ETV Bharat / state

রায়গঞ্জে পরিযায়ী শ্রমিকদের খাবার বিতরণ তৃণমূল শিক্ষক সংগঠনের - উত্তর দিনাজপুর পরিযায়ী শ্রমিক

প্রতিদিনই জেলার বিভিন্ন কোয়ারানটিন সেন্টার থেকে উঠছে অব্যবস্থার অভিযোগ। কোথাও খাবার নেই, কোথাও জল নেই কোথাও আবার নিরাপত্তার অভাব। এবার এই কোয়ারানটিন সেন্টারের পরিযায়ী শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করল উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতি। আজ রায়গঞ্জের বিভিন্ন কোয়ারানটিন সেন্টারের বাসিন্দাদের মধ্যাহ্নভোজের আয়োজন করেন তাঁরা ।

উত্তর দিনাজপুর পরিযায়ী শ্রমিক
কোয়ারানটিন সেন্টারে খাবার বিতরণ
author img

By

Published : Jun 11, 2020, 9:07 PM IST

রায়গঞ্জ, 11 জুন: কোয়ারানটিন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করল উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন সংগঠনের সদস্যরা রায়গঞ্জ এলাকার বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে খাবার পরিবেশন করেন।

লকডাউনের জেরে ভিনরাজ্য থেকে নিজেদের এলাকায় ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকেরা। একদিকে কাজ হারা, অন্যদিকে ভিনরাজ্য থেকে আসার কারণে বাড়িতে ফিরতে না পেরে কোয়ারানটিনে থাকায় মানসিক অবসাদের শিকার অনেকেই। এইসমস্ত মানুষদের একটু আনন্দ দিতে বৃহস্পতিবার তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।

সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্গত সিজ়গ্রাম, কাচিমোহা, তাহেরপুর কোয়ারানটিন সেন্টারে দিল্লি, গুজরাত, মুম্বই থেকে আগত পরিযায়ী শ্রমিকদের দুপুরে ভাত, ডাল, সব্জি, ডিম ও পাঁপড় ভাজা খাওয়ানো হয়৷

খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দেব সিংহ, শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, জেলা পরিষদ মেন্টর অসীম ঘোষ, পূর্ব চক্রের সভাপতি অভিষেক দাস, জেলা নেতৃত্ব লিয়াকত আলি, আনোয়ার আলি, শুভজিৎ সাহা, মানিক রায় সহ অন্যান্য সদস্য।

এ বিষয়ে সংগঠনের তরফে গৌরাঙ্গ চৌহান বলেন, “আমরা কোয়ারানটিন সেন্টারে থাকা মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। সেই কারণেই তাদের খাদ্য পরিবেশন করেছি। ভিন রাজ্যে কাজ করতে গেলেও এঁরা আমাদের জেলার বাসিন্দা। বাড়িতে ফিরেও তারা গৃহহীন। তাই তাদের খাবারের বন্দোবস্ত করা হয়েছে।”

রায়গঞ্জ, 11 জুন: কোয়ারানটিন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করল উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন সংগঠনের সদস্যরা রায়গঞ্জ এলাকার বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে খাবার পরিবেশন করেন।

লকডাউনের জেরে ভিনরাজ্য থেকে নিজেদের এলাকায় ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকেরা। একদিকে কাজ হারা, অন্যদিকে ভিনরাজ্য থেকে আসার কারণে বাড়িতে ফিরতে না পেরে কোয়ারানটিনে থাকায় মানসিক অবসাদের শিকার অনেকেই। এইসমস্ত মানুষদের একটু আনন্দ দিতে বৃহস্পতিবার তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।

সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্গত সিজ়গ্রাম, কাচিমোহা, তাহেরপুর কোয়ারানটিন সেন্টারে দিল্লি, গুজরাত, মুম্বই থেকে আগত পরিযায়ী শ্রমিকদের দুপুরে ভাত, ডাল, সব্জি, ডিম ও পাঁপড় ভাজা খাওয়ানো হয়৷

খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দেব সিংহ, শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, জেলা পরিষদ মেন্টর অসীম ঘোষ, পূর্ব চক্রের সভাপতি অভিষেক দাস, জেলা নেতৃত্ব লিয়াকত আলি, আনোয়ার আলি, শুভজিৎ সাহা, মানিক রায় সহ অন্যান্য সদস্য।

এ বিষয়ে সংগঠনের তরফে গৌরাঙ্গ চৌহান বলেন, “আমরা কোয়ারানটিন সেন্টারে থাকা মানুষদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। সেই কারণেই তাদের খাদ্য পরিবেশন করেছি। ভিন রাজ্যে কাজ করতে গেলেও এঁরা আমাদের জেলার বাসিন্দা। বাড়িতে ফিরেও তারা গৃহহীন। তাই তাদের খাবারের বন্দোবস্ত করা হয়েছে।”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.