ETV Bharat / state

প্রয়াত উত্তর দিনাজপুরের কংগ্রেস নেতা পবিত্র চন্দ - north dinajpur congress leader

উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা কংগ্রেসের (Congress Leader Died) জনপ্রিয় নেতা পবিত্র চন্দ (Pabitra Chanda) প্রয়াত হলেন । তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ৷ আজ ভোররাতে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয় ৷

north dinajpur congress leader Pabitra Chanda passed away
প্রয়াত উত্তর দিনাজপুর কংগ্রেসের জনপ্রিয় নেতা পবিত্র চন্দ
author img

By

Published : Jul 18, 2021, 5:08 PM IST

রায়গঞ্জ, 18 জুলাই: প্রয়াত হলেন উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা কংগ্রেসের (Congress Leader Died) জনপ্রিয় নেতা তথা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পবিত্র চন্দ (Pabitra Chanda)। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জ শহরে । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । রবিবার ভোররাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ শহরের একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয় ৷ আজ বেলা সাড়ে বারোটা নাগাদ মৃত্যু হয় তাঁর ।

রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা পবিত্র চন্দ ওরফে চন্দন বাবু ছাত্র অবস্থাতেই রাজনীতির সঙ্গে যুক্ত হন । কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সক্রিয় সদস্য থাকার পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে আসীন হন তিনি । পরবর্তীতে যুব কংগ্রেস এবং কংগ্রেসের নানা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন ৷

সংস্কৃতি ও ক্রীড়া জগতের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা । উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য থাকার পাশাপাশি সংস্কৃতি জগতেও তাঁর বিচরণ ছিল সর্বজনবিদিত । রায়গঞ্জ কালচারাল ফোরামের সভাপতি ছিলেন তিনি ।

রবিবার চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । বিগত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন পবিত্র চন্দ । হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতাতেও বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি । এরপর মাস কয়েক আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন এই কংগ্রেস নেতা । এ দিন সকালে ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি ।

রায়গঞ্জ শহরের সব রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ - সবার অত্যন্ত প্রিয় মানুষ হিসেবে পরিচিতি ছিল তাঁর ৷ মাত্র 55 বছর বয়সে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পবিত্র চন্দের জীবনাবসানে শোকাহত বিভিন্ন মহল ৷

রায়গঞ্জ, 18 জুলাই: প্রয়াত হলেন উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা কংগ্রেসের (Congress Leader Died) জনপ্রিয় নেতা তথা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পবিত্র চন্দ (Pabitra Chanda)। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জ শহরে । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । রবিবার ভোররাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রায়গঞ্জ শহরের একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয় ৷ আজ বেলা সাড়ে বারোটা নাগাদ মৃত্যু হয় তাঁর ।

রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা পবিত্র চন্দ ওরফে চন্দন বাবু ছাত্র অবস্থাতেই রাজনীতির সঙ্গে যুক্ত হন । কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সক্রিয় সদস্য থাকার পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে আসীন হন তিনি । পরবর্তীতে যুব কংগ্রেস এবং কংগ্রেসের নানা গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন ৷

সংস্কৃতি ও ক্রীড়া জগতের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা । উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য থাকার পাশাপাশি সংস্কৃতি জগতেও তাঁর বিচরণ ছিল সর্বজনবিদিত । রায়গঞ্জ কালচারাল ফোরামের সভাপতি ছিলেন তিনি ।

রবিবার চিকিৎসাধীন অবস্থায় রায়গঞ্জের একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । বিগত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন পবিত্র চন্দ । হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতাতেও বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি । এরপর মাস কয়েক আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন এই কংগ্রেস নেতা । এ দিন সকালে ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি ।

রায়গঞ্জ শহরের সব রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ - সবার অত্যন্ত প্রিয় মানুষ হিসেবে পরিচিতি ছিল তাঁর ৷ মাত্র 55 বছর বয়সে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পবিত্র চন্দের জীবনাবসানে শোকাহত বিভিন্ন মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.