ লাহিড়ির হাত ধরে জেলায় আত্মপ্রকাশ করতে চলেছে নীতীশ কুমারের (JD(U))। বুধবার তাঁকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ।
BJP-র উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ির ভাই ভবতোষ লাহিড়ি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন । এর আগেও তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন । যদিও বিশ্বজিৎ লাহিড়ি তাঁর ভাইয়ের অন্য দলে যোগদানের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি । তাঁর ভাই সরাসরিভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল কি না সে বিষয়েও তিনি মন্তব্য করতে চাননি । তবে BJP-র সঙ্গে তিনি কখনই যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন তিনি ।
ভবতোষ লাহিড়ি বলেন, "আজ আমি JD(U)-তে যোগ দিয়েছি । উত্তর দিনাজপুর জেলার সম্পাদক হিসেবে আমি দলে যুক্ত হয়েছি । সাধারণ মানুষের দাবি সবার সামনে তুলে ধরার জন্য দীর্ঘদিন রাজনীতিতে রয়েছি । JD(U)-এ যুক্ত হয়ে আশা করছি সাধারণ মানুষের দাবি আরও বেশি করে সবার সামনে তুলে ধরতে পারব।"